কলকাতা, 12 মার্চ: গত কয়েকদিন ধরে ঠান্ডার যে আমেজ ছিল, তা ক্রমেই হারিয়ে যাচ্ছে ৷ হাওয়া অফিসের পারদ বলছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি নীচে অবস্থান করছে ৷ এবার ফ্যান না-চালালে থাকা যাচ্ছে না । ভোরের দিকে ঠান্ডা আমেজ থাকলেও একটু বেলা হলেই তা উধাও হয়ে যাচ্ছে ৷ মঙ্গলবার আকাশ মূলত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর একটি বিপরীত ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে ৷ তার ফলে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করতে পারছে না ৷ এই রাজ্যের উপর দিয়ে একটি উচ্চচাপ অক্ষরেখা অতিক্রম করছে ৷ এর উপর দিয়ে উত্তর-পশ্চিমী বাতাস প্রবেশ করছে ৷ এই সব মিলিয়ে একটা ঠান্ডা ভাব পাওয়া যাচ্ছে ৷ তবে, তা আর বেশি দিন সম্ভব নয় বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কারণ তাপমাত্রা যেভাবে বাড়ছে, তাতে বসন্তের বিদায় আসন্ন ৷
দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশেপাশে থাকবে এবং তা ক্রমান্বয়ে বাড়ছে ৷ আগামী দু'দিন বৃষ্টিপাতের কোনও সম্ভাবনাা নেই ৷ তবে, বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। দিনের তাপমাত্রা আগামী পাঁচ দিনে 4 থেকে 4 ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটের উপর শুষ্ক আবহাওয়া থাকবে ৷
সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি নীচে ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 89 শতাংশ ৷
আরও পড়ুন: