বর্ধমান, 8 অগস্ট: জামাইবাবু মহম্মদ ইউনুস নিচ্ছেন বাংলাদেশের দায়িত্ব ৷ সেই খবর শোনার পর রীতিমত উচ্ছ্বসিত ভারতের পূর্ব বর্ধমানে বাসিন্দা তথা মহম্মদ ইউনুস আত্মীয় আসফাক হোসেনের পরিবার ৷ আসফাক হোসেনের মতে, তাঁর জামাইবাবু বাংলাদেশের হাল ধরলে, দুই দেশের সম্পর্ক আরও মধুর হবে ৷
শেখ হাসিনা সরকারের পতনের পরে, বাংলাদেশের অন্তরবর্তী সরকারের দায়িত্ব নিতে চলেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুস ৷ সেই খবর শোনার পরেই আত্মহারা তাঁর বর্ধমান শহরের আত্মীয়রা ৷ বর্ধমান শহরের রানিগঞ্জ বাজার সংলগ্ন লস্করদিঘি এলাকায় বাড়ি আসফাক হোসেনের ৷ তিনি এলাকায় বাবু মিঞা নামে পরিচিত ৷ আসফাক বলেন, আমি বিশ্বাস করি জামাইবাবু মহম্মদ ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে, সেখানে শান্তি ফিরবে ৷ পাশাপাশি, ভারত-বাংলাদেশের মধ্যে মধুর বন্ধন তৈরি হবে ৷"
আসফাক হোসেনের দিদি নোবেল জয়ী মহম্মদ ইউনুসের স্ত্রী ৷ জানালেন, "প্রতিবছর নিয়ম করে দিদির সঙ্গে দেখা করতে সপরিবার বাংলাদেশে যাই আমরা ৷ না হলে, দিদির অভিমান হয় ৷" এবার মহম্মদ ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্তে খুবই খুশি ৷ হাসিনা সরকারের পতনের পর, মহম্মদ ইউনুসকে প্রধান করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেনা ৷ সেই মতো দেশে ফিরে তিনি প্রধান হিসেবে দায়িত্ব নেবেন ৷
এদিন তার শ্যালক আসফাক হোসেন বলেন, "শুনে তো খুব ভালো লাগছে ৷ উনি খুব ভালো মানুষ ৷ উনি দায়িত্ব নিলে অবশ্যই চেষ্টা করবেন যাতে দেশকে সুন্দরভাবে গুছিয়ে তোলা যায় ৷ ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটা আরও মধুর হয়ে উঠুক ৷ আমি ওনাকে অনুরোধ করব, যাতে স্পট ভিসার ব্যবস্থা করা যায় ৷ তাহলে অনেক মানুষের উপকার হবে ৷ অনেক দেশে তো স্পট ভিসা দেয় ৷ প্রবীণ নাগরিকদের জন্য বিষয়টি সহজ হলে ভালো হয় ৷ কিন্তু, এখানে 10-15 দিন সময় লেগে যায় ৷ আমি প্রতি বছর একবার করে দিদির বাড়ি যাই ৷ না গেলে তাদের অভিমান হয় ৷ জামাইবাবুর কাছে অনুরোধ করব, যাতে এমনভাবে দেশকে গড়ে তুলুক, যাতে ভারত-বাংলাদেশের মধ্যে মধুর বন্ধন গড়ে ওঠে ৷"