ETV Bharat / state

আসন বরাদ্দ হলেও কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হলেন না প্রায় 60 হাজার পড়ুয়া! - WB COLLEGE ADMISSION PORTAL - WB COLLEGE ADMISSION PORTAL

Govt Online Admission Portal: কেন্দ্রীয় পোর্টালে ভর্তির শেষ দিনেও ভর্তি হলেন না 60 হাজার পড়ুয়া ৷ কেন আসন খালি রইল তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশন।

Govt Online Admission Portal
কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তি হল না প্রায় 60 হাজার পড়ুয়া (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 20, 2024, 5:11 PM IST

কলকাতা, 20 জুলাই: আসন বরাদ্দ হলেও ভর্তি হলেন না প্রায় 60 হাজার পড়ুয়া। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ দিন ছিল 19 জুলাই। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এদিন রাত 9টা পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 461টি কলেজে ভর্তি হয়েছেন 3 লক্ষ 63 হাজার 500 ছাত্রছাত্রী ।আসন বরাদ্দ হয়েছিল 4লক্ষ 22হাজার 245 জনের। অপরদিকে আবেদনকারীর সংখ্যা ছিল 5 লক্ষ 27 হাজার 663 জনের।

60 হাজার পড়ুয়া কেন ভর্তি হলেন না সেই বিষয়ে খোঁজ শুরু করেছে শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশন। 12 জুলাই মেধা তালিকা প্রকাশের পর থেকেই সমগ্র শিক্ষা মিশন-এর আধিকারিক এবং শিক্ষাকর্মীরা খালি আসনের পড়ুয়াদের ফোন করতে শুরু করেন ৷ তাঁদের থেকে খোঁজখবর নেওয়া হয়েছে।

পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রায় 100 শতাংশ পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে ছিলেন সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক ও শিক্ষাবন্ধুরা। এই প্রসঙ্গেই উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, বহু পড়ুয়াই নার্সিং, ডিএলএড-সহ অন্যান্য বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে । পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনের কলেজ গুলিতেও বহু পড়ুয়া আবেদন করেছে । সেই কারণে এই পড়ুয়ারা ভর্তি হয়নি ।

পোর্টালের মাধ্যমে ভরতি প্রক্রিয়া চালু হয়েছে চলতি বছরে ৷ গত বছরের তুলনায় এইবার কলেজে ভর্তির ক্ষেত্রে প্রথম ধাপে এসেছে সাফল্য। কারণ গত বছর মোট কলেজে ভর্তির সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ 40 হাজার । কিন্তু এবার সেটা প্রথম ধাপেই হয়েছে 3 লক্ষ 63 হাজার 500জন। তবে এর মধ্যে আবার বেশ কিছু পড়ুয়া আপগ্রেড রাউন্ডের জন্য অপেক্ষায় রয়েছে। সেই মেধাতালিকা প্রকাশ হবে 24 জুলাই। তারপর 24 থেকে 28 জুলাই পর্যন্ত বরাদ্দ হওয়া আসনে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

যে সকল ছাত্রছাত্রী প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছেন, তাঁদের চূড়ান্ত প্রভিশনাল অ্যাডমিশন লেটার দেওয়া হবে। সেই লেটার দেওয়া হবে 30 জুলাই। তার ঠিক পরের দিন অর্থাৎ 31 জুলাই থেকেই ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের যাচাই প্রক্রিয়া শুরু করতে পারবে কলেজগুলি। এই প্রক্রিয়া চলবে 6 অগস্ট পর্যন্ত । এই বছর 7 অগস্ট থেকে শুরু হয়ে যাবে ক্লাস।

কলকাতা, 20 জুলাই: আসন বরাদ্দ হলেও ভর্তি হলেন না প্রায় 60 হাজার পড়ুয়া। কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে ভর্তির শেষ দিন ছিল 19 জুলাই। উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এদিন রাত 9টা পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে রাজ্যের 461টি কলেজে ভর্তি হয়েছেন 3 লক্ষ 63 হাজার 500 ছাত্রছাত্রী ।আসন বরাদ্দ হয়েছিল 4লক্ষ 22হাজার 245 জনের। অপরদিকে আবেদনকারীর সংখ্যা ছিল 5 লক্ষ 27 হাজার 663 জনের।

60 হাজার পড়ুয়া কেন ভর্তি হলেন না সেই বিষয়ে খোঁজ শুরু করেছে শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশন। 12 জুলাই মেধা তালিকা প্রকাশের পর থেকেই সমগ্র শিক্ষা মিশন-এর আধিকারিক এবং শিক্ষাকর্মীরা খালি আসনের পড়ুয়াদের ফোন করতে শুরু করেন ৷ তাঁদের থেকে খোঁজখবর নেওয়া হয়েছে।

পড়ুয়াদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, প্রায় 100 শতাংশ পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করে ছিলেন সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক ও শিক্ষাবন্ধুরা। এই প্রসঙ্গেই উচ্চ শিক্ষা দফতরের এক আধিকারিক জানান, বহু পড়ুয়াই নার্সিং, ডিএলএড-সহ অন্যান্য বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছে । পাশাপাশি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অধীনের কলেজ গুলিতেও বহু পড়ুয়া আবেদন করেছে । সেই কারণে এই পড়ুয়ারা ভর্তি হয়নি ।

পোর্টালের মাধ্যমে ভরতি প্রক্রিয়া চালু হয়েছে চলতি বছরে ৷ গত বছরের তুলনায় এইবার কলেজে ভর্তির ক্ষেত্রে প্রথম ধাপে এসেছে সাফল্য। কারণ গত বছর মোট কলেজে ভর্তির সংখ্যা ছিল প্রায় 3 লক্ষ 40 হাজার । কিন্তু এবার সেটা প্রথম ধাপেই হয়েছে 3 লক্ষ 63 হাজার 500জন। তবে এর মধ্যে আবার বেশ কিছু পড়ুয়া আপগ্রেড রাউন্ডের জন্য অপেক্ষায় রয়েছে। সেই মেধাতালিকা প্রকাশ হবে 24 জুলাই। তারপর 24 থেকে 28 জুলাই পর্যন্ত বরাদ্দ হওয়া আসনে ভর্তি হতে পারবেন ছাত্রছাত্রীরা।

যে সকল ছাত্রছাত্রী প্রভিশনাল অ্যাডমিশন নিয়েছেন, তাঁদের চূড়ান্ত প্রভিশনাল অ্যাডমিশন লেটার দেওয়া হবে। সেই লেটার দেওয়া হবে 30 জুলাই। তার ঠিক পরের দিন অর্থাৎ 31 জুলাই থেকেই ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের যাচাই প্রক্রিয়া শুরু করতে পারবে কলেজগুলি। এই প্রক্রিয়া চলবে 6 অগস্ট পর্যন্ত । এই বছর 7 অগস্ট থেকে শুরু হয়ে যাবে ক্লাস।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.