কলকাতা, 17 অক্টোবর: বর্ষা বিদায় নিয়েছে গত রবিবার, 13 অক্টোবর ৷ আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ 22 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায়। একই পূর্বাভাস উত্তরবঙ্গের জন্যও ৷
এদিকে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ তামিলনাড়ু এবং পুদুচেরিতে প্রভাব ফেলবে ৷ নিম্নচাপ দক্ষিণ-পূর্ব কিংবা দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হলেও রাজ্যের উপর তার প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷ এই নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের বাতাসে প্রবেশ করেছে ৷ তার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিকর অনুভূতি রয়েছে ৷ দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে ৷ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু-পরবর্তী সময় চলছে বঙ্গে ৷
আজ, বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ বুধবার, 17 অক্টোবর দুই মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ৷ উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷
বৃহস্পতিবার দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে ৷ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও একই পূর্বাভাস ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া ৷
19 অক্টোবর শনিবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া, কলকাতা ও পূর্ব বর্ধমানে এক-দু'জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ৷
রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনাতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ 21 অক্টোবর দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া ৷ 22 তারিখ মঙ্গলবার দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতায়, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া ৷ উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে ৷
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ, সর্বনিম্ন 65 শতাংশ ৷ গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 38.2 মিলিমিটার ৷