ETV Bharat / state

জনগর্জন-ডার্বির মেগা ডুয়েলে আজ কতটা চড়বে আবহাওয়ার পারদ, রইল হাওয়া অফিসের পূর্বাভাস

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 6:58 AM IST

West Bengal Weather Forecast: রবিবার বেলায় ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা রয়েছে ৷ এদিকে বিরোধী দলেরও কর্মসূচি আছে ৷ এর মধ্যে আবার ফিরতি ডার্বি ম্যাচ ৷ সবমিলিয়ে জমজমাট রোববারে আবহাওয়া কেমন থাকবে, জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
রাজ্যে আবহাওয়ার পূর্বাভাস

কলকাতা, 10 মার্চ: ব্রিগেডে শাসকদলের মহাসভা ৷ অন্যদিকে বিরোধীরাও রাজনৈতিক সভা-কর্মসূচিতে ব্যস্ত থাকছে রবিবার ৷ পরবর্তীতে সন্ধ্যা সাড়ে 8টায় আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ রাজনীতি থেকে ফুটবল, মার্চ মাসের দ্বিতীয় রবিবার প্রকৃত অর্থেই বাঙালির 'সুপার সানডে' ৷ তাই রবিবাসরীয় ব্যস্ততায় আবহাওয়া ঠিক থাকা জরুরি ৷ সে ব্যাপারে যদি নিশ্চয়তা দিচ্ছে আবহাওয়া অফিস ৷ অর্থাৎ, জনগর্জন সভা থেকে বাঙালির বড় ম্যাচ ঘিরে পারদ চড়লেও আবহাওয়া সঙ্গই দেবে শহরবাসীর ৷

এটা ঠিক, পারদ চড়া সত্ত্বেও হাওয়ায় হালকা ঠান্ডার শিরশিরানি রয়েছে ৷ ভোরে ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে ৷ বেলায় মাথার উপর রোদ চড়লেও বাতাসে ঠান্ডা আমেজ থাকছেই ৷ আর সূর্য ডোবার পর তো হালকা ঠান্ডার আমেজটা রয়েই যাচ্ছে ৷ ফলে ফ্যান না-চালালে অসুবিধে তো হচ্ছেই না, বরং হালকা চাদর গায়ে দিলে ভালোই লাগছে ৷

এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণেই এই ঠান্ডার অনুভূতি ৷ তবে এই আরামের ভাব দ্রুত কাটবে ৷ দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচদিনের যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 30-32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷

দক্ষিণের মতো উত্তরেও আগামী পাঁচ দিন আবহাত্তয়া শুষ্কই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়বে ৷ বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফের করবে ৷

আরও পড়ুন:

  1. ছুটির দিনে দাম্পত্য কলহের সম্ভাবনা বৃশ্চিকের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  2. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  3. কবে থেকে চালু গঙ্গার নীচে মেট্রো, ভাড়া কত? জেনে নিন বিস্তারিত

কলকাতা, 10 মার্চ: ব্রিগেডে শাসকদলের মহাসভা ৷ অন্যদিকে বিরোধীরাও রাজনৈতিক সভা-কর্মসূচিতে ব্যস্ত থাকছে রবিবার ৷ পরবর্তীতে সন্ধ্যা সাড়ে 8টায় আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান ৷ রাজনীতি থেকে ফুটবল, মার্চ মাসের দ্বিতীয় রবিবার প্রকৃত অর্থেই বাঙালির 'সুপার সানডে' ৷ তাই রবিবাসরীয় ব্যস্ততায় আবহাওয়া ঠিক থাকা জরুরি ৷ সে ব্যাপারে যদি নিশ্চয়তা দিচ্ছে আবহাওয়া অফিস ৷ অর্থাৎ, জনগর্জন সভা থেকে বাঙালির বড় ম্যাচ ঘিরে পারদ চড়লেও আবহাওয়া সঙ্গই দেবে শহরবাসীর ৷

এটা ঠিক, পারদ চড়া সত্ত্বেও হাওয়ায় হালকা ঠান্ডার শিরশিরানি রয়েছে ৷ ভোরে ঠান্ডা বেশ ভালোই অনুভূত হচ্ছে ৷ বেলায় মাথার উপর রোদ চড়লেও বাতাসে ঠান্ডা আমেজ থাকছেই ৷ আর সূর্য ডোবার পর তো হালকা ঠান্ডার আমেজটা রয়েই যাচ্ছে ৷ ফলে ফ্যান না-চালালে অসুবিধে তো হচ্ছেই না, বরং হালকা চাদর গায়ে দিলে ভালোই লাগছে ৷

এই অবস্থায় হাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণেই এই ঠান্ডার অনুভূতি ৷ তবে এই আরামের ভাব দ্রুত কাটবে ৷ দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচদিনের যে পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে, তাতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ৷ মোটের উপর শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 30-32 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷

দক্ষিণের মতো উত্তরেও আগামী পাঁচ দিন আবহাত্তয়া শুষ্কই থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়বে ৷ বৃষ্টির পূর্বাভাস নেই ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফের করবে ৷

আরও পড়ুন:

  1. ছুটির দিনে দাম্পত্য কলহের সম্ভাবনা বৃশ্চিকের, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
  2. রামনবমীতে ছুটি ঘোষণা রাজ্য সরকারের, ভোটের মুখে বড় সিদ্ধান্ত
  3. কবে থেকে চালু গঙ্গার নীচে মেট্রো, ভাড়া কত? জেনে নিন বিস্তারিত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.