ETV Bharat / state

চাকরির বিনিময়ে 9 লাখ ! ভাইরাল অডিয়ো দেখিয়ে দেবের বিরুদ্ধে সিবিআই তদন্ত চান হিরণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Hiran Chatterjee accuses Dev: চাকরির বিনিময়ে নেওয়া হয়েছিল 9 লাখ টাকা ৷ একটি ভাইরাল অডিয়ো পোস্ট করে দেবের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ আনলেন হিরণ চট্টোপাধ্যায় ৷

ETV Bharat
দেবের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হিরণের (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 1:07 PM IST

Updated : May 17, 2024, 1:23 PM IST

ঘাটাল, 17 মে: একের পর এক ভিডিয়োর পর, ভোটের আবহে এবার ভাইরাল একটি অডিয়ো কল রেকর্ড ! আর এই অডিয়োকে ঘিরেই ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ৷

চাকরি পাওয়ার আশায় দেওয়া ঘুষের টাকা ফেরানোর জন্য আবেদন করছে প্রতারিত, এমনই এক কল রেকর্ড ভাইরাল হয়েছে বলে খবর ৷ সেখানে প্রতারিতের সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেবের কথপোকথন শোনা গিয়েছে বলে দাবি করেছে বিজেপি ৷ এই কল রেকর্ডকে টুইট করে প্রতিপক্ষ দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি ওই ভাইরাল কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের । এর সিবিআই তদন্ত দাবি করেন তিনি ৷ তিবি এই যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দেব । এই কল রেকর্ডকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ঘাটাল মহকুমাজুড়ে । তবে এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ করেছেন ৷ হিরণের আরও অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন দেব । সেই অভিযোগের মধ্যেই সম্প্রতি দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে আশা কর্মীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । সেই ঘটনার খবর চাউর হতেই এবং পুলিশে অভিযোগ হওয়ার পরই পাঁচ দিনের মাথায় এক লক্ষ আশি হাজার টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়া হয় । সেই ঘটনার 24 ঘণ্টাও কাটেনি ৷ ফের নতুন করে টাকা নেওয়ার এবং সেই টাকা ফেরতের দাবিতে অভিযোগকারীর কল রেকর্ড ভাইরাল হল ।

এই ঘটনায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কলরেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানে শোনা যাচ্ছে, এক মহিলা ফোন করে অভিযোগ করছেন । তিনি বলছেন, "আমার কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই । চাকরির জন্য তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা । তবে এখন না হচ্ছে চাকরি, আর না ফেরত পাচ্ছেন টাকা ।" এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে ।

এক্স হ্যান্ডেলে সেই অডিয়ো শেয়ার করে হিরণের দাবি, ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি আর কেউ নন ৷ স্বয়ং তৃণমূল প্রার্থী দেব ৷ হিরণের কথায়,"গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিয়ো ভাইরালটি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ??? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ??? মানুষ বিচার করুক ॥"

হিরণ বলেন, চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড়সড় চক্র । যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব । তাঁর সহযোগী হিসেবে রয়েছেন তারই কলকাতার প্রতিনিধি সায়ন্তন এবং ঘাটালের প্রতিনিধি রামপদ মান্না । এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন হিরণ । তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা । যাতে এই চাকরি দুর্নীতি কাণ্ডের সিবিআই তদন্ত হয় ।

অন্যদিকে, এই অডিয়োর সত্যতা অস্বীকার করেছেন দেব । তাঁর দাবি, এমন কোনও ফোন তাঁর কাছে আসেনি । তাঁর আরও দাবি, অনেক কলরেকর্ডকে এডিট করা হয়েছে । মহিলার কণ্ঠস্বর লাগানো হয়েছে । সবকিছু নিয়েই ব্যবস্থা নেওয়া হবে ৷ অপরদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন ।

উল্লেখ্য, ঘাটাল লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে দিন সাতেক বাকি । তারই আগে এই কল রেকর্ডকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷

আরও পড়ুন:

  1. দেবের গুন্ডারা আমাকে খুন করতে এসেছিল, কেশপুরে হামলার মুখে পড়ে অভিযোগ হিরণের
  2. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  3. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের

ঘাটাল, 17 মে: একের পর এক ভিডিয়োর পর, ভোটের আবহে এবার ভাইরাল একটি অডিয়ো কল রেকর্ড ! আর এই অডিয়োকে ঘিরেই ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ৷

