ETV Bharat / state

টুপি-ছাতার চাহিদা তুঙ্গে, একসঙ্গে বিকোচ্ছে মোদি-মমতার মুখোশ; ভোটের বাজার জমজমাট - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: ভোট আসতেই পতাকা, শাড়ি থেকে টুপিতে সেজে উঠেছে বড়বাজারের একাধিক দোকান ৷ একসঙ্গে ঝুলছে মোদি-মমতার থেকে রাহুলের মুখোশ ৷ ব্যবসায়ীরা নাওয়া-খাওয়া ভুলে জিনিসের জোগান দিতে ব্যস্ত ৷ কোন রাজনৈতিক দলের প্রতীক-সহ জিনিসের চাহিদা সবচেয়ে বেশি ? খোঁজ নিল ইটিভি ভারত ৷

Lok Sabha Election
Lok Sabha Election
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 1, 2024, 11:07 AM IST

টুপি-ছাতার চাহিদা তুঙ্গে, একসঙ্গে বিকচ্ছে মোদি-মমতার মুখোশ

কলকাতা, 1 এপ্রিল: সৌজন্যে ভোট ৷ ঈদ ও পয়লা বৈশাখের আগে শাড়ি, জুতো থেকে জামার বাজার জমজমাট । বেশ কিছুদিন হল শেষ হয়েছে রঙের উৎসব ৷ তবে ভোটের রঙে বাজার এখনও রঙিন ৷ দোকানে দোকানে দেখা যাচ্ছে লাল, সবুজ থেকে গেরুয়া রঙের ছোঁয়া ৷ সামনের লোকসভা নির্বাচন ৷ তাকে ঘিরে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ আর ভোট মানেই প্রচারে অভিনবত্ব এনে একে ওপরকে মাত দেওয়ার পালা ৷ এক্ষেত্রে রাজনৈতিক দলগুলির হাতিয়ার পতাকা, টুপি থেকে ছাতা ৷ ভোটের ময়দানে মুখ দেখাদেখি না-পসন্দ হলেও একসঙ্গে বিকোচ্ছে মোদি, মমতা থেকে রাহুলের মুখোশ ৷ একসঙ্গে উড়ছে বিভিন্ন দলীয় পতাকাগুলি ৷

লাল, তেরঙা, গেরুয়া পতাকা, ঘাস ফুল, পদ্মফুলের শাড়িতে সেজে উঠেছে বড়বাজার । ভোট বাক্সে সমীকরণ যাই হোক না কেন পতাকা, ছাতা-সহ প্রচারের সরঞ্জাম বরাতের দিকে প্রথম স্থানে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল, দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, এরপর কংগ্রেস ৷ সবশেষে বিজেপি । এর পিছনে কারণ দর্শালেন বিক্রেতারা ৷ এবারে রাজ্যে প্রথম দফা থেকে শেষ দফা পর্যন্ত লোকসভা ভোট রয়েছে ৷ প্রায় দীর্ঘ দু'মাসের বেশি সময় ধরে চলবে ভোট প্রক্রিয়া । তাই যত দফা নির্বাচন এগিয়ে আসবে ততই বিভিন্ন জায়গায় থেকে বরাত বেশি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।

Lok Sabha Election
বিভিন্ন রকমারি মুখোশ বাজার কাপাচ্ছে

তবে এবছর নজর কাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া টি-শার্ট থেকে নরেন্দ্র মোদির মুখোশ । ঘাস ফুল প্রতীকের শাড়ি যেমন আছে, তেমন পদ্ম ফুল প্রতীকের শাড়িও মিলছে বাজারে । দলীয় প্রতীক চিহ্ন-সহ এক একটি শাড়ি বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকায় । টি-শার্টের দাম যাচ্ছে 50 থেকে 70 টাকা, বিভিন্ন মাপের পতাকা বিকোচ্ছে সাড়ে 4 থেকে সাড়ে 7 টাকায় । ছবি আঁকা সান গার্ড 80 পিসের পকেট মিলছে 50 টাকা-60 টাকায় । বিভিন্ন দলের টুপির দাম যাচ্ছে 4 টাকা -10 টাকা ।

Lok Sabha Election
দোকানে রয়েছে ছাতা থেকে টি শার্ট

অন্যদিকে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ বিকোচ্ছে 400 টাকা 100 পিস । বিভিন্ন দলের ব্যাজ আলাদা আলাদা মাপের রয়েছে ৷ এগুলির 4 থেকে 10 টাকা করে দাম । আছে উত্তরীয় । সেগুলির দাম যাচ্ছে 9 টাকা-35 টাকা পর্যন্ত । এসবের পাশাপাশি ভালো চাহিদা রয়েছে বাইক ফ্ল্যাগ স্ট্যান্ডের, যার দাম 8 টাকা প্রতি পিস । এছাড়াও রোদ থেকে বাঁচতে ছাতা কিনছে লোকজন ৷ ছাতা প্রতি পিসের দাম যাচ্ছে 80 থেকে 100 টাকা ৷

