সাগর, 14 জুন: সুন্দরবনে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিধ্বংসী আগুন ৷ পুড়ে ছাই একাধিক গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার । এই কার্যালয় থেকেই নিজের যাবতীয় কাজকর্ম চালাতেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা ৷ শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের রুদ্রনগর এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ সকালে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কেউ ছিলেন না ৷ এর ফলে রক্ষা পেয়েছেন কর্মী সমর্থকেরা ৷ হতাহতের কোনও ঘটনা ঘটেনি ৷
জানা গিয়েছে, এ দিন সকালে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা । এরপরেই এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় ৷ তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে ৷ ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন ৷ প্রায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হন দমকলের আধিকারিকরা । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী করে আগুন লাগল তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের থেকেই তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন লেগেছে ।
আজকের আগুনের বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "কার্যালয়ে কীভাবে আগুন লেগেছে আমি জানি না । স্থানীয়রা দলীয় কার্যালয় থেকে ধোঁয়া বের হতে দেখে আমাদের কর্মী সমর্থকদের ফোন করে খবর দেন ৷ ঘটনাস্থলে আমাদের কর্মী সমর্থকেরা পৌঁছে দেখেন দলীয় কার্যালয়ের ভিতরে দাউদাউ করে আগুন জ্বলছে । এরপর তড়িঘড়ি ফোন করা হয় দমকলকে । ঘটনাস্থলে দমকলের আধিকারিকেরা পৌঁছে আগুন নেভান । ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পর্যন্ত বলা যাচ্ছে না ৷ তবে আগুনে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার নষ্ট হয়ে গিয়েছে ।"