ETV Bharat / state

শহরের স্কুলগুলিতে বোমা রাখার হুমকি 'ভুয়ো', বিবৃতিতে জানাল লালবাজার - KOLKATA POLICE - KOLKATA POLICE

Hoax Bomb Threat Mail: শহরের স্কুলগুলিতে টাইমার বোমা রাখা নিয়ে আসা ইমেল ভুয়ো ৷ বিবৃতি দিয়ে এমনটাই জানাল লালবাজার ৷ ইমেল পাঠানো ব্যক্তির বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Hoax Bomb Threat Mail
Hoax Bomb Threat Mail
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 10:29 AM IST

Updated : Apr 9, 2024, 12:01 PM IST

কলকাতা, 9 এপ্রিল: মহানগর-সহ রাজ্যের স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভুয়ো ৷ মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এমনটাই জানাল কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে এই বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের নজরে এসেছে যে শহরের বেশ কয়েকটি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি দিয়ে ই-মেল এসেছে । আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই ইমেলটি সম্পূর্ণ ভুয়ো এবং কোনও স্কুলে বোমা রাখা নেই ।"

এর আগে এরকম বোমা রাখার ই-মেল এসেছিল বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরের বিভিন্ন স্কুলগুলিতে । সেই একইরকমভাবে কলকাতায়ও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ এ ধরনের ভুয়ো হুমকি যে দিয়েছেন তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি কলকাতা পুলিশের তরফে অভিভাবকদের আশ্বস্ত করা হয়েছে ৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের খবরে স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ তবে সকলে শান্ত থাকতে বলা হয়েছে এবং পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে লালবাজার ৷ পুলিশের তরফে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে । একইভাবে যেকোন সাহায্যের জন্য পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ।

সোমবার রাজ্যের বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল ৷ রবিবার রাতে বেশ কয়েকটি স্কুলে এই হুমকি ইমেল আসে বলে জানা গিয়েছিল ৷ যেখানে বলা হয়, স্কুলে টাইমার সেট করে বোমা রাখা রয়েছে ৷ সকালে পড়ুয়ারা আসলেই সেই বোমা ফেটে যাবে ৷ এরপরে স্বাভাবিকভাবেই এই হুমকি ইমেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ ৷ তারপরই তদন্তে উঠে আসে এই ইমেলের কোনও সত্যতা নেই ৷ পুরোটাই ভুয়ো হুমকি ৷ কোনও স্কুলে বোমা রাখা নেই ৷

আরও পড়ুন:

  1. বোমাতঙ্ক! রাজ্যের 200টি স্কুলে হামলার হুমকি
  2. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি
  3. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের

কলকাতা, 9 এপ্রিল: মহানগর-সহ রাজ্যের স্কুলগুলিকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ভুয়ো ৷ মঙ্গলবার সকালে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে এমনটাই জানাল কলকাতা পুলিশ ৷ লালবাজারের তরফে এই বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের নজরে এসেছে যে শহরের বেশ কয়েকটি স্কুলে বোমা রয়েছে বলে হুমকি দিয়ে ই-মেল এসেছে । আমরা আপনাকে আশ্বস্ত করতে চাই যে এই ইমেলটি সম্পূর্ণ ভুয়ো এবং কোনও স্কুলে বোমা রাখা নেই ।"

এর আগে এরকম বোমা রাখার ই-মেল এসেছিল বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরের বিভিন্ন স্কুলগুলিতে । সেই একইরকমভাবে কলকাতায়ও ভুয়ো হুমকি দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে ৷ এ ধরনের ভুয়ো হুমকি যে দিয়েছেন তার বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি কলকাতা পুলিশের তরফে অভিভাবকদের আশ্বস্ত করা হয়েছে ৷

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই ধরনের খবরে স্বাভাবিকভাবেই মানুষের মনে আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ তবে সকলে শান্ত থাকতে বলা হয়েছে এবং পড়ুয়াদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে লালবাজার ৷ পুলিশের তরফে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে । একইভাবে যেকোন সাহায্যের জন্য পুলিশ স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে ।

সোমবার রাজ্যের বিভিন্ন স্কুলে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল ৷ রবিবার রাতে বেশ কয়েকটি স্কুলে এই হুমকি ইমেল আসে বলে জানা গিয়েছিল ৷ যেখানে বলা হয়, স্কুলে টাইমার সেট করে বোমা রাখা রয়েছে ৷ সকালে পড়ুয়ারা আসলেই সেই বোমা ফেটে যাবে ৷ এরপরে স্বাভাবিকভাবেই এই হুমকি ইমেল পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে অভিভাবকরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ ৷ তারপরই তদন্তে উঠে আসে এই ইমেলের কোনও সত্যতা নেই ৷ পুরোটাই ভুয়ো হুমকি ৷ কোনও স্কুলে বোমা রাখা নেই ৷

আরও পড়ুন:

  1. বোমাতঙ্ক! রাজ্যের 200টি স্কুলে হামলার হুমকি
  2. দিল্লির পর বেঙ্গালুরুর স্কুলে বোমাতঙ্ক, ই-মেলে এল ভুয়ো হুমকি
  3. বেঙ্গালুরুতে 44টি স্কুলে বোমাতঙ্ক ! নিরাপদে সরানো হল পড়ুয়াদের
Last Updated : Apr 9, 2024, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.