বড়বাজারের ব্যবসায়ী দেবাশিস পালোধি জানাচ্ছেন, তাঁর কাছে ইতিমধ্যেই যাদবপুর, মথুরাপুর, জয়নগর কেন্দ্রের তৃণমূলের তরফে পতাকার বরাত দেওয়া হয়েছে । আরও এক ব্যবসায়ী সুরজিৎ মুখোপাধ্যায়ের কথায়, কলকাতায় যেহেতু পরে ভোট তাই এই মুহূর্তে কলকাতার কোনো দলই জিনিসের বরাত দেয়নি । তবে নদিয়া, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি থেকে পতাকা, টুপি ও ছাতার বরাত এসেছে । তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলের তরফেই বরাত দেওয়া হয়েছে । বিক্রেতাদের কথায়, ভোটের ক্ষেত্রে পতাকা হোক বা শাড়ি, টুপি বা সান গার্ড বেশি বরাত আসে তৃণমূলের । তারপর সিপিএমের বরাত আসে ৷ তবে তারা পতাকা, টুপি, ছাতা এগুলোর বরাত দেয় বেশি । কংগ্রেসের তরফে বেশ খানিকটা বরাত এসেছে ।

Lok Sabha Election
একসঙ্গে বিকচ্ছে সব রাজনৈতিক দলের পতাকা

এখনও পর্যন্ত সব থেকে কম বরাত দিয়েছে বিজেপি । এর কারণ হিসেবে বিক্রেতার দাবি, বিজেপির দলের তরফে কেন্দ্রীয়ভাবে পতাকা, টুপি, মুখোশ এসবের বরাত দেওয়া হয় । খুব কম এগুলো রাজ্যের ব্যবসায়ীদের থেকে কেনে তারা । তবে বিজেপির শাড়ি বিক্রি হচ্ছে । গরমের জন্য এবার টুপি ও সান গার্ডের ভালো বরাত পাওয়া যাবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা ।

আরও পড়ুন:

  1. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  2. 'ফল-ডাবের জল' বনাম 'মুড়ি-বাতাসা', হুগলির গরমে কী খাচ্ছেন লকেট-রচনা ?
  3. শত্রুঘ্ন নিজেই খামোশ ! বিজেপির প্রার্থী কই? ভোটের জৌলুস নেই আসানসোলে

টুপি-ছাতার চাহিদা তুঙ্গে, একসঙ্গে বিকচ্ছে মোদি-মমতার মুখোশ

কলকাতা, 1 এপ্রিল: সৌজন্যে ভোট ৷ ঈদ ও পয়লা বৈশাখের আগে শাড়ি, জুতো থেকে জামার বাজার জমজমাট । বেশ কিছুদিন হল শেষ হয়েছে রঙের উৎসব ৷ তবে ভোটের রঙে বাজার এখনও রঙিন ৷ দোকানে দোকানে দেখা যাচ্ছে লাল, সবুজ থেকে গেরুয়া রঙের ছোঁয়া ৷ সামনের লোকসভা নির্বাচন ৷ তাকে ঘিরে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ৷ আর ভোট মানেই প্রচারে অভিনবত্ব এনে একে ওপরকে মাত দেওয়ার পালা ৷ এক্ষেত্রে রাজনৈতিক দলগুলির হাতিয়ার পতাকা, টুপি থেকে ছাতা ৷ ভোটের ময়দানে মুখ দেখাদেখি না-পসন্দ হলেও একসঙ্গে বিকোচ্ছে মোদি, মমতা থেকে রাহুলের মুখোশ ৷ একসঙ্গে উড়ছে বিভিন্ন দলীয় পতাকাগুলি ৷

লাল, তেরঙা, গেরুয়া পতাকা, ঘাস ফুল, পদ্মফুলের শাড়িতে সেজে উঠেছে বড়বাজার । ভোট বাক্সে সমীকরণ যাই হোক না কেন পতাকা, ছাতা-সহ প্রচারের সরঞ্জাম বরাতের দিকে প্রথম স্থানে রয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল, দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম, এরপর কংগ্রেস ৷ সবশেষে বিজেপি । এর পিছনে কারণ দর্শালেন বিক্রেতারা ৷ এবারে রাজ্যে প্রথম দফা থেকে শেষ দফা পর্যন্ত লোকসভা ভোট রয়েছে ৷ প্রায় দীর্ঘ দু'মাসের বেশি সময় ধরে চলবে ভোট প্রক্রিয়া । তাই যত দফা নির্বাচন এগিয়ে আসবে ততই বিভিন্ন জায়গায় থেকে বরাত বেশি আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা ।

