ETV Bharat / state

ভরা বসন্তে উত্তুরে হাওয়ার আনাগোনা, চলতি সপ্তাহে থাকবে শীতের আমেজ - Kolkata Weather Forecast

West Bengal Weather Update: রাজ্যে গরম হাওয়া আর প্রবেশ করছে না ৷ তাই ঠান্ডার আমেজ এখনও ক'দিন সঙ্গে থাকবে ৷ তারপর অবশ্য তাপমাত্রা ঊর্ধ্বগতি দেখা যাবে ৷

ETV Bharat
ঠান্ডার আমেজ পাবে বঙ্গবাসী
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 28, 2024, 6:37 AM IST

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ভরা বসন্তে উত্তুরে হাওয়ার অবাধ আনাগোনা ৷ তার জেরেই আরও কিছুদিন চলবে শীতের আমেজ ৷ শুষ্কতার সঙ্গে পারদ ফের নিম্নমুখী ৷ পারদ পতনও চলছে ৷ চলতি সপ্তাহে এই আবহাওয়াই চলবে ৷ তারপর গরম মাথাচাড়া দিতে শুরু করবে ৷ আপাতত মনোরম আবহাওয়া উপভোগ করার সুযোগ পাবে রাজ্যবাসী ৷

তবে এটা শীতের প্রত্যাবর্তন নয়, কারণ শীত বিদায় নিয়েছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে কোনও উচ্চচাপ বলয় নেই ৷ ফলে সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস প্রবেশ করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসই রাজ্যে ঢুকছে ৷ রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে ৷ যেহেতু জলীয় বাষ্প নেই, ফলে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে ৷

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা দুই চব্বিশ পরগনায় ৷ তবে বুধবার থেকে বৃষ্টি কমে যাবে ৷ শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে দক্ষিণবঙ্গে ৷ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ একইভাবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আর নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷ রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81 শতাংশ এবং সর্বনিম্ন 37 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. বুধে বুদ্ধিভ্রম নাকি গ্রহের জোরালো অবস্থানে উন্নতি কেরিয়ারে, কী আছে ভাগ্যে জানুন রাশিফলে
  2. সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর
  3. রাজ্য সরকার জানে শেখ শাহজাহান কোথায় রয়েছে, সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ভরা বসন্তে উত্তুরে হাওয়ার অবাধ আনাগোনা ৷ তার জেরেই আরও কিছুদিন চলবে শীতের আমেজ ৷ শুষ্কতার সঙ্গে পারদ ফের নিম্নমুখী ৷ পারদ পতনও চলছে ৷ চলতি সপ্তাহে এই আবহাওয়াই চলবে ৷ তারপর গরম মাথাচাড়া দিতে শুরু করবে ৷ আপাতত মনোরম আবহাওয়া উপভোগ করার সুযোগ পাবে রাজ্যবাসী ৷

তবে এটা শীতের প্রত্যাবর্তন নয়, কারণ শীত বিদায় নিয়েছে ৷ আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে কোনও উচ্চচাপ বলয় নেই ৷ ফলে সাগরের দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস প্রবেশ করতে পারছে না ৷ এই পরিস্থিতিতে উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসই রাজ্যে ঢুকছে ৷ রাতের তাপমাত্রা সামান্য নামতে পারে ৷ যেহেতু জলীয় বাষ্প নেই, ফলে বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমছে ৷

মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমানে মাঝারি বৃষ্টি হয়েছে ৷ বৃষ্টি হয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা দুই চব্বিশ পরগনায় ৷ তবে বুধবার থেকে বৃষ্টি কমে যাবে ৷ শুষ্ক আবহাওয়া পাওয়া যাবে দক্ষিণবঙ্গে ৷ রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই ৷ একইভাবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা আর নেই ৷ আবহাওয়া শুষ্ক থাকবে ৷ রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷

মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81 শতাংশ এবং সর্বনিম্ন 37 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 20 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. বুধে বুদ্ধিভ্রম নাকি গ্রহের জোরালো অবস্থানে উন্নতি কেরিয়ারে, কী আছে ভাগ্যে জানুন রাশিফলে
  2. সব দোষ অর্পিতার, তাঁর মক্কেল নির্দোষ ; হাইকোর্টে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর
  3. রাজ্য সরকার জানে শেখ শাহজাহান কোথায় রয়েছে, সন্দেশখালি প্রসঙ্গে কটাক্ষ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.