কলকাতা, 31 জানুয়ারি: শেষ হল 47তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গত 18 জানুয়ারি করুণাময়ীর মিলন মেলা প্রাঙ্গণে শুরু হয়েছিল আন্তর্জাতিক স্তরের এই মেলা। তার দশমী হয়ে গেল বুধবার। 14 দিনের মাথায় বিগ বেন বাজিয়ে পরিসমাপ্তি ঘটল আন্তর্জাতিক কলকাতা বইমেলার। এ বছর বইমেলায় সমাগম হয়েছে প্রায় 29 লক্ষ বইপ্রেমী জনতার। এই তুলনায় যদিও কমেছে বই বিক্রি তবে গত বছরের সঙ্গে তুলনা করলে বেড়েছে বই বিক্রির অংক ৷ এবারের কলকাতা বইমেলায় বই বিক্রি হয়েছে 28 কোটি টাকার মতো।
এদিনের সমাপ্তি অনুষ্ঠানে আগামী বছর বইমেলার ঘোষণা হয়ে যায় গিল্ডের তরফে। 2025 সালের জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে মেলা, জানিয়ে দেয় গিল্ড কর্তৃপক্ষ ৷ তবে আগামী বছর বেশ কিছু জিনিস মাথায় রেখে করা হবে এই উৎসব, জানান গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেন, "মধ্যবিত্তদের অনেকেই আছেন যারা চাকুরিজীবী। চাকুরিজীবীদের মাসের শেষ মানেই টানাটানির মধ্যে দিয়ে চলে। তাদের কাছে বই কেনা মানে বিলাসিতা। যদি আমরা মাসের গোড়ার দিকে অন্তত বইমেলা করতে পারি তাহলে তারা ভালোভাবে বই কিনতে পারবেন।"
সদ্য শেষ হওয়া কলকাতা বইমেলায় অংশ নিয়েছিল প্রায় এক হাজারের উপর বইয়ের স্টল। বইমেলায় ছাপ ছিল বেশ কিছু নতুনত্বেরও। তার মধ্যে উল্লেখযোগ্য সিনিয়র সিটিজেন দিবস পালন, ডিজিটাল ম্যাপ এবং বৃক্ষরোপণের মতো বিষয়গুলি। আগামী বছর এই সবকিছু সঙ্গে নিয়েই 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা করার পরিকল্পনা নিয়েছে গিল্ড কর্তৃপক্ষ। পাশাপাশি রয়েছে আরও পরিকল্পনা। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, "আগামীকাল থেকেই আমরা আগামী বছরের জন্য পরিকল্পনা নেওয়া শুরু করব। প্রয়োজনে আমরা সাধারণ মানুষের থেকেও পরামর্শ নেব।"
আরও পড়ুন: