কলকাতা, 5 জুলাই: দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আজ, শুক্রবার থেকে দক্ষিণে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়।
হাওয়া অফিস বলছে, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয় কি না, তা আবহবিদরা লক্ষ্য রাখছেন। এর পাশাপাশি উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়ে রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখাটি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের ওপর দিয়ে যাওয়ায় বৃষ্টি পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে । এই দুয়ের প্রভাবে চলতি সপ্তাহজুড়ে পাহাড় এবং সমতলে বৃষ্টির পরিমাণ হ্রাস হবে।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের পাঁচ জেলাতে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির কারণে উত্তরবঙ্গে তিস্তা, জলঢাকার মতো নদীগুলির জলস্তর বাড়তে পারে। পাহাড়ি এলাকায় নামতে পারে ধস। এতে কৃষিকাজের ক্ষতিও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আগামী 24 ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে ৷ শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা 29.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রির কম । সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ, সর্বনিম্ন 89 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 1.8 মিলিমিটার। শুক্রবার দিনের আকাশ মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।