কলকাতা, 7 ডিসেম্বর: কালীঘাটের স্কাইওয়াকের কাজ প্রায় শেষের মুখে ৷ আর এই স্কাইওয়াকের কাজের জন্যই চারবছর আগে উঠে যেতে হয়েছিল, এসপি মুখার্জি রোডের মুখে থাকা কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের 177 জন ব্যবসায়ীকে ৷ তবে, চারবছর পর আবারও পুরনো জায়গায় ফিরে আসছেন ওই ব্যবসায়ীরা ৷ তবে, রাস্তার ধারে নয় ৷ স্কাইওয়াকের পাশে কলকাতা পুরনিগম তাঁদের চারতলা ঝাঁ-চকচকে বহুতল মার্কেট তৈরি করে দিয়েছে ৷
কোভিডের সময় 177 জন দোকানদারকে কালীঘাট মন্দিরের রাস্তার দুই ধার থেকে তুলে হাজরা পার্কে অস্থায়ী মার্কেটে পুনর্বাসন দেওয়া হয়েছিল ৷ কিন্তু, এই চারবছরে সেখানে বেচাকেনা কম, মাছি বেশি তাড়িয়েছেন ব্যবসায়ীরা ৷ প্রচুর লোকসান হয়েছে তাঁদের ৷ বদ্ধ পার্কে নামমাত্র গ্রাহক আসত ৷ সম্প্রতি কলকাতা পুরনিগমের তরফে ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠক হয় ৷ সেখানেই কবে তাঁরা নতুন মার্কেটে স্থানান্তর করবেন, তা জানতে চাওয়া হয়েছিল ৷
কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের ব্যবসায়ী সমিতির তরফে বেশকিছু সমস্যার কথা বলা হয়েছে ৷ সেই সমস্যাগুলি কলকাতা পুরনিগমের তরফে মিটিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ উল্লেখ্য, নিচতলায় মার্কেটের যে প্রবেশদ্বার, তা খুবই ছোট ৷ ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, সেই প্রবেশদ্বার যথেষ্ঠ চওড়া করতে হবে ৷ মূলত, সুরক্ষার দিকটি বিবেচনা করেই একথা জানিয়েছেন তাঁরা ৷ প্রয়োজনে নিচেরতলায় মার্কেটের পরিচালন সমিতির যে হলঘর রয়েছে, তা ছোট করার প্রস্তাবও দিয়েছেন ব্যবসায়ীরা ৷
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মধ্যে কাজ শেষ করে নতুন মার্কেট চালু হয়ে যাবে ৷ ব্যবসায়ীরাও নিজেদের জিনিসপত্র গুটিয়ে নতুন মার্কেটে চলে আসবেন ৷ যে 177 জন ব্যবসায়ীকে তুলে দেওয়া হয়েছিল, তাঁরা প্রত্যেকে নতুন মার্কেটে দোকান পাবেন ৷ কে, কোন দোকান পাবেন, তা কলকাতা পুরনিগম ঠিক করে দেবে ৷ মাসখানেকের মধ্যেই সব দোকান হস্তান্তর করা হবে ৷ তবে, চারতলা বিল্ডিংয়ের তিনতলা দেওয়া হবে মার্কেটের জন্য ৷ আরেকটি তলা কলকাতা পুরনিগম নিজেদের কাজের জন্য রাখছে ৷
কালীঘাট রিফিউজি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির সহ-সম্পাদক সুভাষ চক্রবর্তী বলেন, "চারবছর ধরে এখানে আছি ৷ আমাদের অবস্থা খুব একটা ভালো নয় ৷ সরকারের সঙ্গে কথা বলেছি ৷ সংস্কারের কাজ শেষ হয়েছে ৷ আমাদের বৈঠক করে নতুন মার্কেটে যেতে বলা হয়েছে ৷ আশা করছি, নতুন মার্কেটে ব্যবসার হাল ফিরবে ৷ আগে সিজনে যেমন জমজমাট থাকত বাজার ৷ তার পাশাপাশি, বারোমাস মন্দিরে আসা ভক্তরাও আমাদের খরিদ্দার ছিলেন ৷ আশা করছি, সেটা আবার ফিরবে ৷"
উল্লেখ্য, নতুন তৈরি হওয়া স্কাইওয়াক থেকেও সরাসরি নতুন মার্কেটে যাওয়া যাবে ৷ মূলত, কালীঘাট মন্দিরে পুজো দিতে আসা ভক্তদের জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে ৷ তবে, এই পরিকল্পনা কতটা সফল হবে, তা বোঝা যাবে কালীঘাট স্কাইওয়াক চালু হওয়ার পর ৷