ETV Bharat / state

প্লাবিত তিস্তা-জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকা, লাল সতর্কতা জারি সেচ দফতরের - Red Alert - RED ALERT

Red Alert in Teesta and Jaldhaka Rivers: জল বাড়ায় প্লাবিত তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকা ৷ লাল সতর্কতা জারি করল সেচ দফতর ৷ সেবকে 287.4 মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে ৷

Red Alert
জল বাড়ায় লাল সতর্কতা জারি (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 2, 2024, 2:29 PM IST

Updated : Jul 2, 2024, 3:07 PM IST

জলপাইগুড়ি, 2 জুলাই: সেবকে রেকর্ড বৃষ্টি । ফের তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর । পাশাপাশি জলঢাকা নদীর জলও বেড়েছে ৷ এর পাড়ে অবস্থিত এনএইচ 31-এর অসংরক্ষিত এলাকায়ও লাল সতর্কতা জারি করা হয়েছে ।

লিস নদীর জল বেড়ে প্লাবিত বাগরাকোট এলাকা (ইটিভি ভারত)

অন্যদিকে মালবাজারের লিস নদীর জল বেড়েছে ৷ যার ফলে নদীর বাঁধ ভেঙে বাগরাকোটের চান্দা কোম্পানি এলাকায় জল ঢুকে গিয়েছে । সেনাবাহিনীর ক্যাম্পের পাশে এই এলাকা ৷ তাই উদ্ধার কাজে নেমেছেন সেনা জওয়ানরা । এমন পরিস্থিতি যে বাগরাকোটে জাতীয় সড়কের উপরও জল ওঠার উপক্রম হয়েছে ৷ এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক ৷ তিনি বলেন, "নদীতে জল বেড়ে যাওয়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । একটি বাঁধ ভেঙে গিয়েছে । সেচ দফতরের লোকেরা এসেছেন । যখনই জল কমবে তখনই বাঁধের কাজ হবে । ঘটনাস্থলে প্রশাসনের সবাই রয়েছে, যা যা পরিষেবা দেওয়া যায় সব দেওয়া হবে ।"

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর লোয়ার ক্যাচমেন্টে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে । এ দিন রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে সেবক । সেবকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 287.4 মিলিমিটার । দার্জিলিংয়ে 123.4 মিলিমিটার, গাজোলডোবাতে 122.6 মিলিমিটার, আলিপুরদুয়ার 213.2 মিলিমিটার, কোচবিহার 126.6 মিলিমিটার, বাগরাকোটে 78.8 মিলিমিটার, নেওড়াতে 76.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এনএইচ 31-তে বৃষ্টিপাত হয়েছে 139 মিলিমিটার ও ফালাকাটাতে 123.8 মিলিমিটার ।

ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । সেচ দফতরের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করা হয়েছে । জানা গিয়েছে, তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে এ দিন সকাল দশটায় 3265.86 কিউমেক জল ছাড়া হয়েছে ৷ তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর সমতলে জল বেড়েছে । অন্যদকে ময়নাগুড়ির দোমহনীতে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দফতরের পক্ষ থেকে ।

জলপাইগুড়ি, 2 জুলাই: সেবকে রেকর্ড বৃষ্টি । ফের তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর । পাশাপাশি জলঢাকা নদীর জলও বেড়েছে ৷ এর পাড়ে অবস্থিত এনএইচ 31-এর অসংরক্ষিত এলাকায়ও লাল সতর্কতা জারি করা হয়েছে ।

লিস নদীর জল বেড়ে প্লাবিত বাগরাকোট এলাকা (ইটিভি ভারত)

অন্যদিকে মালবাজারের লিস নদীর জল বেড়েছে ৷ যার ফলে নদীর বাঁধ ভেঙে বাগরাকোটের চান্দা কোম্পানি এলাকায় জল ঢুকে গিয়েছে । সেনাবাহিনীর ক্যাম্পের পাশে এই এলাকা ৷ তাই উদ্ধার কাজে নেমেছেন সেনা জওয়ানরা । এমন পরিস্থিতি যে বাগরাকোটে জাতীয় সড়কের উপরও জল ওঠার উপক্রম হয়েছে ৷ এলাকা পরিদর্শনে এলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বুলুচিক বড়াইক ৷ তিনি বলেন, "নদীতে জল বেড়ে যাওয়ার ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । একটি বাঁধ ভেঙে গিয়েছে । সেচ দফতরের লোকেরা এসেছেন । যখনই জল কমবে তখনই বাঁধের কাজ হবে । ঘটনাস্থলে প্রশাসনের সবাই রয়েছে, যা যা পরিষেবা দেওয়া যায় সব দেওয়া হবে ।"

জলপাইগুড়ি আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদীর লোয়ার ক্যাচমেন্টে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় সর্বাধিক বৃষ্টি হয়েছে । এ দিন রেকর্ড পরিমাণ বৃষ্টির সাক্ষী থেকেছে সেবক । সেবকে বৃষ্টিপাতের পরিমাণ ছিল 287.4 মিলিমিটার । দার্জিলিংয়ে 123.4 মিলিমিটার, গাজোলডোবাতে 122.6 মিলিমিটার, আলিপুরদুয়ার 213.2 মিলিমিটার, কোচবিহার 126.6 মিলিমিটার, বাগরাকোটে 78.8 মিলিমিটার, নেওড়াতে 76.2 মিলিমিটার বৃষ্টি হয়েছে । এনএইচ 31-তে বৃষ্টিপাত হয়েছে 139 মিলিমিটার ও ফালাকাটাতে 123.8 মিলিমিটার ।

ভারত-বাংলাদেশ সীমান্তের মেখলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি হওয়ায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । সেচ দফতরের পক্ষ থেকে প্রশাসনকে সতর্ক করা হয়েছে । জানা গিয়েছে, তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে এ দিন সকাল দশটায় 3265.86 কিউমেক জল ছাড়া হয়েছে ৷ তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে তিস্তা নদীর সমতলে জল বেড়েছে । অন্যদকে ময়নাগুড়ির দোমহনীতে সংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে সেচ দফতরের পক্ষ থেকে ।

Last Updated : Jul 2, 2024, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.