ETV Bharat / state

'বিজেপি, বিজেপি, বিজেপি, আর কারও কথা বলব না', নির্বাচনী প্রচারে আত্মবিশ্বাসী হাওড়ার রথীন - Howrah BJP Elections

Lok Sabha Elections 2024: শনিবার প্রথম দফার লোকসভা প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি ৷ তাতে প্রথমবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছেন পেশার চিকিৎসক রথীন চক্রবর্তী ৷ আজই তিনি নির্বাচনী প্রচার শুরু করে দিলেন ৷

ETV Bharat
নির্বাচনী প্রচারে রথীন চক্রবর্তী
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 6:27 PM IST

হাওড়ায় সিদ্বেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন চিকিৎসক রথীন চক্রবর্তী

হাওড়া, 3 মার্চ: নির্বাচনের দিন ঘোষণা না হলেও প্রথম দফায় 195জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি ৷ তাতে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ডঃ রথীন চক্রবর্তী ৷ শনিবার প্রার্থীর নাম ঘোষণার পর দিন রবিবার সকালে মধ্য হাওড়া জেলার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা অর্চনা করে নিজের প্রচার শুরু করলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী ডঃ রথীন চক্রবর্তী ৷ আত্মবিশ্বাসী রথীন এদিন বলেন, "বিজেপি, বিজেপি, বিজেপি, আর কারও সঙ্গে কথা বলব না"৷ তবে এখনও দেওয়াল লিখনের কাজ শুরু হয়নি ৷

মধ্য হাওড়ার বিভিন্ন সরু গলিতে সরাসরি জনসংযোগের জন্য বাইকের পিছনে সওয়ার হয়ে সকালের প্রচার সারলেন বিজেপির প্রার্থী রথীন ৷ বিকালে হাওড়ার ডোমজুড় এলাকাতে প্রচার চালাবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে ৷ বিকেলে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির সদ্য নির্বাচিত রাজ্যসভার সদস্য শমীক লাহিড়ী ৷

দলীয় পতাকা নিয়ে বাইকে চেপে দলীয় কর্মীদের সঙ্গে করে মধ্য হাওড়ার বিভিন্ন এলাকায় ঘোরেন রথীন ৷ রবিবারের নির্বাচনী প্রচারে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা উমেশ রায়, মনোজ পান্ডে-সহ অন্য নেতৃত্বরা।

রবিবার প্রচারে বেরিয়ে রথীন বলেন, "দেশের তলিয়ে যাওয়া অর্থনীতিকে ফের চাঙ্গা করে আমেরিকা, চিনের সামনে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বনির্ভর ও বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছেন, তাতে সমগ্র দেশের সঙ্গে এই রাজ্যের আর্থিক বিকাশ হওয়ার বুলেট ট্রেনে আমরা চড়েছি ৷"

গত বিধানসভা নির্বাচনে ফলাফল তাঁর অনুকূলে না হলেও এবারের নির্বাচনে নিজের জয়ের বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী, হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

আরও পড়ুন:

  1. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
  2. বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ

হাওড়ায় সিদ্বেশ্বরী কালীমন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন চিকিৎসক রথীন চক্রবর্তী

হাওড়া, 3 মার্চ: নির্বাচনের দিন ঘোষণা না হলেও প্রথম দফায় 195জনের প্রার্থীতালিকা প্রকাশ করেছে বিজেপি ৷ তাতে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ডঃ রথীন চক্রবর্তী ৷ শনিবার প্রার্থীর নাম ঘোষণার পর দিন রবিবার সকালে মধ্য হাওড়া জেলার সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পূজা অর্চনা করে নিজের প্রচার শুরু করলেন হাওড়া সদর বিজেপি প্রার্থী ডঃ রথীন চক্রবর্তী ৷ আত্মবিশ্বাসী রথীন এদিন বলেন, "বিজেপি, বিজেপি, বিজেপি, আর কারও সঙ্গে কথা বলব না"৷ তবে এখনও দেওয়াল লিখনের কাজ শুরু হয়নি ৷

মধ্য হাওড়ার বিভিন্ন সরু গলিতে সরাসরি জনসংযোগের জন্য বাইকের পিছনে সওয়ার হয়ে সকালের প্রচার সারলেন বিজেপির প্রার্থী রথীন ৷ বিকালে হাওড়ার ডোমজুড় এলাকাতে প্রচার চালাবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে ৷ বিকেলে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিজেপির সদ্য নির্বাচিত রাজ্যসভার সদস্য শমীক লাহিড়ী ৷

দলীয় পতাকা নিয়ে বাইকে চেপে দলীয় কর্মীদের সঙ্গে করে মধ্য হাওড়ার বিভিন্ন এলাকায় ঘোরেন রথীন ৷ রবিবারের নির্বাচনী প্রচারে তাঁর সঙ্গে ছিলেন হাওড়া সদর বিজেপির সভাপতি রামপ্রসাদ ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা উমেশ রায়, মনোজ পান্ডে-সহ অন্য নেতৃত্বরা।

রবিবার প্রচারে বেরিয়ে রথীন বলেন, "দেশের তলিয়ে যাওয়া অর্থনীতিকে ফের চাঙ্গা করে আমেরিকা, চিনের সামনে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ স্বনির্ভর ও বিকশিত ভারত গড়ার যে স্বপ্ন প্রধানমন্ত্রী দেখিয়েছেন, তাতে সমগ্র দেশের সঙ্গে এই রাজ্যের আর্থিক বিকাশ হওয়ার বুলেট ট্রেনে আমরা চড়েছি ৷"

গত বিধানসভা নির্বাচনে ফলাফল তাঁর অনুকূলে না হলেও এবারের নির্বাচনে নিজের জয়ের বিষয়ে তিনি একশো শতাংশ আশাবাদী, হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী ৷

আরও পড়ুন:

  1. আসানসোলের বিজেপি প্রার্থীর মিউজিক ভিডিয়োয় বাংলার নারীদের অসম্মান, মোদিকে খোঁচা সাগরিকার
  2. বাঁকুড়ায় ভরসা সুভাষ-সৌমিত্রই, 'দু'লক্ষ ভোটে জিতব'; আত্মবিশ্বাসী বিষ্ণুপুরের সাংসদ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.