ETV Bharat / state

কমবে বৃষ্টি, বঙ্গে ফিরছে ভাদ্রের অস্বস্তিকর গরম - West Bengal Weather Forecast - WEST BENGAL WEATHER FORECAST

West Bengal Weather: আপাতত বাংলার উত্তর বা দক্ষিণ, কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ৷ বরং আগামী সপ্তাহে বৃষ্টি কমবে ৷ বৃহস্পতিবার কলকাতা-সহ পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা হয়নি ৷ তাই ভাদ্র মাসের চেনা গরমই সঙ্গী হবে বঙ্গবাসীর ৷

Weather Update
বৃষ্টি নয়, ফিরছে গরম (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 6:42 AM IST

Updated : Aug 30, 2024, 7:04 AM IST

কলকাতা, 30 অগস্ট: এবার বাংলায় ভাদ্রমাসের অস্বস্তিকর গরম পড়তে চলেছে ৷ এতদিন বৃষ্টি পরিস্থিতি ভাদ্রমাসের অস্বস্তিকর গরমে ঢাল হয়েছিল ৷ কিন্তু বৃষ্টি কমতেই গরম ফিরছে বঙ্গে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি সেভাবে নেই ৷ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়ার পূর্বাভাস জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোথাও নেই ৷ বঙ্গের উত্তরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কথা ৷ আগামী সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কম থাকবে ৷ আজ, শুক্রবার আকাশ আংশিক মেঘলা ৷ দুপুর-বিকেলে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এই নিম্নচাপটির অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ৷ নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ পরবর্তী দু'দিনে নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে।"

তিনি আরও জানিয়েছেন, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ৷ তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টি চলবে ৷ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বৃহস্পতিবার কলকাতা-সহ পাঁচ জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা হয়নি ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 63 শতাংশ ৷ আগামী কয়েকদিনে কমবে বৃষ্টির পরিমাণ ৷ চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷

কলকাতা, 30 অগস্ট: এবার বাংলায় ভাদ্রমাসের অস্বস্তিকর গরম পড়তে চলেছে ৷ এতদিন বৃষ্টি পরিস্থিতি ভাদ্রমাসের অস্বস্তিকর গরমে ঢাল হয়েছিল ৷ কিন্তু বৃষ্টি কমতেই গরম ফিরছে বঙ্গে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, চলতি সপ্তাহে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি সেভাবে নেই ৷ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

আবহাওয়ার পূর্বাভাস জানালেন হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে কোথাও নেই ৷ বঙ্গের উত্তরেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার কথা ৷ আগামী সপ্তাহ থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ কম থাকবে ৷ আজ, শুক্রবার আকাশ আংশিক মেঘলা ৷ দুপুর-বিকেলে দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ এই নিম্নচাপটির অবস্থান পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ৷ নিম্নচাপটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে ৷ পরবর্তী দু'দিনে নিম্নচাপটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে।"

তিনি আরও জানিয়েছেন, দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করেছে ৷ তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টি চলবে ৷ আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ বৃহস্পতিবার কলকাতা-সহ পাঁচ জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা হয়নি ৷ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷

বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 92 শতাংশ, সর্বনিম্ন 63 শতাংশ ৷ আগামী কয়েকদিনে কমবে বৃষ্টির পরিমাণ ৷ চড়া রোদ ও সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে ৷

Last Updated : Aug 30, 2024, 7:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.