ETV Bharat / state

ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় স্ত্রীকে এলোপাথাড়ি কোপাল স্বামী, থানায় গিয়ে আত্মসমর্পণ - victim person by madhyamgram

Husband stabs wife: বেহিসেবি খরচ এবং উশৃংখল আচরণে বীতশ্রদ্ধ হয়ে একসময় স্বামীকে ছেড়ে মধ্যমগ্রামে বাপের বাড়িতে থাকতে শুরু করেন রিনা। এরপরই ঘটে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 17, 2024, 10:47 PM IST

Updated : Feb 18, 2024, 3:45 PM IST

মধ‍্যমগ্রাম, 17 ফেব্রুয়ারি: ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল স্বামী। শনিবার আশঙ্কাজনক অবস্থায় রিনা দাস (মজুমদার) নামে ওই মহিলাকে উদ্ধার করে বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনার জেরে শনিবার তীব্র চঞ্চল‍্য ছড়িয়েছে মধ‍্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় মহিলার স্বামী জগদীশ দাস ওরফে টিঙ্কুকে গ্রেফতার করেছে মধ‍্যমগ্রাম থানার পুলিশ।

মধ‍্যমগ্রাম স্টেশনের পাশেই ওই দম্পতির একটি ফাস্টফুডের দোকান রয়েছে। সেটি স্বামী-স্ত্রী দু'জনেই চালান একসঙ্গে। খাবারের গুনগত মান এবং ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্কের জন্য দ্রুত সেটি জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সঙ্গে জগদীশের জীবনযাপনও পরিবর্তন হতে থাকে বলে অভিযোগ। এনিয়ে দাম্পত্য কলহও শুরু হয়। বেহিসেবি খরচ এবং উশৃংখল আচরণে বীতশ্রদ্ধ হয়ে একসময় স্বামীকে ছেড়ে মধ্যমগ্রামে বাপের বাড়িতে থাকতে শুরু করেন রিনা। তারপর থেকে খাবারের দোকানে সেভাবে আর যাচ্ছিলেন না ওই মহিলা।

তারই মধ্যে এদিন সন্ধ্যায় আচমকা রিনা দোকানে হাজির হলে স্বামীর সঙ্গে বচসা বাধে তাঁর। তখন দোকানে হাজির ছিলেন বহু ক্রেতা। বচসা চলাকালীন হঠাৎই দোকানে থাকা সবজি কাটার ছুরি এনে সকলের সামনেই স্ত্রীকে জগদীশ এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। চোখের সামনে হাড়হিম করা এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন স্থানীয় লোকজন।

ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। এরপর, তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসতের রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ছুরির আঘাতে রিনার ঘাড় এবং দু-হাত গুরুতরভাবে জখম হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জগদীশ মধ্যমগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে গ্রেফতার করা হয় তাকে ৷ শুধুই দাম্পত্য কলহ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন

চকোলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী যুবক

ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার

সরস্বতী পুজোর ভাসানে যেতে বাধা, অভিমানে আত্মঘাতী নব নালন্দা স্কুলের ছাত্রী

মধ‍্যমগ্রাম, 17 ফেব্রুয়ারি: ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় স্ত্রীকে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাল স্বামী। শনিবার আশঙ্কাজনক অবস্থায় রিনা দাস (মজুমদার) নামে ওই মহিলাকে উদ্ধার করে বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই আপাতত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি। ঘটনার জেরে শনিবার তীব্র চঞ্চল‍্য ছড়িয়েছে মধ‍্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়। ঘটনায় মহিলার স্বামী জগদীশ দাস ওরফে টিঙ্কুকে গ্রেফতার করেছে মধ‍্যমগ্রাম থানার পুলিশ।

মধ‍্যমগ্রাম স্টেশনের পাশেই ওই দম্পতির একটি ফাস্টফুডের দোকান রয়েছে। সেটি স্বামী-স্ত্রী দু'জনেই চালান একসঙ্গে। খাবারের গুনগত মান এবং ক্রেতাদের সঙ্গে ভালো সম্পর্কের জন্য দ্রুত সেটি জনপ্রিয় হয়ে ওঠে সকলের কাছে। ব্যবসায় আর্থিক লাভ হওয়ার সঙ্গে জগদীশের জীবনযাপনও পরিবর্তন হতে থাকে বলে অভিযোগ। এনিয়ে দাম্পত্য কলহও শুরু হয়। বেহিসেবি খরচ এবং উশৃংখল আচরণে বীতশ্রদ্ধ হয়ে একসময় স্বামীকে ছেড়ে মধ্যমগ্রামে বাপের বাড়িতে থাকতে শুরু করেন রিনা। তারপর থেকে খাবারের দোকানে সেভাবে আর যাচ্ছিলেন না ওই মহিলা।

তারই মধ্যে এদিন সন্ধ্যায় আচমকা রিনা দোকানে হাজির হলে স্বামীর সঙ্গে বচসা বাধে তাঁর। তখন দোকানে হাজির ছিলেন বহু ক্রেতা। বচসা চলাকালীন হঠাৎই দোকানে থাকা সবজি কাটার ছুরি এনে সকলের সামনেই স্ত্রীকে জগদীশ এলোপাতাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। চোখের সামনে হাড়হিম করা এই দৃশ্য দেখে রীতিমতো হতভম্ব হয়ে পড়েন স্থানীয় লোকজন।

ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মহিলা। এরপর, তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বারাসতের রথতলার কাছে একটি বেসরকারি হাসপাতালে। সূত্রের খবর, ছুরির আঘাতে রিনার ঘাড় এবং দু-হাত গুরুতরভাবে জখম হয়েছে। ঘটনার পর অভিযুক্ত জগদীশ মধ্যমগ্রাম থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে গ্রেফতার করা হয় তাকে ৷ শুধুই দাম্পত্য কলহ নাকি এই ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে মধ্যমগ্রাম থানার পুলিশ।

আরও পড়ুন

চকোলেটের লোভ দেখিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ধৃত প্রতিবেশী যুবক

ইংরেজবাজারে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য, বিক্ষোভ উত্তেজিত জনতার

সরস্বতী পুজোর ভাসানে যেতে বাধা, অভিমানে আত্মঘাতী নব নালন্দা স্কুলের ছাত্রী

Last Updated : Feb 18, 2024, 3:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.