ETV Bharat / state

আজ উচ্চমাধ্যমিকের ফল, কীভাবে দেখবেন রেজাল্ট ? - Higher Secondary Result 2024 - HIGHER SECONDARY RESULT 2024

Higher Secondary Result 2024: আগামিকাল চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ ৷ পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

Higher Secondary Result
আজ উচ্চমাধ্যমিকের ফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2024, 6:40 PM IST

Updated : May 8, 2024, 9:53 AM IST

কলকাতা, 7 মে: রাত পোহালেই বুধবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে থাকবেন সচিব প্রিয়দর্শনী মল্লিক। ফল প্রকাশের পর বেলা তিনটে থেকে অনলাইন ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন সকল পরীক্ষার্থীরা।

শিক্ষা সংসদ সূত্রে খবর, বুধবার আনুষ্ঠানিক ফল প্রকাশের পর 10 তারিখ নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন সকল পরীক্ষার্থী। এমনকী 10 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে রিভিউ বা স্কুটিনির প্রক্রিয়াও। পরীক্ষার্থীরা কোন কোন ওয়েবসাইটে আগামিকাল ফলাফল দেখতে পারবেন ? রেজাল্ট প্রকাশের আগের দিন সেই তালিকাও প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটগুলি হল- http://wbresults.nic.in, www.results.shiksha, www.indiaresults.com। এছাড়াও একটি অ্যাপও রয়েছে। প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লক্ষ 90 হাজার। পরীক্ষা শুরু হয়েছিল গত 16 ফেব্রুয়ারি আর শেষ হয় 29 ফেব্রুয়ারি। এই বছর পরীক্ষা শুরু হয়েছিল সকাল পৌনে 10টা থেকে ৷ বেলা একটা পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2 হাজার 341 টি। আগামিকাল বুধবার ফলপ্রকাশের পর 10 তারিখ 55 টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। পরে নিজেদের স্কুল থেকে মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন

ক্যানসারে বাদ পড়েছে ডানহাত, বাঁ-হাতে লিখেই মাধ্যমিক পাশ শান্তিপুরের শুভজিতের

রিভিউ-স্ক্রুটিনির জন্য কোথায় আবেদন করবেন? জানাল পর্ষদ

কলকাতা, 7 মে: রাত পোহালেই বুধবার প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। পরীক্ষা শেষের 69 দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। জানা গিয়েছে, দুপুর একটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তাঁর সঙ্গে থাকবেন সচিব প্রিয়দর্শনী মল্লিক। ফল প্রকাশের পর বেলা তিনটে থেকে অনলাইন ওয়েবসাইটে নিজেদের ফলাফল দেখতে পাবেন সকল পরীক্ষার্থীরা।

শিক্ষা সংসদ সূত্রে খবর, বুধবার আনুষ্ঠানিক ফল প্রকাশের পর 10 তারিখ নিজেদের স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবেন সকল পরীক্ষার্থী। এমনকী 10 তারিখ থেকেই শুরু হয়ে যাচ্ছে রিভিউ বা স্কুটিনির প্রক্রিয়াও। পরীক্ষার্থীরা কোন কোন ওয়েবসাইটে আগামিকাল ফলাফল দেখতে পারবেন ? রেজাল্ট প্রকাশের আগের দিন সেই তালিকাও প্রকাশ করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের তরফে দেওয়া ওয়েবসাইটগুলি হল- http://wbresults.nic.in, www.results.shiksha, www.indiaresults.com। এছাড়াও একটি অ্যাপও রয়েছে। প্লে-স্টোর থেকে WBCHSE Results অ্যাপটির মাধ্যমেও নিজেদের ফলাফল দেখতে পাবে পরীক্ষার্থীরা।

এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7 লক্ষ 90 হাজার। পরীক্ষা শুরু হয়েছিল গত 16 ফেব্রুয়ারি আর শেষ হয় 29 ফেব্রুয়ারি। এই বছর পরীক্ষা শুরু হয়েছিল সকাল পৌনে 10টা থেকে ৷ বেলা একটা পর্যন্ত পরীক্ষা হয়। এই বছর পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ছিল 2 হাজার 341 টি। আগামিকাল বুধবার ফলপ্রকাশের পর 10 তারিখ 55 টি বিতরণ কেন্দ্র থেকে স্কুলগুলির হাতে মার্কশিট তুলে দেওয়া হবে। পরে নিজেদের স্কুল থেকে মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা।

আরও পড়ুন

ক্যানসারে বাদ পড়েছে ডানহাত, বাঁ-হাতে লিখেই মাধ্যমিক পাশ শান্তিপুরের শুভজিতের

রিভিউ-স্ক্রুটিনির জন্য কোথায় আবেদন করবেন? জানাল পর্ষদ

Last Updated : May 8, 2024, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.