ETV Bharat / state

ভোটের দিন কোচবিহারে রাজ্যপাল, বায়ুসেনার কপ্টারে বৃহস্পতিতেই রওনা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Governor in Cooch Behar: ভোটের দিন কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ ভোট যাতে শান্তিপূর্ণ হয়, তার জন্যই ভোটকেন্দ্র বা এলাকা পরিদর্শন করবেন রাজ্যপাল৷

Etv Bharat
ভোটের দিন কোচবিহারে রাজ্যপাল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 17, 2024, 2:42 PM IST

Updated : Apr 17, 2024, 2:55 PM IST

কলকাতা, 17 এপ্রিল: ভোটের দিন হিংস্রতা রুখতে বা ভোটারদের মধ্যে কোনরকমে ভীতির সঞ্চার যাতে না ঘটে সেকারণে রাস্তায় নেমে এলাকা ঘুরে দেখবেন রাজ্যপাল ৷ নির্বাচন ঘোষণার পরপরই এলাকা পরিদর্শনের কথা আগেই জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কথা মতো বৃহস্পতিবারই কোচবিহারে যাচ্ছেন সিভি আনন্দ বোস ৷

বুধবার রাজভবন সূত্রের দাবি, "আগামী 19 এপ্রিল শুক্রবার রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগেই আগামিকাল উত্তরবঙ্গ পাড়ি দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার সকাল থেকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও বলবেন। এমনকী, জানা গিয়েছে রাজভবনের 'লোকসভা' পোর্টালে নতুন করে কোনও অভিযোগ এলে সেগুলো নির্দিষ্ট প্রশাসনকে জানিয়ে পদক্ষেপ গ্রহণের কথাও বলবেন রাজ্যপাল।

রাজভবন সূত্রের দাবি," 19 তারিখ সকাল 6টার আগে রাজ্যপাল রাস্তায় এলাকা পরিদর্শনে নেমে পড়বেন ৷ টোটো নিয়েও বের হতে পারেন। তিনি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন। যাতে হিংস্রতার ঘটনা না ঘটে। এর আগে ভোটের সময় তাঁকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। এর ফলে, উল্লেখযোগ্যভাবে দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড হ্রাস পেয়েছে বলেই রাজভবনের তরফে দাবি করা হয়েছে।

তবে, ওই আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র পরিদর্শন করবেন কি না, তা স্পষ্ট জানা যায়নি। তবে 19 তারিখ সন্ধ্যায় রাজ্যপালের কলকাতা ফেরার কথা রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্র বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে সূত্রের দাবি, "ওই কেন্দ্রের প্রার্থী দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে রাজ্যের শাসক দলের নেতা উদয়ন গুহর সম্পর্কের বিষয়ে সকলের জানা। ভোট প্রচারকে কেন্দ্র করে কয়েকদিন আগেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকী, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। আবারও সেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল।

আরও পড়ুন

1. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর

2. ‘জলের পাইপ সরাচ্ছে না রাজ্য, পড়ে 2300 কোটির মেট্রোর কাজ’, পার্থকে অর্জুন-তোপ

3. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?

কলকাতা, 17 এপ্রিল: ভোটের দিন হিংস্রতা রুখতে বা ভোটারদের মধ্যে কোনরকমে ভীতির সঞ্চার যাতে না ঘটে সেকারণে রাস্তায় নেমে এলাকা ঘুরে দেখবেন রাজ্যপাল ৷ নির্বাচন ঘোষণার পরপরই এলাকা পরিদর্শনের কথা আগেই জানিয়েছিলেন রাজ্যপাল ৷ কথা মতো বৃহস্পতিবারই কোচবিহারে যাচ্ছেন সিভি আনন্দ বোস ৷

বুধবার রাজভবন সূত্রের দাবি, "আগামী 19 এপ্রিল শুক্রবার রাজ্যের তিন কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগেই আগামিকাল উত্তরবঙ্গ পাড়ি দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ শুক্রবার সকাল থেকেই কোচবিহার লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। পুলিশ প্রশাসনের সঙ্গে কথাও বলবেন। এমনকী, জানা গিয়েছে রাজভবনের 'লোকসভা' পোর্টালে নতুন করে কোনও অভিযোগ এলে সেগুলো নির্দিষ্ট প্রশাসনকে জানিয়ে পদক্ষেপ গ্রহণের কথাও বলবেন রাজ্যপাল।

রাজভবন সূত্রের দাবি," 19 তারিখ সকাল 6টার আগে রাজ্যপাল রাস্তায় এলাকা পরিদর্শনে নেমে পড়বেন ৷ টোটো নিয়েও বের হতে পারেন। তিনি দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন। যাতে হিংস্রতার ঘটনা না ঘটে। এর আগে ভোটের সময় তাঁকে এলাকায় ঘুরতে দেখা গিয়েছে। এর ফলে, উল্লেখযোগ্যভাবে দুষ্কৃতীমূলক কর্মকাণ্ড হ্রাস পেয়েছে বলেই রাজভবনের তরফে দাবি করা হয়েছে।

তবে, ওই আলিপুরদুয়ার কিংবা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র পরিদর্শন করবেন কি না, তা স্পষ্ট জানা যায়নি। তবে 19 তারিখ সন্ধ্যায় রাজ্যপালের কলকাতা ফেরার কথা রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্র বেছে নেওয়ার কারণ প্রসঙ্গে সূত্রের দাবি, "ওই কেন্দ্রের প্রার্থী দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে রাজ্যের শাসক দলের নেতা উদয়ন গুহর সম্পর্কের বিষয়ে সকলের জানা। ভোট প্রচারকে কেন্দ্র করে কয়েকদিন আগেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। এমনকী, রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজেও ঘটনাস্থলে গিয়েছিলেন। আবারও সেই কোচবিহারে যাচ্ছেন রাজ্যপাল।

আরও পড়ুন

1. মমতা ও সিপিএমের আদরে লালিত হচ্ছে টুকরে টুকরে গ্যাং, রামনবমীর মিছিল থেকে কটাক্ষ শুভেন্দুর

2. ‘জলের পাইপ সরাচ্ছে না রাজ্য, পড়ে 2300 কোটির মেট্রোর কাজ’, পার্থকে অর্জুন-তোপ

3. তিন কেন্দ্র ফিরে পেতে মরিয়া তৃণমূল সুপ্রিমো! উত্তরে মমতা-ম্যাজিকে ফুটবে ঘাসফুল ?

Last Updated : Apr 17, 2024, 2:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.