কলকাতা, 13 অগস্ট: আরজি করের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য ৷ রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়া এগোতে না পারলে দায়িত্ব সিবিআইকে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে তার আগেই মঙ্গলবার দুপুরেই সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ৷ এমনই আবহে ঘটনার চারদিন পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাঁচ মিনিটে দায় সারলেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ৷ জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার আবেদন জানালেন তিনি ৷ আরজি করের ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু করেছেন এই জুনিয়র চিকিৎসকরা ৷ স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করতে অবিলম্বে তাঁদের কাজে ফেরার আবেদন জানালেন স্বাস্থ্যসচিব ৷
সাংবাদিক সম্মেলন হলেও মাত্র 6 মিনিটের মধ্যে নিজের বক্তব্য পড়ে দিয়ে বেরিয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্যসচিব। সাংবাদিকরা একাধিক প্রশ্ন করলেও তিনি কোনও প্রশ্নেরই উত্তর দেননি। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যমৃত্যুর পর কেটে গেছে প্রায় চার দিন। চার দিনের মাথায় ঘটনা নিয়ে আজ সরকারি বিবৃতি দিল স্বাস্থ্য ভবন। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য সচিব আজ কী বলেন সেই দিকেই তাকিয়ে ছিলেন সবাই ৷ বিশেষ করে বহু প্রশ্নের জবাব চাইছিলেন অনেকে ৷
তিনি বলেন, "আর জি করে যা ঘটেছে তা অতন্ত দুর্ভাগ্যজনক ৷ এই ঘটনার তদন্ত হচ্ছে। তদন্তের প্রতিদিনের খবর নেওয়া হচ্ছে। ঘটনা ঘটার 12 ঘণ্টার মধ্যেই প্রধান দোষীকে চিনহিত করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অত্যন্ত দ্রুততার সঙ্গে এই কাজ করেছে পুলিশ।" পাশাপাশি তিনি আরও জানান, গত শনিবার তিনি নিজে বিক্ষোভরত চিকিৎসকদের সঙ্গে দেখা করে সুবিচারের আশ্বাস দিয়েছেন। এরপর গত রোববার নগরপাল বিনীত গোয়েলও তাঁদের সঙ্গে দেখা করে দোষীদের সাজা দেওয়ার আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মৃতার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের আশ্বাস দিয়েছেন।
- আরজি কর-কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের