ETV Bharat / state

ভেঙেছে প্রথম বিয়ে, আশীর্বাদের আগে মানসিক অবসাদেই কি আত্মঘাতী পুলিশ কনস্টেবল ? - kolkata police constable

Police Constable Death: দীর্ঘ পাঁচ বছর কলকাতা পুলিশে কর্মরত ছিলেন জয়ন্ত সরকার ৷ বুধরাতে রাতে নিজের সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি ৷ এই ঘটনায় প্রাথমিকভাবে মানসিক অবসাদের বিষয়টি সামনে আসছে ৷

Police Constable Death
আত্মঘাতী পুলিশ কনস্টেবল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 10:36 PM IST

মানসিক অবসাদেই কি আত্মঘাতী পুলিশ কনস্টেবল ?

শান্তিপুর, 29 ফেব্রুয়ারি: হয়ে গিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ ৷ তারপরেও ভেঙে যায় প্রথম বিয়ে ৷ রাত পোহালেই ছিল দ্বিতীয় বিয়ের আশীর্বাদ ৷ তার আগেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হয়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল জয়ন্ত সরকার ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানা বাবলা গ্রাম পঞ্চায়েতের বথনা এলাকায় । প্রাথমিক অনুমান, কোন বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন 28 বছরের এই যুবক । তার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে পরিবার বা বন্ধুরা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ৷

মৃতের পরিবারের সূত্রে খবর, পারিবারিক কোনো অশান্তি ছিল না জয়ন্তর । দিন কয়েক পরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল । আগামিকাল ছিল সেই বিয়ের আশীর্বাদ । পরিবারের কাছে বুধবার গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয় । মৃত কনস্টেবলের ভাই বলরাম সরকার বলেন, "20 ফাল্গুন দাদার বিয়ে ঠিক হয়েছে ৷ আগামিকাল তাঁর আশীর্বাদ ছিল ৷ গতকাল রাত আটটার সময় দাদার সঙ্গে শেষ ফোনে কথা হয়েছে ৷ এরপর পুলিশের তরফে ফোন করে বলা হয় দাদার দুর্ঘটনা ঘটেছে ৷ কী হয়েছে কিছুই বলা হয়নি ৷ বাড়িতে কোনও অশান্তি ছিল না ৷ আজকে দাদার বিয়ের বাজার করারও কথা ছিল ৷"

মৃত কনস্টেবলের বন্ধু সঞ্জিত মাহাতোর কথায়, "এর আগে জয়ন্ত সরকারের সঙ্গে এক যুবতীর রেজিস্ট্রি হয়েছিল । তবে কোনও কারণে আবার ডিভোর্স হয়ে যায় ।" এই ঘটনার পেছনে সেই কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ । বুধবার রাতে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে অস্ত্রাগারের সামনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা ।

আরও পড়ুন:

  1. বিয়ের আগেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  2. সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  3. আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ

মানসিক অবসাদেই কি আত্মঘাতী পুলিশ কনস্টেবল ?

শান্তিপুর, 29 ফেব্রুয়ারি: হয়ে গিয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ ৷ তারপরেও ভেঙে যায় প্রথম বিয়ে ৷ রাত পোহালেই ছিল দ্বিতীয় বিয়ের আশীর্বাদ ৷ তার আগেই নিজের সার্ভিস রিভলভার দিয়ে কপালে গুলি করে আত্মঘাতী হয়েছেন কলকাতা পুলিশের কনস্টেবল জয়ন্ত সরকার ৷ তাঁর বাড়ি নদিয়ার শান্তিপুর থানা বাবলা গ্রাম পঞ্চায়েতের বথনা এলাকায় । প্রাথমিক অনুমান, কোন বিষয়ে মানসিক অবসাদে ভুগছিলেন 28 বছরের এই যুবক । তার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে ৷ তবে পরিবার বা বন্ধুরা এ ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ৷

মৃতের পরিবারের সূত্রে খবর, পারিবারিক কোনো অশান্তি ছিল না জয়ন্তর । দিন কয়েক পরে তাঁর বিয়ে হওয়ার কথা ছিল । আগামিকাল ছিল সেই বিয়ের আশীর্বাদ । পরিবারের কাছে বুধবার গভীর রাতে কলকাতা পুলিশের তরফ থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানানো হয় । মৃত কনস্টেবলের ভাই বলরাম সরকার বলেন, "20 ফাল্গুন দাদার বিয়ে ঠিক হয়েছে ৷ আগামিকাল তাঁর আশীর্বাদ ছিল ৷ গতকাল রাত আটটার সময় দাদার সঙ্গে শেষ ফোনে কথা হয়েছে ৷ এরপর পুলিশের তরফে ফোন করে বলা হয় দাদার দুর্ঘটনা ঘটেছে ৷ কী হয়েছে কিছুই বলা হয়নি ৷ বাড়িতে কোনও অশান্তি ছিল না ৷ আজকে দাদার বিয়ের বাজার করারও কথা ছিল ৷"

মৃত কনস্টেবলের বন্ধু সঞ্জিত মাহাতোর কথায়, "এর আগে জয়ন্ত সরকারের সঙ্গে এক যুবতীর রেজিস্ট্রি হয়েছিল । তবে কোনও কারণে আবার ডিভোর্স হয়ে যায় ।" এই ঘটনার পেছনে সেই কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ । বুধবার রাতে কলকাতা পুলিশ ট্রেনিং স্কুলে অস্ত্রাগারের সামনে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন ওই কনস্টেবল । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা ।

আরও পড়ুন:

  1. বিয়ের আগেই সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  2. সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে ফের আত্মঘাতী কলকাতা পুলিশের কনস্টেবল
  3. আত্মহত্যা রুখতে পুলিশকর্মীদের মানসিক স্বাস্থ্যের খোঁজ নেওয়া উচিত, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.