ETV Bharat / state

আবহাওয়ার ভোল বদল, চড়ল পারদ; দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা - আজকের আবহাওয়া

WB Weather Update: রবিবার থেকে ভোল বদল করেছে শীত ৷ মঙ্গলবার কলকাতারা তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল ৷ এদিন ছিল মরশুমের শীতলতম দিন ৷ তার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর ৷

WB Weather Update
হালকা বৃষ্টির ভ্রূকুটি
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:22 AM IST

Updated : Jan 24, 2024, 7:46 AM IST

কলকাতা, 24 জানুয়ারি: শীতের মার-কাটারি ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী ৷ আর জবুথুবু শীতের মধ্যেই আবারও বৃষ্টির সম্ভাবনা ৷ পৌষ সংক্রান্তির পরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তার উপর মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ এবার আবারও একলাফে বেশ খানিকটা বাড়ল কলকাকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে হাওয়া অফিসের দেওয়া তথ্য় বলছে, মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । একে ঠান্ডার কনকনানি তার মধ্যে বৃষ্টি এই দুইয়ের কারণে শীতের আমেজ যে জমিয়ে উপভোগ বঙ্গবাসী করবে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ইতিমধ্যই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে ৷ এরফলে বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়া,বর্ধমানে ঘন কুয়াশার দাপট বাড়বে । বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতেও । হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে বৃষ্টির হলেও পারদ পতনের সম্ভাবনা সেভাবে নেই আপাতত। এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসসূত্রে ৷ উলটে আগামী 48ঘণ্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে । চলতি মাসের শেষ দু-তিনদিনে ফের হালকা শীতের আমেজ মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ।

মঙ্গলবার এক ধাক্কায় পারদ নেমে 11 ডিগ্রির আশপাশে পৌঁছেছে ৷ এদিন ছিল মরশুমের শীতলতম দিন ৷ এদিন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. বুধে কোন কোন রাশির সাফল্য হাতের মুঠোয় জেনে নিন
  2. এসব কারণে ওজন তোলার সময় রিস্ট ব্যান্ড পরা খুবই জরুরি
  3. হাড়ের স্বাস্থ্য থেকে রক্তস্বল্পতা দূর করা, শীতে কিশমিশ খাওয়ার অনেক উপকারিতা

কলকাতা, 24 জানুয়ারি: শীতের মার-কাটারি ব্যাটিংয়ে কুপোকাত বঙ্গবাসী ৷ আর জবুথুবু শীতের মধ্যেই আবারও বৃষ্টির সম্ভাবনা ৷ পৌষ সংক্রান্তির পরে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিতে সর্বনিম্ন তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়েছিল। তার উপর মঙ্গলবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ এবার আবারও একলাফে বেশ খানিকটা বাড়ল কলকাকাতার সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার সকালে হাওয়া অফিসের দেওয়া তথ্য় বলছে, মঙ্গলবারের তুলনায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 5 ডিগ্রি বেড়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । একে ঠান্ডার কনকনানি তার মধ্যে বৃষ্টি এই দুইয়ের কারণে শীতের আমেজ যে জমিয়ে উপভোগ বঙ্গবাসী করবে তা আর বলার অপেক্ষা রাখে না ৷

ইতিমধ্যই আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করতে পারে ৷ এরফলে বীরভূম,মুর্শিদাবাদ,নদীয়া,বর্ধমানে ঘন কুয়াশার দাপট বাড়বে । বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনাতেও । হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা, দুই বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়। তবে বৃষ্টির হলেও পারদ পতনের সম্ভাবনা সেভাবে নেই আপাতত। এমনটাই পূর্বাভাস মিলেছে হাওয়া অফিসসূত্রে ৷ উলটে আগামী 48ঘণ্টায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বেড়ে যেতে পারে । চলতি মাসের শেষ দু-তিনদিনে ফের হালকা শীতের আমেজ মিলতে পারে বলে মনে করছে হাওয়া অফিস ।

মঙ্গলবার এক ধাক্কায় পারদ নেমে 11 ডিগ্রির আশপাশে পৌঁছেছে ৷ এদিন ছিল মরশুমের শীতলতম দিন ৷ এদিন কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে 3.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 2.3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 94 শতাংশ। আজ বুধবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । হালকা বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে।

আরও পড়ুন:

  1. বুধে কোন কোন রাশির সাফল্য হাতের মুঠোয় জেনে নিন
  2. এসব কারণে ওজন তোলার সময় রিস্ট ব্যান্ড পরা খুবই জরুরি
  3. হাড়ের স্বাস্থ্য থেকে রক্তস্বল্পতা দূর করা, শীতে কিশমিশ খাওয়ার অনেক উপকারিতা
Last Updated : Jan 24, 2024, 7:46 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.