দার্জিলিং, 29 নভেম্বর: একটা চিড়িয়াখানাতেই দেখা মিলবে দুই প্রজাতির বাঘের ৷ সাইবেরিয়ান ও সাদা বাঘ দেখতে আর দুটো আলাদা জায়গায় যাওয়ার দরকার নেই ৷ দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কে গেলেই একসঙ্গে দর্শন মিলবে সাইবেরিয়ান বাঘ ও সাদা রয়্যাল বেঙ্গলের ৷ সাইবেরিয়ান বাঘ আগেই ছিল ৷ এবার চিড়িয়াখানায় তার 'দোসর' হিসেবে এল সাদা রয়্যাল বেঙ্গল দম্পতি ৷ সঙ্গে আনা হয়েছে আরও চারটি গোল্ডেন জ্যাকেল বা সোনালি শেয়াল ৷
ক্রিসমাস ও নিউ ইয়ারের আগে পর্যটকদের জন্য সুখবর দিতে পেরে খুশি চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ বন দফতর সূত্রে জানা গিয়েছে, হায়দরাবাদের নেহেরু জুওলজিক্যাল পার্ক থেকে আনা হয়েছে একজোড়া সাদা রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি ও দু'জোড়া গোল্ডেন জ্যাকেল বা সোনালি শেয়াল । চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছেন, টাইগার দম্পতির আগমনে দার্জিলিং চিড়িয়াখানা দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানার জায়গা দখল করল যেখানে সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ও সাইবেরিয়ান টাইগার একসঙ্গে রয়েছে ।
দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন,"দেশের মধ্যে প্রথম দার্জিলিং চিড়িয়াখানাতেই সাদা বাঘ ও সাইবেরিয়ান টাইগার দেখা যাবে । নতুন প্রাণীদের কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে । চিড়িয়াখানার পরিবেশের সঙ্গে খাপখাওয়ার পর পর্যটকদের সামনে আনা হবে তাদের ।"
এই বিষয়ে রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন,"দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালি শেয়াল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে আনা হয়েছে । বিনিময়ে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট, সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট, চির ফেজেন্ট হায়দরাবাদ চিড়িয়াখানায় দেওয়া হয়েছে ।"
রাজ্য জু-অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন,"নতুন বছরের আগে পর্যটকদের জন্য এই উপহার ৷ হায়দরাবাদ থেকে ওই ছয় প্রাণীদের সড়কপথে আনা হয়েছে । বর্তমানে তাদের নাইট শেল্টারে বিশ্রামের জন্য রাখা হবে । নতুন বছরের শুরুতে পর্যটকরা তাদের দেখতে পাবেন ।"
জানা গিয়েছে অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগামের অধীনে ওই প্রাণীগুলিকে বিনিময় করা হয়েছে । পুরুষ সাদা বাঘের বয়স চার বছর ও স্ত্রী সাদা বাঘের বয়স সাত বছর । এছাড়া দার্জিলিং চিড়িয়াখানায় দুটো সাইবেরিয়ান টাইগার ও একটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে ।