কলকাতা, 20 এপ্রিল: হালকা বৃষ্টির ছোঁয়া পেতে পারে দক্ষিণবঙ্গ ৷ আগামী সপ্তাহের মঙ্গলবার নাগাদ দুই চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে সামান্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ তবে এবিষয়ে নিশ্চিত হতে পরিস্থিতির আরও ভালো করে দেখতে চাইছে আবহাওয়া অফিস ৷ বৃষ্টি হতে পারে পশ্চিমের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও ৷ তবে তার আগে রয়েছে হাওয়া অফিসের জারি করা হলুদ ও কমলা সতর্কতা ৷ শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ৷ হলুদ সতর্কতার অর্থ সংশ্লিষ্ট এলাকাগুলিতে তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে ৷
মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে ৷ দক্ষিণের জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ বাদ যায়নি কলকাতাও ৷ তার আশপাশের দমদম (সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 5.4 ডিগ্রি বেশি), ব্যারাকপুর (41.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 5.1 ডিগ্রি বেশি), সল্টলেক (সর্বোচ্চ তাপমাত্রা 41.1 ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি) তাপপ্রবাহের পরিস্থিতি ছিল ৷
আপাতত 23 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে ছুটে আসা শুষ্ক বাতাসের দাপট চলবে ৷ আর তাই উপকূলীয় বঙ্গে ভরা গ্রীষ্মে জলীয় বাষ্পের অভাব অনুভূত হচ্ছে ৷ শুক্রবার কলকাতায় ন্যূনতম আপেক্ষিক আর্দ্রতা ছিল 22 শতাংশ ৷ সাধারণত আপেক্ষিক আর্দ্রতার এই পরিমাণ দেখা যায় শীতকালে ৷
আবহবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে না ৷ সেই শূন্যস্থান পূরণ করতে উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা শুকনো বাতাসের দাপটে গরমকালে চামড়ায় টান ধরছে ৷ রোদে বেরলে ঘামের অস্বস্তির বদলে চোখমুখ জ্বালা করছে ৷ গ্রীষ্মের এই চরিত্র বদলে ফের জলবায়ু বদলের প্রসঙ্গ সামনে এসেছে ৷ গাঙ্গেয় বঙ্গে আবহাওয়ার এই পরিবর্তন নতুন হলেও পশ্চিমের জেলাগুলিতে শুকনো গরম আবহাওয়া নতুন নয় ৷
প্রথম দফার ভোটের দিন দক্ষিণবঙ্গের উষ্ণতম অঞ্চল ছিল পানাগড় ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 7.2 ডিগ্রি বেশি ৷ দ্বিতীয়স্থানে সিউড়ি, মেদিনীপুর এবং ঝাড়গ্রাম ৷ তিন জায়গার সর্বোচ্চ তাপমাত্রা 43.5 ডিগ্রি সেলসিয়াস ৷ প্রথম দু'টি জায়গার সর্বোচ্চ তাপমাত্রা যা স্বাভাবিকের চেয়ে 6.6 ডিগ্রি বেশি ৷ ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 6.7 ডিগ্রি বেশি ৷ এছাড়াও সর্বোচ্চ তাপমাত্রা এবং তাপপ্রবাহের দৌড়ে ছিল উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, কৃষ্ণনগর, শ্রীনিকেতন, ক্যানিং, মগরা, কলাইকুণ্ডা, বর্ধমান ৷ দক্ষিণেপর জেলাগুলিতে আগামী পাঁচদিনের প্রথম তিনদিন পারদ 1-3 ডিগ্রি চড়ার ইঙ্গিত রয়েছে ৷ অর্থাৎ এই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে ৷
দক্ষিণের সঙ্গে উত্তরবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷ আগামী পাঁচদিনের যে পূর্বাভাসে উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া দুই দিনাজপুর এবং মালদায় আবহাওয়া শুষ্ক থাকবে ৷ তাপপ্রবাহের হলুদ সতর্কতা এই তিন জায়গায় জারি করা হয়েছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 1-3 ডিগ্রি বাড়বে ৷
শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 41 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি থাকবে ৷
আরও পড়ুন: