ETV Bharat / state

আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই থাকবে পরীক্ষাকেন্দ্রের নাম, মালদার ঘটনার প্রেক্ষিতে সিদ্ধান্ত সংসদের - উচ্চমাধ্যমিক পরীক্ষা

Higher Secondary Exam: শুক্রবার শুরু হল উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ প্রথম দিন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ভুল পরীক্ষাকেন্দ্রে চলে যায় ৷ পরে তারা সঠিক জায়গায় পৌঁছয় ৷ এর ভিত্তিতে আগামী বছর থেকে অ্যাডমিট কার্ডেই পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে বলে এ দিন জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ৷

Higher Secondary Exam
Higher Secondary Exam
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 7:33 PM IST

Updated : Feb 16, 2024, 8:04 PM IST

সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি: বিভ্রান্তি এড়াতে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বদল আনতে চলেছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ৷ অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে এবার থেকে ৷ আগামী বছর যারা পরীক্ষা দেবে, তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে বলে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে ৷

শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকত । বিগত কিছু বছর আর লেখা থাকে না । কিন্তু এই ঘটনার পর আবার আগামী বছর থেকে পরীক্ষা কেন্দ্রের নাম লিখে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে ।"

‘এই ঘটনা’ বলতে চিরঞ্জীব ভট্টাচার্য এখন এ দিন মালদার এই একটি ঘটনার কথা বোঝাতে চেয়েছেন ৷ পুরাতন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়েছিল ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ কিন্তু পরীক্ষার্থীরা শুক্রবার সকালে পৌঁছে যায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ পরে তারা জানতে পারে যে তাদের পরীক্ষাকেন্দ্র ওসমানিয়া হাই মাদ্রাসা ৷ শেষ মুহূর্তে 15 কিলোমিটার তাদের তাড়াহুড়ো করে যেতে হয় ৷ অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন ৷

এ দিন ছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ৷ সামগ্রিকভাবে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে৷ তবে এ দিন তিনজনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে আসার কারণে তাঁদের পরীক্ষা বাতিল করা হয় ৷ এই নিয়ে সংসদ সভাপতি বলেন, "আমরা 14 ফেব্রুয়ারির একটি নির্দেশিকা জারি করে বলেছিলাম, যদিও কেউ মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে, তাহলে তাঁর এই বছরের পরীক্ষা বাতিল করা হবে ।"

দক্ষিণ 24 পরগনার বেলঘড়িয়ায় পশ্চিম গাবেরিয়া হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল বারাসত এসএ হাইস্কুলের পরীক্ষার্থীরা । সেখানে দু’জন পরীক্ষার্থীর কাছে মোবাইল থাকায় তাদের পরীক্ষা বাতিল হয় ৷ আরেকটি ঘটনা আসানসোলের । সেখানে সেন্ট মেরি গোরিটি হাইস্কুলে পরীক্ষা দিচ্ছে শান্তিনগর বিদ্যামন্দিরের পরীক্ষার্থীরা । সেখানেও একজনের থেকে মোবাইল ফোন উদ্বার হয় । তারও পরীক্ষা বাতিল হয় ।

এই বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষ 90 হাজার । প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা 7 লক্ষ 86 হাজার । তবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে রয়েছে ‘সিরিয়াল নম্বর’ । যা উত্তরপত্রেও লিখতে হবে । কিন্তু তা উত্তরপত্রে লেখার যথাযথ জায়গা নেই বলেই অভিযোগ । এই নিয়ে সংসদ সভাপতি বলেন, "60 টা বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় । আমরা প্রথমে 60টা বিষয়েই সিরিয়াল নম্বর দেব ভাবিনি । 14টা বড়ো বিষয়ে সিরিয়াল নম্বর ভেবেছিলাম । কিন্তু খাতা তো সবার জন্য সমান । এবার ওই 14টা বিষয়ে ছাড়া বাকি বিষয়ে কোনও সিরিয়াল নম্বর লিখতে হতো না । তখন বিভ্রান্তি তৈরি ছাত্র-ছাত্রীদের মধ্যে ।"

তিনি আরও জানান, পরবর্তী সময়ে সংসদ ঠিক করে 60টা বিষয়েই সিরিয়াল নম্বর থাকবে । তাই আগামী বছর থেকে 60- সহ আরও দু’টি নতুন বিষয়ে অর্থাৎ 62টা বিষয়েই সিরিয়াল নম্বর থাকবে । সেটার লেখার জন্য উত্তরপত্রে জায়গা করে দেওয়া হবে । তবে এবার যেহেতু উত্তরপত্রে লেখার জায়গা নেই । তাই উত্তরপত্রে উপর দিকে বাঁ অথবা ডান দিকে ওই নম্বর লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে ।

আরও পড়ুন:

  1. প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল
  2. হাতে মাত্র 30 মিনিট ! অসহায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে নজির পুলিশের
  3. ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি

সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য৷

কলকাতা, 16 ফেব্রুয়ারি: বিভ্রান্তি এড়াতে উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ডে বদল আনতে চলেছে উচ্চমাধ্য়মিক শিক্ষা সংসদ৷ অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে এবার থেকে ৷ আগামী বছর যারা পরীক্ষা দেবে, তাদের অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকবে বলে শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে ৷

শুক্রবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "যখন আমি পরীক্ষা দিয়েছিলাম, তখন অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকত । বিগত কিছু বছর আর লেখা থাকে না । কিন্তু এই ঘটনার পর আবার আগামী বছর থেকে পরীক্ষা কেন্দ্রের নাম লিখে দেওয়া হবে অ্যাডমিট কার্ডে ।"

‘এই ঘটনা’ বলতে চিরঞ্জীব ভট্টাচার্য এখন এ দিন মালদার এই একটি ঘটনার কথা বোঝাতে চেয়েছেন ৷ পুরাতন মালদার মাধাইপুর এআর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের সিট পড়েছিল ওসমানিয়া হাই মাদ্রাসায় ৷ কিন্তু পরীক্ষার্থীরা শুক্রবার সকালে পৌঁছে যায় মুচিয়া চন্দ্রমোহন হাইস্কুলে ৷ পরে তারা জানতে পারে যে তাদের পরীক্ষাকেন্দ্র ওসমানিয়া হাই মাদ্রাসা ৷ শেষ মুহূর্তে 15 কিলোমিটার তাদের তাড়াহুড়ো করে যেতে হয় ৷ অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেই বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেন ৷

এ দিন ছিল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন ৷ সামগ্রিকভাবে নির্বিঘ্নে পরীক্ষা হয়েছে৷ তবে এ দিন তিনজনের পরীক্ষা বাতিল করে দেওয়া হয় । পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে আসার কারণে তাঁদের পরীক্ষা বাতিল করা হয় ৷ এই নিয়ে সংসদ সভাপতি বলেন, "আমরা 14 ফেব্রুয়ারির একটি নির্দেশিকা জারি করে বলেছিলাম, যদিও কেউ মোবাইল বা স্মার্ট ঘড়ি নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসে, তাহলে তাঁর এই বছরের পরীক্ষা বাতিল করা হবে ।"

দক্ষিণ 24 পরগনার বেলঘড়িয়ায় পশ্চিম গাবেরিয়া হাইস্কুলে পরীক্ষা দিচ্ছিল বারাসত এসএ হাইস্কুলের পরীক্ষার্থীরা । সেখানে দু’জন পরীক্ষার্থীর কাছে মোবাইল থাকায় তাদের পরীক্ষা বাতিল হয় ৷ আরেকটি ঘটনা আসানসোলের । সেখানে সেন্ট মেরি গোরিটি হাইস্কুলে পরীক্ষা দিচ্ছে শান্তিনগর বিদ্যামন্দিরের পরীক্ষার্থীরা । সেখানেও একজনের থেকে মোবাইল ফোন উদ্বার হয় । তারও পরীক্ষা বাতিল হয় ।

এই বছর উচ্চমাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা 7 লক্ষ 90 হাজার । প্রথম দিনের পরীক্ষায় পরীক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা 7 লক্ষ 86 হাজার । তবে এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্রে রয়েছে ‘সিরিয়াল নম্বর’ । যা উত্তরপত্রেও লিখতে হবে । কিন্তু তা উত্তরপত্রে লেখার যথাযথ জায়গা নেই বলেই অভিযোগ । এই নিয়ে সংসদ সভাপতি বলেন, "60 টা বিষয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় । আমরা প্রথমে 60টা বিষয়েই সিরিয়াল নম্বর দেব ভাবিনি । 14টা বড়ো বিষয়ে সিরিয়াল নম্বর ভেবেছিলাম । কিন্তু খাতা তো সবার জন্য সমান । এবার ওই 14টা বিষয়ে ছাড়া বাকি বিষয়ে কোনও সিরিয়াল নম্বর লিখতে হতো না । তখন বিভ্রান্তি তৈরি ছাত্র-ছাত্রীদের মধ্যে ।"

তিনি আরও জানান, পরবর্তী সময়ে সংসদ ঠিক করে 60টা বিষয়েই সিরিয়াল নম্বর থাকবে । তাই আগামী বছর থেকে 60- সহ আরও দু’টি নতুন বিষয়ে অর্থাৎ 62টা বিষয়েই সিরিয়াল নম্বর থাকবে । সেটার লেখার জন্য উত্তরপত্রে জায়গা করে দেওয়া হবে । তবে এবার যেহেতু উত্তরপত্রে লেখার জায়গা নেই । তাই উত্তরপত্রে উপর দিকে বাঁ অথবা ডান দিকে ওই নম্বর লিখে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে ।

আরও পড়ুন:

  1. প্রথম দিন ভুল পরীক্ষাকেন্দ্রে পৌঁছে নাকাল পড়ুয়ারা, মালদার ঘটনায় কাঠগড়ায় স্কুল
  2. হাতে মাত্র 30 মিনিট ! অসহায় পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে নজির পুলিশের
  3. ফাল্গুনে ঠান্ডার আমেজ বিদায়, উচ্চমাধ্যমিক পরীক্ষায় কাঁটা হবে না বৃষ্টি
Last Updated : Feb 16, 2024, 8:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.