চাকরি পাওয়ার আশায় দেওয়া ঘুষের টাকা ফেরানোর জন্য আবেদন করছে প্রতারিত, এমনই এক কল রেকর্ড ভাইরাল হয়েছে বলে খবর ৷ সেখানে প্রতারিতের সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেবের কথপোকথন শোনা গিয়েছে বলে দাবি করেছে বিজেপি ৷ এই কল রেকর্ডকে টুইট করে প্রতিপক্ষ দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি ওই ভাইরাল কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের । এর সিবিআই তদন্ত দাবি করেন তিনি ৷ তিবি এই যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দেব । এই কল রেকর্ডকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ঘাটাল মহকুমাজুড়ে । তবে এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ করেছেন ৷ হিরণের আরও অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন দেব । সেই অভিযোগের মধ্যেই সম্প্রতি দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে আশা কর্মীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । সেই ঘটনার খবর চাউর হতেই এবং পুলিশে অভিযোগ হওয়ার পরই পাঁচ দিনের মাথায় এক লক্ষ আশি হাজার টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়া হয় । সেই ঘটনার 24 ঘণ্টাও কাটেনি ৷ ফের নতুন করে টাকা নেওয়ার এবং সেই টাকা ফেরতের দাবিতে অভিযোগকারীর কল রেকর্ড ভাইরাল হল ।

এই ঘটনায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কলরেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানে শোনা যাচ্ছে, এক মহিলা ফোন করে অভিযোগ করছেন । তিনি বলছেন, "আমার কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই । চাকরির জন্য তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা । তবে এখন না হচ্ছে চাকরি, আর না ফেরত পাচ্ছেন টাকা ।" এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে ।

এক্স হ্যান্ডেলে সেই অডিয়ো শেয়ার করে হিরণের দাবি, ফোনের অপর প্রান্তে থাকা মানুষটি আর কেউ নন ৷ স্বয়ং তৃণমূল প্রার্থী দেব ৷ হিরণের কথায়,"গত দু বছর ধরে যা বলে আসছিলাম, এই অডিয়ো ভাইরালটি কী সেটি ? তাহলে উনি তো সব কিছুই জানতেন ??? না জানার মেকি অভিনয়টাই কি সৌজন্যতা ??? মানুষ বিচার করুক ॥"

হিরণ বলেন, চাকরি দুর্নীতি কাণ্ডের এটা একটা বড়সড় চক্র । যার মাথায় রয়েছেন ঘাটালের বিদায়ী সাংসদ দেব । তাঁর সহযোগী হিসেবে রয়েছেন তারই কলকাতার প্রতিনিধি সায়ন্তন এবং ঘাটালের প্রতিনিধি রামপদ মান্না । এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশ নয়, সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন হিরণ । তিনি বলেন, পুরো বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা । যাতে এই চাকরি দুর্নীতি কাণ্ডের সিবিআই তদন্ত হয় ।

অন্যদিকে, এই অডিয়োর সত্যতা অস্বীকার করেছেন দেব । তাঁর দাবি, এমন কোনও ফোন তাঁর কাছে আসেনি । তাঁর আরও দাবি, অনেক কলরেকর্ডকে এডিট করা হয়েছে । মহিলার কণ্ঠস্বর লাগানো হয়েছে । সবকিছু নিয়েই ব্যবস্থা নেওয়া হবে ৷ অপরদিকে, আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা রামপদ মান্নাও পুরো বিষয়টি অস্বীকার করেছেন ।

উল্লেখ্য, ঘাটাল লোকসভায় ভোটের লাইনে দাঁড়াতে আর মাত্র হাতে গুনে দিন সাতেক বাকি । তারই আগে এই কল রেকর্ডকে ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷

আরও পড়ুন:

  1. দেবের গুন্ডারা আমাকে খুন করতে এসেছিল, কেশপুরে হামলার মুখে পড়ে অভিযোগ হিরণের
  2. 10-20 দিনের মধ্যে হত্যার রাজনীতি করতে পারে বিজেপি, আশঙ্কা ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
  3. ঘাটালে না দাঁড়ালে হিরণ চাপমুক্ত থাকত, প্রচার মঞ্চে ফের কটাক্ষ দেবের
Last Updated : May 17, 2024, 1:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.