দুর্গাপুর, 16 মে: আইসিডিএস কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ অর্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে পৌঁছচ্ছে না ৷ দুর্নীতির অভিযোগ তুলে পাণ্ডবেশ্বরের সিডিপিওর কাছে স্মারকলিপি জমা দিতে গিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে ৷ বাঁশ, লাঠি, ইটের আঘাতে গুরুতর আহত বেশ কয়েকজন আন্দোলনকারী।
যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ অভিযোগ করে বলেন, "বৃহস্পতিবার নির্দিষ্ট দাবি-দাওয়া নিয়ে রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি দফতরে স্মারকলিপি প্রদান কর্মসূচি ছিল। পাণ্ডবেশ্বরের অঙ্গনওয়াড়ি দফতরে স্মারকলিপি জমা দিতে গেলে বেপরোয়া হামলা চালায় দুষ্কৃতিরা।" অভিযোগ, বাঁশ, লাঠি, ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন আন্দোলনকারী। মহিলাদের এবং শিশুদের উপরে আঘাত হানা হয়েছে বলে গুরুতর অভিযোগ করেছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ৷
এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ উঠেছে ৷ ভাস্কর ঘোষ অভিযোগ করে জানান, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তীর মদতে এই ঘটনা ঘটেছে। অঙ্গনওয়াড়ি দফতরের আধিকারিক পাপিয়া বিশ্বাস বলেন, "স্মারকলিপি জমা দিতে এসেছিলেন কয়েকজন। তারপর বাইরে কী হয়েছে জানি না। গোটা বিষয়টি বিডিওকে জানানো হয়েছে ৷"
যদিও জেলা তৃণমূল নেতৃত্বের বক্তব্য, "যৌথ সংগ্রামী মঞ্চের আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে পুলিশকে।" উল্লেখ্য, এদিন যৌথ সংগ্রামী মঞ্চের স্মারকলিপি প্রদান কর্মসূচিতে হঠাৎ হামলা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যাপক উত্তেজনা ছড়ায় পাণ্ডবেশ্বরের অঙ্গনওয়াড়ি দফতরের কাছে। বাঁশ, লাঠি আর ইটের আঘাতে গুরুতর যখন বেশ কয়েকজন সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারী। পুলিশ নিরাপত্তা দিতে পারেনি বলেও অভিযোগ তুলেছেন যৌথ সংগ্রামী মঞ্চের সরকারি কর্মচারীরা।
আরও পড়ুন
1. সন্দেশখালির ঘটনায় পিয়ালির বিরুদ্ধে ব্যবস্থা নয়, নির্দেশ হাইকোর্টের
2. বসিরহাটে ভোটের আগে অস্বস্তিতে তৃণমূল, কোনও কাজ করেননি নুসরত; দাবি দলেরই এক নেতার