Lok Sabha Election
বিভিন্ন রকমারি মুখোশ বাজার কাপাচ্ছে

তবে এবছর নজর কাড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া টি-শার্ট থেকে নরেন্দ্র মোদির মুখোশ । ঘাস ফুল প্রতীকের শাড়ি যেমন আছে, তেমন পদ্ম ফুল প্রতীকের শাড়িও মিলছে বাজারে । দলীয় প্রতীক চিহ্ন-সহ এক একটি শাড়ি বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 200 টাকায় । টি-শার্টের দাম যাচ্ছে 50 থেকে 70 টাকা, বিভিন্ন মাপের পতাকা বিকোচ্ছে সাড়ে 4 থেকে সাড়ে 7 টাকায় । ছবি আঁকা সান গার্ড 80 পিসের পকেট মিলছে 50 টাকা-60 টাকায় । বিভিন্ন দলের টুপির দাম যাচ্ছে 4 টাকা -10 টাকা ।

Lok Sabha Election
দোকানে রয়েছে ছাতা থেকে টি শার্ট

অন্যদিকে নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখোশ বিকোচ্ছে 400 টাকা 100 পিস । বিভিন্ন দলের ব্যাজ আলাদা আলাদা মাপের রয়েছে ৷ এগুলির 4 থেকে 10 টাকা করে দাম । আছে উত্তরীয় । সেগুলির দাম যাচ্ছে 9 টাকা-35 টাকা পর্যন্ত । এসবের পাশাপাশি ভালো চাহিদা রয়েছে বাইক ফ্ল্যাগ স্ট্যান্ডের, যার দাম 8 টাকা প্রতি পিস । এছাড়াও রোদ থেকে বাঁচতে ছাতা কিনছে লোকজন ৷ ছাতা প্রতি পিসের দাম যাচ্ছে 80 থেকে 100 টাকা ৷

বড়বাজারের ব্যবসায়ী দেবাশিস পালোধি জানাচ্ছেন, তাঁর কাছে ইতিমধ্যেই যাদবপুর, মথুরাপুর, জয়নগর কেন্দ্রের তৃণমূলের তরফে পতাকার বরাত দেওয়া হয়েছে । আরও এক ব্যবসায়ী সুরজিৎ মুখোপাধ্যায়ের কথায়, কলকাতায় যেহেতু পরে ভোট তাই এই মুহূর্তে কলকাতার কোনো দলই জিনিসের বরাত দেয়নি । তবে নদিয়া, কৃষ্ণনগর, হাওড়া, হুগলি থেকে পতাকা, টুপি ও ছাতার বরাত এসেছে । তৃণমূল, সিপিএম, কংগ্রেস সব দলের তরফেই বরাত দেওয়া হয়েছে । বিক্রেতাদের কথায়, ভোটের ক্ষেত্রে পতাকা হোক বা শাড়ি, টুপি বা সান গার্ড বেশি বরাত আসে তৃণমূলের । তারপর সিপিএমের বরাত আসে ৷ তবে তারা পতাকা, টুপি, ছাতা এগুলোর বরাত দেয় বেশি । কংগ্রেসের তরফে বেশ খানিকটা বরাত এসেছে ।

Lok Sabha Election
একসঙ্গে বিকচ্ছে সব রাজনৈতিক দলের পতাকা

এখনও পর্যন্ত সব থেকে কম বরাত দিয়েছে বিজেপি । এর কারণ হিসেবে বিক্রেতার দাবি, বিজেপির দলের তরফে কেন্দ্রীয়ভাবে পতাকা, টুপি, মুখোশ এসবের বরাত দেওয়া হয় । খুব কম এগুলো রাজ্যের ব্যবসায়ীদের থেকে কেনে তারা । তবে বিজেপির শাড়ি বিক্রি হচ্ছে । গরমের জন্য এবার টুপি ও সান গার্ডের ভালো বরাত পাওয়া যাবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা ।

আরও পড়ুন:

  1. ঘাটাল মাস্টার প্ল্যান থেকে উন্নয়ন, আসতকাচের তলায় সাংসদ দেব
  2. 'ফল-ডাবের জল' বনাম 'মুড়ি-বাতাসা', হুগলির গরমে কী খাচ্ছেন লকেট-রচনা ?
  3. শত্রুঘ্ন নিজেই খামোশ ! বিজেপির প্রার্থী কই? ভোটের জৌলুস নেই আসানসোলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.