ETV Bharat / state

সোমে দেশজুড়ে অনশনে জুনিয়র ডাক্তাররা, জানাল আইএমএ; রাজ্যে একই পথে চিকিৎসকরাও - SYMBOLIC HUNGER STRIKE

বাংলার জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার দেশজুড়ে প্রতীকী অনশন করবেন জুনিয়র চিকিৎসকরা ৷ তা সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে ৷

Symbolic Hunger Strike
দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক আইএমএ'র (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2024, 5:27 PM IST

Updated : Oct 13, 2024, 5:54 PM IST

কলকাতা, 13 অক্টোবর: এবার দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । আইএমএ রবিবার জানিয়েছে, বাংলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে দেশজুড়ে জুনিয়র ডাক্তাররা সোমবার 12 ঘণ্টার প্রতীকী অনশন পালন করবেন ৷ আর এই কর্মসূচিতে তাঁদের পাশে থাকবেন সিনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন । রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় স্তরে একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

অন্যদিকে সোমবারই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । সেই অনশন চলবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে 14 তারিখ অর্থাৎ সোমবার 12 ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশন এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে । একইসঙ্গে সর্বত্র স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছে তারা ।

Symbolic Hunger Strike
প্রতীকী অনশনের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, শুক্রবারই দিল্লি থেকে আইএমএ-র সভাপতি আরভি অশোকান এসে দেখে যান ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকদের অনশনমঞ্চ । স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহার করতেও অনুরোধ করেন তাঁদের । যদিও জুনিয়র চিকিৎসকেরা অনশন প্রত্যাহার করতে রাজি হননি ৷ তারপর আজ আইএমএ বেঙ্গলের তরফে প্রতীকী অনশন চলছে । সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠিও লিখেছে আইএমএ । অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তনীরা এদিন হাসপাতালের ভিতরেই অনশন কর্মসূচি করেন ।

Symbolic Hunger Strike
আইএমএ'র বিবৃতি (নিজস্ব ছবি)

এছাড়াও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে মঙ্গলবার আয়োজন করা হয়েছে একটি কার্নিভালের । চিকিৎসকদের ডাকা এই কার্নিভালের নাম দেওয়া হয়েছে 'দ্রোহের কার্নিভাল' । রানি রাসমনি রোডে এর জন্য জমায়েত করা হবে । সেখানেই সমাবেশও করা হবে বলে জানা যাচ্ছে । এর পাশাপাশি চলবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান । 15 অক্টোবর রানি রাসমণি অ্যাভিনিউতে 'দ্রোহের কার্নিভালে' চিকিৎসক-সহ সমাজের সবস্তরের মানুষকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ।

উল্লেখ্য, ওইদিন পুজোর কার্নিভাল রয়েছে রেড রোডে । যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 13 অক্টোবর: এবার দেশজুড়ে প্রতীকী অনশনের ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন । আইএমএ রবিবার জানিয়েছে, বাংলায় অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সমর্থন জানাতে দেশজুড়ে জুনিয়র ডাক্তাররা সোমবার 12 ঘণ্টার প্রতীকী অনশন পালন করবেন ৷ আর এই কর্মসূচিতে তাঁদের পাশে থাকবেন সিনিয়র চিকিৎসকরা ৷ সোমবার সকাল ছ'টা থেকে সন্ধে ছ'টা পর্যন্ত চলবে এই প্রতীকী অনশন । রবিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় স্তরে একটি জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷

অন্যদিকে সোমবারই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফেও প্রতীকী অনশনের ডাক দেওয়া হয়েছে । সেই অনশন চলবে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ৷ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিজ্ঞপ্তিতে 14 তারিখ অর্থাৎ সোমবার 12 ঘণ্টা রাজ্যজুড়ে সবাইকে যার যার নিজের কর্মস্থলে প্রতীকী অনশন এবং বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করার অনুরোধ করা হয়েছে । একইসঙ্গে সর্বত্র স্থানীয় নাগরিক সমাজকেও এই কর্মসূচিতে যোগদান করার জন্য আবেদন করেছে তারা ।

Symbolic Hunger Strike
প্রতীকী অনশনের ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, শুক্রবারই দিল্লি থেকে আইএমএ-র সভাপতি আরভি অশোকান এসে দেখে যান ধর্মতলায় আন্দোলনরত চিকিৎসকদের অনশনমঞ্চ । স্বাস্থ্যের কথা ভেবে অনশন প্রত্যাহার করতেও অনুরোধ করেন তাঁদের । যদিও জুনিয়র চিকিৎসকেরা অনশন প্রত্যাহার করতে রাজি হননি ৷ তারপর আজ আইএমএ বেঙ্গলের তরফে প্রতীকী অনশন চলছে । সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হয়েছে । এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে চিঠিও লিখেছে আইএমএ । অন্যদিকে, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রাক্তনীরা এদিন হাসপাতালের ভিতরেই অনশন কর্মসূচি করেন ।

Symbolic Hunger Strike
আইএমএ'র বিবৃতি (নিজস্ব ছবি)

এছাড়াও জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে মঙ্গলবার আয়োজন করা হয়েছে একটি কার্নিভালের । চিকিৎসকদের ডাকা এই কার্নিভালের নাম দেওয়া হয়েছে 'দ্রোহের কার্নিভাল' । রানি রাসমনি রোডে এর জন্য জমায়েত করা হবে । সেখানেই সমাবেশও করা হবে বলে জানা যাচ্ছে । এর পাশাপাশি চলবে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে স্লোগান । 15 অক্টোবর রানি রাসমণি অ্যাভিনিউতে 'দ্রোহের কার্নিভালে' চিকিৎসক-সহ সমাজের সবস্তরের মানুষকে সক্রিয় ভাবে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে ।

উল্লেখ্য, ওইদিন পুজোর কার্নিভাল রয়েছে রেড রোডে । যেখানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Oct 13, 2024, 5:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.