ETV Bharat / state

মহুয়ার সঙ্গে কোনও শত্রুতা নেই, অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা - Lok Sabha Elections - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections 2024: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির সম্ভাব্য প্রার্থী, সেখানকার রাজবাড়ির রানিমা অমৃতা রায় ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ আর তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা ও রাজনীতিতে আসার কারণ, সব নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন অমৃতা ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 22, 2024, 9:15 PM IST

অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা

কলকাতা, 22 মার্চ: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন ? সেই প্রশ্নই এখন নদিয়া জেলার রাজনৈতিক মহলে ঘুরছে ৷ বিজেপি চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করে ফেলেছে ৷ কিন্তু, সেখানে কৃষ্ণনগর দূর, রাজ্যের বাকি 23টি লোকসভা আসনের কোনও উল্লেখ নেই ৷ এরই মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায় ৷ যার পরেই গুঞ্জন তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতা রায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত ৷

যদি তিনি প্রার্থী হন, তাহলে প্রতিপক্ষ হবেন তৃণমূলের গতবারের সাংসদ মহুয়া মৈত্র ৷ যাকে নিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আদর্শ আলাদা ৷" হঠাৎ একথা কেন বললেন কৃষ্ণনগরের রানিমা ? তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই গুঞ্জন, কৃষ্ণনগর লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন ৷ আর সেই সঙ্গে আরও একটি কথা শোনা যাচ্ছে ৷ তা হল, তৃণমূলের সঙ্গে অমৃতা রায়ের ভালো সম্পর্ক ছিল ৷ এমনকি মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷ ফলে তিনি যদি লোকসভা নির্বাচনের ময়দানে নামেন, তাহলে সেই যুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতা থাকবে না ৷

যদিও, এসব তৃণমূলের অপপ্রচার বলে দাবি করেছেন অমৃতা রায় ৷ তিনি বলেন, "এটা একদমই বাজে কথা যে, আমি মহুয়াকে চিনি ৷ এই কথাটা রটিয়ে তৃণমূল ফায়দা নিচ্ছে ৷ আসলে মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আর্দশ আলাদা ৷ এভাবে ব্যক্তিগত আক্রমণ খুব নীচুমানের জিনিস ৷ আমি এমন কাদা ছোঁড়াছুড়িতে বিশ্বাসী নই ৷"

তবে, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি লড়াইয়ে প্রস্তুত বলে জানালেন ৷ তিনি বলেন, "ভোটে আমি প্রথম মানুষের সঙ্গে মিশছি, তা নয় ৷ এখানকার মানুষের অনেক সমস্যা রয়েছে ৷ বাইরের মানুষ সেটা বুঝতে পারবে না ৷ আর মানুষ আমাকে অনেক সহজেই বলতে পারবে ৷ তাই বিজেপি একটা চেনা মুখ চেয়েছিল ৷ সেটার জন্য আমাকে বেছে নিয়েছে ৷" তবে, হঠাৎ করে রাজনীতিতে কেন ? এর আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷

এনিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "একযুগে এখান থেকে শাসন হয়েছে ৷ ফলে আমি যদি কোনও দলের হয়ে দাঁড়াই, তা সেটা খুব সম্মানের ৷ নিশ্চয়ই তাঁর কোনও কারণ আছে ৷ এখন আমি একা একটা সিস্টেমকে বদলাতে পারব না ৷ আজ বাংলা অনেক নীচে নেমে গেছে ৷ সেখানে আমি যদি একটা স্বচ্ছ জায়গা পাচ্ছি বিজেপির মতো ৷ তাই এই যোগদান ৷"

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, অডিয়ো ভাইরাল হতেই থানায় অভিযোগ বিজেপির
  2. শুভেন্দুর হাত ধরে বিজেপিতে রাজবধূ, কৃষ্ণনগরে কি এবার মহুয়া বনাম রানিমার লড়াই?

