ETV Bharat / state

পানীয় জল ইস্যুতে শিলিগুড়ি থানা ঘেরাও বিজেপির, আহত আইসি - Siliguri Water Crisis

BJP Protest at Siliguri Police Station: বেশ কয়েকদিন ধরেই পানীয় জলের সংকটে ভুগছে শিলিগুড়ি ৷ এই নিয়ে মহিলা মোর্চা বিক্ষোভ দেখায় ৷ সেই অভিযানে পুলিশি হামলার অভিযোগে শনিবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা ৷

BJP, Siliguri Police Station
শিলিগুড়ি থানা ঘেরাও বিজেপি যুব মোর্চার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 2, 2024, 3:39 PM IST

শিলিগুড়ি, 2 জুন: বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় তুমুল উত্তেজনা ! মাথা ফাটল একাধিক বিজেপি কর্মীর । গুরুতর আহত শিলিগুড়ি থানার আইসি । এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচ বিজেপি যুব মোর্চা কর্মী । শনিবার পানীয় জল ইস্যুতে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা । সেই অভিযানে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ ।

শিলিগুড়ি থানায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি মহিলাদের মারধরেরও অভিযোগ ওঠে । সেই অভিযোগে শনিবার রাতেই শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে যায় বিজেপির যুব মোর্চা । প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । পরে থানার গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা । সেই সময় পুলিশ বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । এরপর প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি শুরু হয় । দু'পক্ষের মধ্যে সংঘর্ষে প্রথমে থানার মূল গেট ভেঙে যায় । এরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধরপাকড় শুরু করে । সেই সময় পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে ।

বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ । গ্রেফতার করা হয় পাঁচ বিজেপি কর্মীকে । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে শিলিগুড়ি পৌরনিগমে ধুন্ধুমার

এই ঘটনায় বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরিজিৎ দাস বলেন, "পানীয় জলের ইস্যুতে শিলিগুড়ি পৌরনিগম অভিযানে পুলিশ যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা করেছে তারই প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলাম আমরা । এখানেও পুলিশ আমাদের উপর আক্রমণ করে । আমাদের কর্মী সমর্থকদের উপর লাঠি দিয়ে আঘাত করা হয় ।"

শিলিগুড়ি, 2 জুন: বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভের ঘটনায় তুমুল উত্তেজনা ! মাথা ফাটল একাধিক বিজেপি কর্মীর । গুরুতর আহত শিলিগুড়ি থানার আইসি । এই ঘটনায় গ্রেফতার হয়েছেন পাঁচ বিজেপি যুব মোর্চা কর্মী । শনিবার পানীয় জল ইস্যুতে শিলিগুড়ি পৌরনিগম ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা । সেই অভিযানে পুলিশ বিজেপি কর্মী সমর্থকদের উপর চড়াও হয় এবং হামলা চালায় বলে অভিযোগ ।

শিলিগুড়ি থানায় বিজেপি যুব মোর্চার বিক্ষোভ (নিজস্ব ভিডিয়ো)

পাশাপাশি মহিলাদের মারধরেরও অভিযোগ ওঠে । সেই অভিযোগে শনিবার রাতেই শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে যায় বিজেপির যুব মোর্চা । প্রথমে থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । পরে থানার গেট খুলে ভিতরে ঢোকার চেষ্টা করেন বিজেপির কর্মী সমর্থকরা । সেই সময় পুলিশ বাধা দিলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে । এরপর প্রথমে ধস্তাধস্তি ও পরে হাতাহাতি শুরু হয় । দু'পক্ষের মধ্যে সংঘর্ষে প্রথমে থানার মূল গেট ভেঙে যায় । এরপরই পরিস্থিতি সামাল দিতে পুলিশ ধরপাকড় শুরু করে । সেই সময় পরিস্থিতি আরও বেশি উত্তপ্ত হয়ে ওঠে ।

বিজেপি কর্মীরা পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ । পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ । গ্রেফতার করা হয় পাঁচ বিজেপি কর্মীকে । এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ ঘিরে শিলিগুড়ি পৌরনিগমে ধুন্ধুমার

এই ঘটনায় বিজেপি যুব মোর্চার শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অরিজিৎ দাস বলেন, "পানীয় জলের ইস্যুতে শিলিগুড়ি পৌরনিগম অভিযানে পুলিশ যেভাবে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা করেছে তারই প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলাম আমরা । এখানেও পুলিশ আমাদের উপর আক্রমণ করে । আমাদের কর্মী সমর্থকদের উপর লাঠি দিয়ে আঘাত করা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.