ETV Bharat / state

তারকেশ্বরে বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার - Hanging Body Recovered

author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

Hanging Body Recovered: সাত সকালে বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার৷ তারকেশ্বর বাসস্ট্যান্ডের ঘটনা ৷ দেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আত্মহত্যা না খুন, খতিয়ে দেখা হচ্ছে ৷

Hanging Body Recovered
বাসের ভিতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার তারকেশ্বরে (নিজস্ব ছবি)

তারকেশ্বর, 21 সেপ্টেম্বর: তারকেশ্বর রুটের বাস থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম বুদ্ধদেব হেমব্রম (25) ৷ ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বাসস্ট্যান্ডে । শনিবার সকালে বাসের অন্য়ান্য কর্মীরা কাজে এসে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান । মৃতের বাড়ি আরামবাগের রঘুবাটি এলাকায় । তিনি বাসে খালাসির কাজ করতেন বলে জানা গিয়েছে । তবে যে বাস থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তিনি সেই বাসে খালাসির কাজ করতেন না ৷ অন্য বাসের কর্মী ছিলেন ৷

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাঁকুড়াগামী একটি বাসে শুয়েছিলেন বুদ্ধদেব । আজ সকালে কর্মীরা এসে দেখেন বাসের ভিতরের পাইপে ঝুলন্ত অবস্থায় তাঁকে । খালি গায়ে গামছা পরা অবস্থায় ছিলেন তিনি । খবর দেওয়া হয় বাস মালিক ও পুলিশকে । পরে বাসকর্মী ও পুলিশের সহযোগিতায় ঝুলন্ত দেহ নামানো হয় ।

তবে কী কারণে যুবকের মৃত্যু হয়েছে, কেউই কিছু বলতে পারছেন না । এই ঘটনা আত্মহত্যা না খুন, তদন্ত করছে তারকেশ্বর থানার পুলিশ । বাস চালক ও মালিকদের দাবি, বেশ কয়েকবছর ধরেই বাসের কর্মী হিসাবে কাজ করছিলেন ওই যুবক । পাহারা দেওয়ার জন্য বাসেই শুয়ে থাকতেন তিনি । পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ৷ ময়নাতদন্তের পর দেহ তাদের হাতে তুলে দেওয়া হবে ৷

বাস ইউনিয়নের সভাপতি গৌতম ধোলে বলেন, "যুবক অনেকদিন ধরে বাসে কাজ করেন ৷ প্রতিদিনের মতো রাতে বাসে শুয়ে ছিল ৷ সকালে বাসের অন্যান্য কর্মচারী এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ ছেলেটি অন্য গাড়িতে ডিউটি করে ৷ তবে এই বাসে এসে ঘুমোয় ৷ কী কারণে এই ঘটনা আমরা বুঝতে পারছি না ৷ ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে ৷"

তারকেশ্বর, 21 সেপ্টেম্বর: তারকেশ্বর রুটের বাস থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতের নাম বুদ্ধদেব হেমব্রম (25) ৷ ঘটনাটি ঘটেছে তারকেশ্বর বাসস্ট্যান্ডে । শনিবার সকালে বাসের অন্য়ান্য কর্মীরা কাজে এসে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পান । মৃতের বাড়ি আরামবাগের রঘুবাটি এলাকায় । তিনি বাসে খালাসির কাজ করতেন বলে জানা গিয়েছে । তবে যে বাস থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে, তিনি সেই বাসে খালাসির কাজ করতেন না ৷ অন্য বাসের কর্মী ছিলেন ৷

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য (ইটিভি ভারত)

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাঁকুড়াগামী একটি বাসে শুয়েছিলেন বুদ্ধদেব । আজ সকালে কর্মীরা এসে দেখেন বাসের ভিতরের পাইপে ঝুলন্ত অবস্থায় তাঁকে । খালি গায়ে গামছা পরা অবস্থায় ছিলেন তিনি । খবর দেওয়া হয় বাস মালিক ও পুলিশকে । পরে বাসকর্মী ও পুলিশের সহযোগিতায় ঝুলন্ত দেহ নামানো হয় ।

তবে কী কারণে যুবকের মৃত্যু হয়েছে, কেউই কিছু বলতে পারছেন না । এই ঘটনা আত্মহত্যা না খুন, তদন্ত করছে তারকেশ্বর থানার পুলিশ । বাস চালক ও মালিকদের দাবি, বেশ কয়েকবছর ধরেই বাসের কর্মী হিসাবে কাজ করছিলেন ওই যুবক । পাহারা দেওয়ার জন্য বাসেই শুয়ে থাকতেন তিনি । পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ৷ ময়নাতদন্তের পর দেহ তাদের হাতে তুলে দেওয়া হবে ৷

বাস ইউনিয়নের সভাপতি গৌতম ধোলে বলেন, "যুবক অনেকদিন ধরে বাসে কাজ করেন ৷ প্রতিদিনের মতো রাতে বাসে শুয়ে ছিল ৷ সকালে বাসের অন্যান্য কর্মচারী এসে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ৷ আমরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিই ৷ পুলিশ এসে দেহ উদ্ধার করে ৷ ছেলেটি অন্য গাড়িতে ডিউটি করে ৷ তবে এই বাসে এসে ঘুমোয় ৷ কী কারণে এই ঘটনা আমরা বুঝতে পারছি না ৷ ওর বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.