অবস্থান স্পষ্ট করলেন কৃষ্ণনগরের রানিমা

কলকাতা, 22 মার্চ: কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবেন ? সেই প্রশ্নই এখন নদিয়া জেলার রাজনৈতিক মহলে ঘুরছে ৷ বিজেপি চতুর্থ প্রার্থীতালিকা প্রকাশ করে ফেলেছে ৷ কিন্তু, সেখানে কৃষ্ণনগর দূর, রাজ্যের বাকি 23টি লোকসভা আসনের কোনও উল্লেখ নেই ৷ এরই মধ্যে বিজেপিতে যোগ দিয়েছেন কৃষ্ণনগর রাজবাড়ির রানিমা অমৃতা রায় ৷ যার পরেই গুঞ্জন তৃণমূলের মহুয়া মৈত্রের বিরুদ্ধে অমৃতা রায় সম্ভাব্য প্রার্থী হতে পারেন ৷ ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি জানালেন, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি নির্বাচনে লড়তে প্রস্তুত ৷

যদি তিনি প্রার্থী হন, তাহলে প্রতিপক্ষ হবেন তৃণমূলের গতবারের সাংসদ মহুয়া মৈত্র ৷ যাকে নিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আদর্শ আলাদা ৷" হঠাৎ একথা কেন বললেন কৃষ্ণনগরের রানিমা ? তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরেই গুঞ্জন, কৃষ্ণনগর লোকসভায় বিজেপির প্রার্থী হতে পারেন ৷ আর সেই সঙ্গে আরও একটি কথা শোনা যাচ্ছে ৷ তা হল, তৃণমূলের সঙ্গে অমৃতা রায়ের ভালো সম্পর্ক ছিল ৷ এমনকি মহুয়া মৈত্রের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ৷ ফলে তিনি যদি লোকসভা নির্বাচনের ময়দানে নামেন, তাহলে সেই যুদ্ধে কোনও প্রতিদ্বন্দ্বিতা থাকবে না ৷

যদিও, এসব তৃণমূলের অপপ্রচার বলে দাবি করেছেন অমৃতা রায় ৷ তিনি বলেন, "এটা একদমই বাজে কথা যে, আমি মহুয়াকে চিনি ৷ এই কথাটা রটিয়ে তৃণমূল ফায়দা নিচ্ছে ৷ আসলে মহুয়ার সঙ্গে আমার বন্ধুত্ব বা শত্রুতার সম্পর্ক নয় ৷ আমাদের আর্দশ আলাদা ৷ এভাবে ব্যক্তিগত আক্রমণ খুব নীচুমানের জিনিস ৷ আমি এমন কাদা ছোঁড়াছুড়িতে বিশ্বাসী নই ৷"

তবে, বিজেপি তাঁকে প্রার্থী করলে তিনি লড়াইয়ে প্রস্তুত বলে জানালেন ৷ তিনি বলেন, "ভোটে আমি প্রথম মানুষের সঙ্গে মিশছি, তা নয় ৷ এখানকার মানুষের অনেক সমস্যা রয়েছে ৷ বাইরের মানুষ সেটা বুঝতে পারবে না ৷ আর মানুষ আমাকে অনেক সহজেই বলতে পারবে ৷ তাই বিজেপি একটা চেনা মুখ চেয়েছিল ৷ সেটার জন্য আমাকে বেছে নিয়েছে ৷" তবে, হঠাৎ করে রাজনীতিতে কেন ? এর আগে কখনও রাজবাড়ির কোনও সদস্যকে সক্রিয় রাজনীতি বা ভোটের ময়দানে দেখা যায়নি ৷

এনিয়ে অমৃতা রায়ের বক্তব্য, "একযুগে এখান থেকে শাসন হয়েছে ৷ ফলে আমি যদি কোনও দলের হয়ে দাঁড়াই, তা সেটা খুব সম্মানের ৷ নিশ্চয়ই তাঁর কোনও কারণ আছে ৷ এখন আমি একা একটা সিস্টেমকে বদলাতে পারব না ৷ আজ বাংলা অনেক নীচে নেমে গেছে ৷ সেখানে আমি যদি একটা স্বচ্ছ জায়গা পাচ্ছি বিজেপির মতো ৷ তাই এই যোগদান ৷"

আরও পড়ুন:

  1. মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্য, অডিয়ো ভাইরাল হতেই থানায় অভিযোগ বিজেপির
  2. শুভেন্দুর হাত ধরে বিজেপিতে রাজবধূ, কৃষ্ণনগরে কি এবার মহুয়া বনাম রানিমার লড়াই?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.