ETV Bharat / state

রেল রোকোয় হলদিবাড়িতে আটকে আন্তর্জাতিক ট্রেন, যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা - International trains

Rail roko protest at NJP: রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেনে থাকা আমেরিকা, নেপাল, ভারত ও বাংলাদেশের নাগরিকদের উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দিতে রেলে তৎপরতা ছিল চোখে পড়ার মতো । নন্দনপুর কেরারপাড়া এলাকায় স্টপেজের দাবিতে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা ।

rail strike at NJP
rail strike at NJP
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 6:25 PM IST

জলপাইগুড়ি, 9 ফেব্রুয়ারি: রেল রোকোর ফলে হলদিবাড়ি স্টেশনে আটকে আন্তর্জাতিক ট্রেন । মিতালি এক্সপ্রেসে আটকে থাকা ভারত, নেপাল, বাংলাদেশ ও আমেরিকার যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা ।

নন্দনপুর কেরারপাড়ায় লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন অবরোধে নাকাল হন যাত্রীরা । অবরোধের ফলে বাংলাদেশের ঢাকা থেকে ভারতে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি রেলস্টেশনে আটকে পড়ে । মিতালি এক্সপ্রেসের মধ্যে কয়েক ঘণ্টা ধরে আটকে পড়েন যাত্রীরা । এরপর মিতালি এক্সপ্রেসের যাত্রীদের রেলের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাসে করে এনজেপিতে পৌঁছে দেওয়া হয় ।

রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেনে থাকা আমেরিকা, নেপাল, ভারত ও বাংলাদেশের নাগরিকদের উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দেয় রেল ৷ এ দিন নন্দনপুর কেরারপাড়া এলাকায় স্টপেজের দাবিতে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা । রেল অবরোধের ফলে হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা হলদিবাড়ি স্টেশনে এসে আটকে পড়েন ।

অন্যদিকে, কলকাতাগামী সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেইল সমস্যায় পড়ে । সকালে প্রায় তিন ঘণ্টা অবরোধের ফলে আরপিএফ ও রেলের আধিকারিকদের অনুরোধে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । এই অবরোধের ফলে বিপাকে পরে বাংলাদেশ, হলদিবাড়ি-সহ কলকাতার যাত্রীরা।

জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ ইনস্পেকটর বিপ্লব দত্ত বলেন, "রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস হলদিবাড়িতে আটকে পড়ে । বাংলাদেশ থেকে ভারতে আসা 13131 মিতালি এক্সপ্রেসের যাত্রীরা এ দিন অবরোধের ফলে বিপাকে পড়েন । মিতালি এক্সপ্রেস যেহেতু আর্ন্তজাতিক ট্রেন, তাই সেই ট্রেনে করে বাংলাদেশ, ভারত, আমেরিকার, নেপালের যাত্রী ছিলেন । ভিন দেশের অতিথিদের কথা চিন্তা করে রেল থেকে মিতালি এক্সপ্রেসের যাত্রীদের নামিয়ে বাসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছে দেওয়া হয় । মিতালি এক্সপ্রেসের 148 জন যাত্রীকে চারটে বাসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছে দেওয়া হয় । প্রায় তিন ঘণ্টা মিতালি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল হলদিবাড়ি স্টেশনে।"

আরও পড়ুন

সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি

বর্ধমান স্টেশনে বিজেপি নেতার ছবি দেওয়া পোস্টার ঘিরে বিতর্ক

বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ

জলপাইগুড়ি, 9 ফেব্রুয়ারি: রেল রোকোর ফলে হলদিবাড়ি স্টেশনে আটকে আন্তর্জাতিক ট্রেন । মিতালি এক্সপ্রেসে আটকে থাকা ভারত, নেপাল, বাংলাদেশ ও আমেরিকার যাত্রীদের জন্য করা হল বিশেষ ব্যবস্থা ।

নন্দনপুর কেরারপাড়ায় লোকাল ট্রেনের স্টপেজের দাবিতে ট্রেন অবরোধে নাকাল হন যাত্রীরা । অবরোধের ফলে বাংলাদেশের ঢাকা থেকে ভারতে আসা মিতালি এক্সপ্রেস ট্রেনটি হলদিবাড়ি রেলস্টেশনে আটকে পড়ে । মিতালি এক্সপ্রেসের মধ্যে কয়েক ঘণ্টা ধরে আটকে পড়েন যাত্রীরা । এরপর মিতালি এক্সপ্রেসের যাত্রীদের রেলের পক্ষ থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বাসে করে এনজেপিতে পৌঁছে দেওয়া হয় ।

রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেনে থাকা আমেরিকা, নেপাল, ভারত ও বাংলাদেশের নাগরিকদের উদ্ধার করে গন্তব্যস্থলে পৌঁছে দেয় রেল ৷ এ দিন নন্দনপুর কেরারপাড়া এলাকায় স্টপেজের দাবিতে রেল অবরোধ করেন এলাকার বাসিন্দারা । রেল অবরোধের ফলে হলদিবাড়ি থেকে এনজেপিগামী প্যাসেঞ্জার ট্রেনের যাত্রীরা হলদিবাড়ি স্টেশনে এসে আটকে পড়েন ।

অন্যদিকে, কলকাতাগামী সুপারফাস্ট এক্সপ্রেস, শিয়ালদা থেকে হলদিবাড়িগামী দার্জিলিং মেইল সমস্যায় পড়ে । সকালে প্রায় তিন ঘণ্টা অবরোধের ফলে আরপিএফ ও রেলের আধিকারিকদের অনুরোধে অবরোধ তুলে নেন অবরোধকারীরা । এই অবরোধের ফলে বিপাকে পরে বাংলাদেশ, হলদিবাড়ি-সহ কলকাতার যাত্রীরা।

জলপাইগুড়ি টাউন স্টেশনের আরপিএফ ইনস্পেকটর বিপ্লব দত্ত বলেন, "রেল অবরোধের ফলে আন্তর্জাতিক ট্রেন মিতালি এক্সপ্রেস হলদিবাড়িতে আটকে পড়ে । বাংলাদেশ থেকে ভারতে আসা 13131 মিতালি এক্সপ্রেসের যাত্রীরা এ দিন অবরোধের ফলে বিপাকে পড়েন । মিতালি এক্সপ্রেস যেহেতু আর্ন্তজাতিক ট্রেন, তাই সেই ট্রেনে করে বাংলাদেশ, ভারত, আমেরিকার, নেপালের যাত্রী ছিলেন । ভিন দেশের অতিথিদের কথা চিন্তা করে রেল থেকে মিতালি এক্সপ্রেসের যাত্রীদের নামিয়ে বাসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছে দেওয়া হয় । মিতালি এক্সপ্রেসের 148 জন যাত্রীকে চারটে বাসে করে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌছে দেওয়া হয় । প্রায় তিন ঘণ্টা মিতালি এক্সপ্রেস দাঁড়িয়ে ছিল হলদিবাড়ি স্টেশনে।"

আরও পড়ুন

সরস্বতী পুজোর দিন মেট্রোয় চড়ার পরিকল্পনা, পরিষেবা বাড়ছে না কমছে; মাথায় রাখুন সময়সূচি

বর্ধমান স্টেশনে বিজেপি নেতার ছবি দেওয়া পোস্টার ঘিরে বিতর্ক

বোনকে নিয়ে ইডি দফতরে রথীন্দ্রকুমার দে, 100 দিনের কাজে দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.