কলকাতা, 7 জুলাই: রাজভবনের গৌরব ভূলুণ্ঠিত করা হয়েছে ৷ গুজব ছড়ানো, প্ররোচনা দেওয়ার মদত জুগিয়েছে পুলিশ ৷ তাই কলকাতার পুলিশের শীর্ষকর্তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ করতে চলেছে স্বরাষ্ট্র মন্ত্রক ৷ জুন মাসের শেষ সপ্তাহে রাজ্যপাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্রমন্ত্রকে একটি রিপোর্ট জমা দিয়ে অভিযোগ করেন, একজন সরকারি চাকুরের যেভাবে কাজ করা উচিত, তা করছেন না কলকাতার পুলিশ কমিশনার এবং সেন্ট্রাল ডিভিশনের ডেপুটি পুলিশ কমিশনার ৷ তারপরই পদক্ষেপের উদ্যোগ নিয়েছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রক ৷
ঘটনার সূত্রপাত ভোট পরবর্তী হিংসায় আক্রান্তের রাজভবনে ঢুকতে বাধা দেওয়াকে ঘিরে ৷ রাজ্য়পাল সিভি আনন্দ বোস স্বরাষ্ট্র মন্ত্রকে দেওয়া তাঁর রিপোর্টে জানান, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে এসেছিলেন তাঁর সঙ্গে দেখা করতে ৷ তাঁদের কাছে রাজ্যপালের সঙ্গে দেখা করার অনুমতি ছিল ৷ তাও ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের রাজভবনে ঢুকতে বাধা দিয়েছেন কলকাতা পুলিশের আধিকারিকরা ৷
STORY | Home Ministry initiates disciplinary action against Kolkata CP, DCP for 'maligning' Raj Bhavan
— Press Trust of India (@PTI_News) July 7, 2024
READ: https://t.co/IK1akKvWMo pic.twitter.com/TljcZNzNSk
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রকে এনিয়ে বিস্তারিত রিপোের্ট পেশ করেছেন ৷ সেই রিপোর্টের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক আইপিএস আধিকারিকদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থার নেওয়ার উদ্যোগ নিচ্ছে ৷ এই সংক্রান্ত চিঠি 4 জুলাই পশ্চিমবঙ্গ সরকারের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে ৷
সূত্রের খবর, শুধু কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরাই নন, রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের বিরুদ্ধেও অভিযোগ করেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ মে মাসে রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে ৷ এই ঘটনায় রাজ্যপাল পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পালটা প্ররোচনার অভিযোগ তুলেছেন ৷
রাজ্যপালের অভিযোগ, আইপিএস আধিকারিকরা তাঁদেক কাজকর্মের মাধ্য়মে রাজ্যপালের কার্যালয়ের গৌরব নষ্ট করেছেন ৷ তাঁরা সরকারি চাকুরের মতো আচরণ করেননি ৷ তাঁরা নিজেদের সুবিধামতো নিয়মকানুনকে অবহেলা করেছেন ৷
উল্লেখ্য, গত 13 জুন ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের 400 জন সদস্যকে সঙ্গে নিয়ে রাজভবনে যাচ্ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখানে পৌঁছনোর আগেই তাঁকে আটকে দেয় কলকাতা পুলিশ ৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করাই ছিল শুভেন্দুদের লক্ষ্য । কিন্তু রাজভবন লাগোয়া গ্রেট ইস্টার্ন মোড়েই আটকে দেওয়া হয় বিরোধী দলনেতা এবং তাঁর সঙ্গে থাকা লোকেদের ৷ পরে প্রায় এক ঘণ্টা আটকে রাখার পর শুভেন্দুর পথ ছাড়ে পুলিশ ৷ এই ঘটনায় রাজ্যপাল রাজ্যের রিপোর্ট তলব করেন ৷ এমনকী শুভেন্দু অধিকারী এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলাও দায়ের করেন ৷ এবার এই প্রসঙ্গে তৎপরতা দেখাল স্বরাষ্ট্র মন্ত্রক ।