ETV Bharat / state

বৃষ্টি কমলেও এখনই রাজ্য থেকে বিদায় নিচ্ছে শীত ? কী বলছে হাওয়া অফিস

West Bengal Weather: বঙ্গ থেকে এবার শীত বিদায় নিচ্ছে ৷ নতুন করে তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই ৷ এর সঙ্গে কমবে বৃষ্টিও ৷ বঙ্গ থেকে বিদায় নেবে শীত ।

ETV Bharat
শীত বিদায়ের পালা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 3, 2024, 6:52 AM IST

Updated : Feb 3, 2024, 9:37 AM IST

কলকাতা, 3 ফেব্রুয়ারি: এবার শীত বিদায়ের পালা ৷ কমছে বৃষ্টি ৷ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আর বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি ৷ আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি সব জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷

পাঁচ দিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে ৷ মাঘ মাসের বাঘা শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা আর আছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন না ৷ কনকনে নয়, ঠান্ডার হালকা আবেশ রেখেই শীত এবার বিদায়ের পথে হাঁটবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

সাগরে উচ্চচাপ বলয়ের সৃষ্টিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করেছিল ৷ এছাড়া বিহার এবর তার আশপাশের অঞ্চলের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল ৷ তার ফলেই মেঘলা আকাশ ৷ শুক্রবার বেলায় আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল ৷ আজ থেকে আরও পরিষ্কার হবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

থমকে থাকা উত্তুরে বাতাস আবার প্রবেশ করছে ৷ তাই ঠান্ডার আমেজ কিছুটা হলেও বাড়তে পারে ৷ এই অবস্থায় শীতের ফিরে আসার কোনও লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । ভোরের দিকে কুয়াশার দাপট চলবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. খামোখা কঠোর আচরণে জেরবার হবেন বৃষরাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী রয়েছে আজ ?
  2. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা
  3. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার

কলকাতা, 3 ফেব্রুয়ারি: এবার শীত বিদায়ের পালা ৷ কমছে বৃষ্টি ৷ দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও শনিবার বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আর বৃষ্টি হলেও তা হবে হালকা থেকে মাঝারি ৷ আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি সব জেলায় মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷

পাঁচ দিনের আবহাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি কমার সম্ভাবনা আছে ৷ মাঘ মাসের বাঘা শীতের প্রত্যাবর্তনের সম্ভাবনা আর আছে বলে আবহাওয়াবিদরা মনে করছেন না ৷ কনকনে নয়, ঠান্ডার হালকা আবেশ রেখেই শীত এবার বিদায়ের পথে হাঁটবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

সাগরে উচ্চচাপ বলয়ের সৃষ্টিতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যের বাতাসে প্রবেশ করেছিল ৷ এছাড়া বিহার এবর তার আশপাশের অঞ্চলের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল ৷ তার ফলেই মেঘলা আকাশ ৷ শুক্রবার বেলায় আকাশ পরিষ্কার হতে শুরু করেছিল ৷ আজ থেকে আরও পরিষ্কার হবে বলে মনে করছে হাওয়া অফিস ৷

থমকে থাকা উত্তুরে বাতাস আবার প্রবেশ করছে ৷ তাই ঠান্ডার আমেজ কিছুটা হলেও বাড়তে পারে ৷ এই অবস্থায় শীতের ফিরে আসার কোনও লক্ষণ দেখছেন না আবহাওয়াবিদরা ৷ শুক্রবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ ৷ আজ শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । ভোরের দিকে কুয়াশার দাপট চলবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ডিগ্রি এবং 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. খামোখা কঠোর আচরণে জেরবার হবেন বৃষরাশির জাতক-জাতিকারা, আপনার ভাগ্যে কী রয়েছে আজ ?
  2. 300 আসনে লড়লেও গোটা দেশে কংগ্রেস 40 আসন পাবে কি না সন্দেহ: মমতা
  3. সিএজি রিপোর্টে সব মিথ্যা ! মোদিকে কড়া প্রতিবাদ-পত্র মমতার
Last Updated : Feb 3, 2024, 9:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.