ETV Bharat / state

নিউ মার্কেটে পুলিশি উচ্ছেদ অভিযান, বাদ গেল না নিয়ম মানা হকাররাও - Hawker Eviction - HAWKER EVICTION

Hawker Eviction in New Market: সেক্টর ফাইভ এলাকার হকার পরিস্থিতি নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ তারপরই পরই তৎপর হল পুলিশ-প্রশাসন । হকার উচ্ছেদ অভিযান চলল নিউ মার্কেট জুড়ে ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 10:50 PM IST

Updated : Jun 25, 2024, 10:59 PM IST

কলকাতা, 25 জুন: মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মুডে কলকাতা পুলিশ । বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চলল দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের হাতিবাগানে । তবে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের অদূরে রক্সি সিনেমার সামনে দু’ফুটে নিয়ম মেনে বসা হকারদেরও তুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । পুলিশের এই অতিসক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হকাররা ।

নিউ মার্কেটে পুলিশি উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

এদিন সন্ধ্যায় ধর্মতলায় কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের সামনে নিউ মার্কেট থানার তরফে বিরাট বাহিনী অভিযান চালায় । ফুটে থাকা হকারদের বেশ কিছু মাল তুলে নিয়ে যায় পুলিশ । পাশাপশি হকারদের ঘণ্টাখানেক সময় দেওয়া হয় মালপত্র নিয়ে ফুটপাথ থেকে সরে যাওয়ার জন্য । এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে হকারদের মধ্যে ।

হকারদের দাবি, টাউন ভেন্ডিং কমিটির তরফে আইন মাফিক হকারি করার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । সেই কমিটিতে পুলিশ, কর্পোরেশন, ইউনিয়ন সব আছে । তারা সম্প্রতি আলোচনা করে কে কতটা অংশে দোকান করবে, সেই মতো ফুটপাথে এক তৃতীয়াংশ জায়গায় হলুদ দাগ করে দিয়ে গিয়েছে । নিয়মের বাইরে যাওয়া হয়নি । কিন্তু আজ আচমকা পুলিশ এসে সমস্ত হকারদের তুলে দিয়েছে । টাউন ভেন্ডিং কমিটির ওই মিটিংয়ের পরও কেন তা হল তা নিয়েই এখন বিতর্ক ৷

ETV Bharat
চলছে হকার উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক সইফ আলি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের হকাররাজ নিয়ে বলেছেন । পুলিশ এখানে সেই উচ্ছেদ করছে । এখানে তো হকাররা আইন মেনে বসেছে । তাদের কেন তোলা হচ্ছে । নিশ্চই বিষয়টি উপরমহল বিবেচনা করছেন ।"

কলকাতা, 25 জুন: মুখ্যমন্ত্রীর বিরক্তি প্রকাশের পর মঙ্গলবার সকাল থেকেই অ্যাকশন মুডে কলকাতা পুলিশ । বেআইনি হকারদের বিরুদ্ধে অভিযান চলল দক্ষিণের গড়িয়াহাট থেকে উত্তরের হাতিবাগানে । তবে কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের অদূরে রক্সি সিনেমার সামনে দু’ফুটে নিয়ম মেনে বসা হকারদেরও তুলে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । পুলিশের এই অতিসক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন হকাররা ।

নিউ মার্কেটে পুলিশি উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

এদিন সন্ধ্যায় ধর্মতলায় কলকাতা কর্পোরেশনের কেন্দ্রীয় ভবনের সামনে নিউ মার্কেট থানার তরফে বিরাট বাহিনী অভিযান চালায় । ফুটে থাকা হকারদের বেশ কিছু মাল তুলে নিয়ে যায় পুলিশ । পাশাপশি হকারদের ঘণ্টাখানেক সময় দেওয়া হয় মালপত্র নিয়ে ফুটপাথ থেকে সরে যাওয়ার জন্য । এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে হকারদের মধ্যে ।

হকারদের দাবি, টাউন ভেন্ডিং কমিটির তরফে আইন মাফিক হকারি করার জন্য জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে । সেই কমিটিতে পুলিশ, কর্পোরেশন, ইউনিয়ন সব আছে । তারা সম্প্রতি আলোচনা করে কে কতটা অংশে দোকান করবে, সেই মতো ফুটপাথে এক তৃতীয়াংশ জায়গায় হলুদ দাগ করে দিয়ে গিয়েছে । নিয়মের বাইরে যাওয়া হয়নি । কিন্তু আজ আচমকা পুলিশ এসে সমস্ত হকারদের তুলে দিয়েছে । টাউন ভেন্ডিং কমিটির ওই মিটিংয়ের পরও কেন তা হল তা নিয়েই এখন বিতর্ক ৷

ETV Bharat
চলছে হকার উচ্ছেদ অভিযান (ইটিভি ভারত)

নিউ মার্কেট হকার সুরক্ষা ইউনিয়নের সাধারণ সম্পাদক সইফ আলি বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধাননগরের হকাররাজ নিয়ে বলেছেন । পুলিশ এখানে সেই উচ্ছেদ করছে । এখানে তো হকাররা আইন মেনে বসেছে । তাদের কেন তোলা হচ্ছে । নিশ্চই বিষয়টি উপরমহল বিবেচনা করছেন ।"

Last Updated : Jun 25, 2024, 10:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.