ETV Bharat / state

দুর্যোগ ঘনাচ্ছে পাহাড়ে, সমতলে কেমন থাকবে আবহাওয়া ? - West Bengal Weather Forecast - WEST BENGAL WEATHER FORECAST

West Bengal Weather Forecast: অসম ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করার ফলে উত্তরবঙ্গের উপরের দিকের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে ৷ এদিকে দক্ষিণে ছবিটা একেবারেই উলটো ৷

ETV Bharat
কলকাতা ও তার সংলগ্ন এলাকায় আবহাওয়া শুষ্ক
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 12, 2024, 6:42 AM IST

কলকাতা, 12 এপ্রিল: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে বৃষ্টির হাতছানি ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে নিয়মিত ঝড়বৃষ্টি হয়ে চলেছে ৷ হাওরা অফিস ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল দমকা হাওয়া ৷ অসম ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অক্ষরেখা অবস্থান করছে ৷ তার জেরেই নিয়মিত ভিজছে পাহাড় এবং উত্তরবঙ্গের সংলগ্ন জেলাগুলি ৷

ফলে চৈত্রের শেষ লগ্নে গরম এখনও সেভাবে মাথাচাড়া দিতে পারেনি উত্তরবঙ্গে ৷ অন্যদিকে ছবিটা উলটো দক্ষিণবঙ্গে ৷ সপ্তাহখানেক আগের তাপপ্রবাহের পরিস্থিতি এখন আর নেই ৷ উত্তরবঙ্গের মতো বৃষ্টিও হচ্ছে না এখানে ৷ তবে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিতে পারদের ঊর্ধ্বগতিতে রাশ পরেছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় উপকূলের সংলগ্ন জেলাগুলি- দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এছাড়া পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ নদিয়া, মুর্শিদাবাদেও একই অবস্থা ৷

আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ৷ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রিতে পৌঁছবে ৷ কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 34-35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. শুক্রবারে গ্রহের সহাবস্থানে ভাগ্য চমকাবে কি আপনার, জানুন রাশিফলে
  2. লোকসভা নির্বাচনে লড়বেন ইন্দিরা গান্ধির হত্যাকারী বেয়ন্ত সিংয়ের ছেলে

কলকাতা, 12 এপ্রিল: দক্ষিণবঙ্গে মেঘলা আকাশে বৃষ্টির হাতছানি ৷ উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে নিয়মিত ঝড়বৃষ্টি হয়ে চলেছে ৷ হাওরা অফিস ইতিমধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ৷ বৃহস্পতিবার রাতে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে ৷ সঙ্গে ছিল দমকা হাওয়া ৷ অসম ও বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত অক্ষরেখা অবস্থান করছে ৷ তার জেরেই নিয়মিত ভিজছে পাহাড় এবং উত্তরবঙ্গের সংলগ্ন জেলাগুলি ৷

ফলে চৈত্রের শেষ লগ্নে গরম এখনও সেভাবে মাথাচাড়া দিতে পারেনি উত্তরবঙ্গে ৷ অন্যদিকে ছবিটা উলটো দক্ষিণবঙ্গে ৷ সপ্তাহখানেক আগের তাপপ্রবাহের পরিস্থিতি এখন আর নেই ৷ উত্তরবঙ্গের মতো বৃষ্টিও হচ্ছে না এখানে ৷ তবে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিতে পারদের ঊর্ধ্বগতিতে রাশ পরেছে ৷ হাওয়া অফিসের পূর্বাভাস, গাঙ্গেয় উপকূলের সংলগ্ন জেলাগুলি- দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ এছাড়া পশ্চিমের পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূমেও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে ৷ নদিয়া, মুর্শিদাবাদেও একই অবস্থা ৷

আবহাওয়া অফিস জানিয়েছে আগামী 2-3 দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে ৷ পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি থেকে 38 ডিগ্রিতে পৌঁছবে ৷ কলকাতা-সহ বাকি জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 34-35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 84 শতাংশ ৷ আজ শুক্রবার দিনের আকাশ মেঘলাই থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. শুক্রবারে গ্রহের সহাবস্থানে ভাগ্য চমকাবে কি আপনার, জানুন রাশিফলে
  2. লোকসভা নির্বাচনে লড়বেন ইন্দিরা গান্ধির হত্যাকারী বেয়ন্ত সিংয়ের ছেলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.