কলকাতা, 6 মে: প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার ফল। পরীক্ষায় নজরকাড়া ফল করেছেন সকল পরীক্ষার্থী। এই বছর পাশের হারে ছেলেদের পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন মেয়েরা। পশ্চিমবাংলার স্কুলগুলিতেও বেশ ভালো ফল। লা মার্টিনিয়র ফর গার্লসের সর্বোচ্চ নম্বর 99.7 শতাংশ। অপরদিকে লা মার্টিনিয়র ফর বয়েজের ছাত্র হর্ষিত আগরওয়াল সর্বোচ্চ 99.6 শতাংশ নম্বর পেয়ে স্কুলে প্রথম স্থান অধিকার করেছেন ৷
এদিন হর্ষিত জানায়, দিনে 4-5 ঘণ্টা পড়াশোনা করতাম। এখন আমি আইএসসি নিয়ে ভাবছি। একাদশে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা। তবে পড়াশোনার পাশাপাশি আমার আরেকটা পছন্দের জিনিস হল মিউজিক। রামমোহন মিশন হাইস্কুলে সর্বোচ্চ নম্বর পেয়েছে অর্কপ্রভ ভূঁইয়া। তার প্রাপ্ত নম্বর 99.2 শতাংশ । ভবিষ্যতে অর্কপ্রভ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চান ৷ তারপর বসতে চান নিট পরীক্ষায় ৷
একই স্কুলে দ্বিতীয় হয়েছেন সৌম্যদীপ চট্টোপাধ্যায়। যার প্রাপ্ত নম্বর 98.8 শতাংশ ৷ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছেন সৌম্যদীপ । তিনিও জানান, পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে ভালো লাগে। আমার মোবাইল ফোন দেখতেও ভালো লাগে। কিন্তু পরীক্ষার সময় এগিয়ে আসলে আমি মোবাইল ফোনকে মূলত ব্যবহার করতাম পড়াশোনার কাছে। তা বলে মোবাইল ফোনে বিনোদন নেই তা নয়। কিন্তু পরীক্ষার 3-4 মাস আগে থেকে মোবাইল ফোনের নেট বন্ধ করে রেখেছিলাম।
এদিন এক্স হ্যান্ডেলে পোস্ট করে সকল পাশ করা পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি যারা কৃতকার্য হতে পারেনি, তাদেরও মন খারাপ না করে আগামীর জন্য নতুন করে লড়াইয়ের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
এছাড়া শহরের অন্যান্য স্কুলেও পড়ুয়াদের ভালো ফল দেখা গিয়েছে। দ্য হেরিটেজ স্কুলের আইসিএসইতে সর্বোচ্চ নম্বর উঠেছে 99.4 শতাংশ। ক্যালকাটা গার্লস স্কুলের সর্বোচ্চ নম্বর হল 99.6 শতাংশ। মর্ডান হাই স্কুলের সর্বোচ্চ নম্বর হল 99.2 শতাংশ। পার্কসার্কাসের ডনবসকো স্কুলের দুই পড়ুয়া আরভ খেমানি ও ঈশানু ঘোষ চৌধুরী আইসিএসইতে যথাক্রমে পেয়েছে 99.2 শতাংশ নম্বর ৷ পরীক্ষায় ভালো করায় খুশি বাবা-মাও ৷ প্রসঙ্গত, এই বছর বাংলা থেকে মোট পাশের হার 92.22 শতাংশ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 42 হাজার 372 জন ৷
আরও পড়ুন
1. আইসিএসই-আইএসসি: পাশের হারে রাজ্যেও ছেলেদের পিছনে ফেলল মেয়েরা
2. নিট পরীক্ষা দিতে এসে স্কুলে সাপের ছোবল! প্রশ্ন পরীক্ষার্থীদের নিরাপত্তায়
3. চিকিৎসার গাফিলতিতে প্রসূতির মৃত্যু ! ভাঙচুর মেদিনীপুরের মাতৃমাতে, আটক 7