কলকাতা, 24 জানুয়ারি: শীতের মার-কাটারি ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী ৷ আর জবুথুবু শীতের মধ্যেই আবারও বৃষ্টির সম্ভাবনা ৷ পৌষ সংক্রান্তির পরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তার উপর মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ এবার আবারও একলাফে বেশ খানিকটা বাড়ল কলকাকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে হাওয়া অফিসের দেওয়া তথ্য় বলছে, মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । একে ঠান্ডার কনকনানি তার মধ্যে বৃষ্টি এই দুইয়ের কারণে শীতের আমেজ যে জমিয়ে উপভোগ বঙ্গবাসী করবে তা আর বলার অপেক্ষা রাখে না ৷
ইতিমধ্যই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে ৷ এরফলে বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়া,বর্ধমানে ঘন কুয়াশার দাপট বাড়বে । বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতেও । হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে বৃষ্টির হলেও পারদ পতনের সম্ভাবনা সেভাবে নেই আপাতত। এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসসূত্রে ৷ উলটে আগামী 48ঘণ্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে । চলতি মাসের শেষ দু-তিনদিনে ফের হালকা শীতের আমেজ মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ।
মঙ্গলবার এক ধাক্কায় পারদ নেমে 11 ডিগ্রির আশপাশে পৌঁছেছে ৷ এদিন ছিল মরশুমের শীতলতম দিন ৷ এদিন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন: