ETV Bharat / state

রাজ্যে ফের কি বৃষ্টি ? কলকাতায় কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস - WEATHER UPDATE

West Bengal Weather Forecast: রাজ্যে আগামী পাঁচ দিন ভারীর বৃষ্টির সম্ভাবনা নেই ৷ ফলে অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম থাকবে আগামী কয়েকদিন ৷ তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে ৷

Weather Update
বঙ্গের আবহাওয়ার পূর্বাভাস (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2024, 6:57 AM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: হালকা ও মাঝারি বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ভিজছে পাহাড় ও সমতল ৷ তবে আগামী কয়েকদিন সেই সম্ভাবনাও নেই ৷ বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়ায় গরম বাড়তে শুরু করেছে ৷ অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম ফিরেছে বঙ্গে ৷ যা ভাদ্র মাসের পরিচিত ছবি ৷ আজ সোমবার দিনের আকাশ সাধারণ মেঘলা থাকবে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ইতিমধ্যে জুন থেকে অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিসংখ্যান আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক ৷ সাধারণত 19 শতাংশ কম বৃষ্টি পরিমাণ থাকলে, তা স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে ধরা হয়। বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতি 13 শতাংশ। আবহাওয়াবিদরা তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক বলে মনে করেছে ৷

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মরশুমের শুরু থেকেই উদ্বৃত্ত ৷ তবে গত মাসে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণে ঘাটতি রয়েছে ৷ যা দক্ষিণবঙ্গে নেই ৷ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল ৷ এখন ভাদ্র মাস অর্থাৎ শরৎকাল ৷ কিন্তু হাওয়া অফিস বলছে বঙ্গে বর্ষা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে ৷ সেপ্টেম্বর আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে ৷

গত মাসের শেষ দিকে অর্থাৎ 29 অগস্ট একটি নিম্নচাপ পশ্চিম-মধ্য এবং তৎপ্বার্শবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকুল ও দক্ষিণ ওড়িশা উপকুলে অবস্থান করছিল ৷ তার জেরে ওড়িশা ও অন্ধ উপকুলে প্রচুর বৃষ্টি হয়েছে ৷ যেহেতু এই নিম্নচাপের অবস্থান এই রাজ্যের উপকূল থেকে দূরে, তাই গাঙ্গেয় বঙ্গে এর প্রভাব পড়ছে না ৷ ফলে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোনও জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও স্থানীয় মেঘের কারণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ।

কলকাতা, 2 সেপ্টেম্বর: হালকা ও মাঝারি বৃষ্টিতে বিক্ষিপ্তভাবে ভিজছে পাহাড় ও সমতল ৷ তবে আগামী কয়েকদিন সেই সম্ভাবনাও নেই ৷ বৃষ্টি পরিস্থিতিতে রাশ পড়ায় গরম বাড়তে শুরু করেছে ৷ অস্বস্তিকর আর্দ্রতাজনিত গরম ফিরেছে বঙ্গে ৷ যা ভাদ্র মাসের পরিচিত ছবি ৷ আজ সোমবার দিনের আকাশ সাধারণ মেঘলা থাকবে ৷ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

ইতিমধ্যে জুন থেকে অগস্ট পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিসংখ্যান আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে, তাতে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক ৷ সাধারণত 19 শতাংশ কম বৃষ্টি পরিমাণ থাকলে, তা স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে বলে ধরা হয়। বর্তমানে দক্ষিণবঙ্গে ঘাটতি 13 শতাংশ। আবহাওয়াবিদরা তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক বলে মনে করেছে ৷

উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ মরশুমের শুরু থেকেই উদ্বৃত্ত ৷ তবে গত মাসে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণে ঘাটতি রয়েছে ৷ যা দক্ষিণবঙ্গে নেই ৷ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল ৷ এখন ভাদ্র মাস অর্থাৎ শরৎকাল ৷ কিন্তু হাওয়া অফিস বলছে বঙ্গে বর্ষা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত চলে ৷ সেপ্টেম্বর আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চললেও ভারী বৃষ্টির সম্ভাবনা কম ৷ তবে চলতি মাসের মাঝামাঝি সময়ে ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত হতে পারে ৷

গত মাসের শেষ দিকে অর্থাৎ 29 অগস্ট একটি নিম্নচাপ পশ্চিম-মধ্য এবং তৎপ্বার্শবর্তী উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অন্ধ্রপ্রদেশ উপকুল ও দক্ষিণ ওড়িশা উপকুলে অবস্থান করছিল ৷ তার জেরে ওড়িশা ও অন্ধ উপকুলে প্রচুর বৃষ্টি হয়েছে ৷ যেহেতু এই নিম্নচাপের অবস্থান এই রাজ্যের উপকূল থেকে দূরে, তাই গাঙ্গেয় বঙ্গে এর প্রভাব পড়ছে না ৷ ফলে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোনও জেলায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে কোথাও কোথাও স্থানীয় মেঘের কারণে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 90 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.