ETV Bharat / state

অস্বস্তিকর গরমে জেরবার অবস্থা চলবে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

West Bengal Weather Forecast: দক্ষিণ ও উত্তর- দুই বঙ্গেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷ এর সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি ৷ তাতে অবশ্য তাপমাত্রা কমার কোনও আশা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
গ্রীষ্মে তাপমাত্রা ঊর্ধ্বমুখী
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 8:25 AM IST

কলকাতা, 31 মার্চ: ভ্যাপসা গরমে জেরবার অবস্থা ৷ তারই মধ্যে কোকিলের ডাক ৷ বসন্তের এই রুদ্র রূপ সত্যিই বিরল ৷ চৈত্রমাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া বেশিরভাগ সময়ই গরম ৷ আবহাওয়াবিদরা বলছেন বিক্ষিপ্ত বৃষ্টি ঝাপটায় বাংলা ভিজলেও তাতে পারদ চড়ার উর্ধ্বগতিতে রাশ পরবে না ৷

পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে ৷ তবে আজ রবিবার থেকে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই ৷ আজ রবিবার দক্ষিণবঙ্গে হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ছাড়া সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল থেকে নতুন সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই চলবে ৷ ধীরে ধীরে তাপমাত্রার গতি বাড়বে ৷

এখন সকাল পেরিয়ে বেলা গড়ালেই বাইরে বেরনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ৷ হাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি চলবে ৷ তবে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি নেই ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় পারদ 40 ডিগ্রি ছুঁতে পারে ৷ উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি জেলার আবহাওয়া শুষ্ক ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ফিরল গার্ডেনরিচের স্মৃতি, নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
  2. ইঞ্জিনিয়ারের অভাব, শহরে বেআইনি নির্মাণের খোঁজ দেবে সাফাই কর্মী-কেরানিরাও ! পৌর নির্দেশিকা ঘিরে বিতর্ক

কলকাতা, 31 মার্চ: ভ্যাপসা গরমে জেরবার অবস্থা ৷ তারই মধ্যে কোকিলের ডাক ৷ বসন্তের এই রুদ্র রূপ সত্যিই বিরল ৷ চৈত্রমাসের মাঝামাঝি সময়ে আবহাওয়া বেশিরভাগ সময়ই গরম ৷ আবহাওয়াবিদরা বলছেন বিক্ষিপ্ত বৃষ্টি ঝাপটায় বাংলা ভিজলেও তাতে পারদ চড়ার উর্ধ্বগতিতে রাশ পরবে না ৷

পূর্বাভাস মতো দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় তাপমাত্রা 2-3 ডিগ্রি বেড়েছে ৷ তবে আজ রবিবার থেকে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই ৷ আজ রবিবার দক্ষিণবঙ্গে হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ছাড়া সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আগামিকাল থেকে নতুন সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়াই চলবে ৷ ধীরে ধীরে তাপমাত্রার গতি বাড়বে ৷

এখন সকাল পেরিয়ে বেলা গড়ালেই বাইরে বেরনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে ৷ হাওয়া অফিস বলছে, এই পরিস্থিতি চলবে ৷ তবে এখনই তাপপ্রবাহের পরিস্থিতি নেই ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের কয়েকটি জেলায় পারদ 40 ডিগ্রি ছুঁতে পারে ৷ উত্তরবঙ্গেও পারদ চড়তে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে আজ রবিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি জেলার আবহাওয়া শুষ্ক ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আগামী পাঁচদিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই।

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ রবিবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. ফিরল গার্ডেনরিচের স্মৃতি, নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
  2. ইঞ্জিনিয়ারের অভাব, শহরে বেআইনি নির্মাণের খোঁজ দেবে সাফাই কর্মী-কেরানিরাও ! পৌর নির্দেশিকা ঘিরে বিতর্ক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.