আসানসোল, 27 মার্চ: কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে যাওয়ার সময় আসানসোলের কাল্লা মোড়ে রাজ্যপালকে লক্ষ্য করে কালো পতাকা দেখান তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা । অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই বিষয়ে মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
বুধবার আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব ছিল । এই সমাবর্তন ঘিরে আগে থেকেই বিতর্ক শুরু হয় । রাজ্যের উচ্চশিক্ষা দফতর চিঠি দিয়ে এই সমবর্তন উৎসবে অসম্মতি জানিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করে । বুধবার সেই সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস । বিশ্ববিদ্যালয় প্রবেশের মুখেই 19 নম্বর জাতীয় সড়কের ধারে কাল্লা মোড়ে রাজ্যপালের কনভয়কে লক্ষ্য করে কালো পতাকা দেখান টিএমসিপি-র ছাত্রছাত্রীরা । পাশাপাশি রাজ্যপালকে 'গো ব্যাক' বলে স্লোগান তোলা হয় ।
সমাবর্তন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তখনই তিনি বলেন "ছাত্রছাত্রীরা তাঁদের প্রশ্ন তুলবেন, আন্দোলন করবেন এটাই স্বাভাবিক । কিন্তু ছাত্রছাত্রীরা কোথাও বিভ্রান্ত হচ্ছেন বলে মনে হচ্ছে । তিনি বলেন, লক্ষাধিক ছাত্রছাত্রী একটি বিশ্ববিদ্যালয়ে থাকে। তার মধ্যে কিছু ছাত্রছাত্রী কালো পতাকা দেখিয়েছে । এর মানে বোঝা যাচ্ছে যে, কিছু ছাত্রছাত্রী চ্যান্সেলরের বিরুদ্ধে থাকলেও বিরাট সংখ্যক ছাত্রছাত্রী উপাচার্যের সঙ্গেই আছেন ।
ছাত্রছাত্রীদের কালো পতাকা দেখিয়ে প্রতিবাদ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "কালো পতাকাকে স্বাগত । কর্তৃপক্ষের বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আন্দোলন নতুন এবং অস্বাভাবিক কিছু নয় । তাঁরা অবশ্যই প্রতিবাদ করবেন, আন্দোলন করবেন । ছাত্রছাত্রীরা আন্দোলন করছে এটা প্রশংসনীয় । তারা কিছু প্রশ্ন তোলার চেষ্টা করছে। কিন্তু ওরা যদি আমার কাছে আসতো এবং আমাকে এসে সেই প্রশ্ন করতো আমি তাহলে ওদের উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারতাম ।"
রাজ্যপাল সিভি আনন্দ বোস আরও বলেন, ''ছাত্রছাত্রীরা রাজ্যপালের বা উপাচার্যের বিরুদ্ধে নয় । ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করা হয়েছে, তাঁরা দিকভ্রষ্ট হচ্ছেন ৷ 'গো ব্যাক' শ্লোগানের কথা উঠতেই মজা করে রাজ্যপাল বলেন, "ছাত্রছাত্রীরা মানবিকভাবেই সেটা বলেছেন । তাঁরা বলতে চেয়েছেন মিস্টার গভর্নর । আপনি একজন বুড়ো মানুষ । আপনি অনেক কঠিন পরিশ্রম করছেন । বহুদিন ধরে আমরা সেটা দেখছি, তাই আপনি দয়া করে ফিরে যান । ওরা আমাকে সাহায্য করছে । বোঝাতে চাইছে । ওদের বলবেন আমি নিশ্চয় ফিরে যাব ।"
তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব দাবি করেছিল মুখ্যমন্ত্রীকে যে অনুষ্ঠানে রাখা হয় না, সেই অনুষ্ঠানের রাজ্যপাল আসছেন । এ প্রশ্নের উত্তরে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন "একটি অনুষ্ঠানে কী করে মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল একসঙ্গে একই বেঞ্চে বসতে পারে ?" ছাত্ররা কি রাজনৈতিকভাবে অনুপ্রেরণা দিচ্ছে ? উত্তরে রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীরা রাজনৈতিকভাবেই অনুপ্রেরণা যুক্ত। রাজনীতি জীবনের অঙ্গ । কিন্তু রাজনীতি যদি কোনও প্রতিষ্ঠানের ভেতরের আবহাওয়াকে পালটায় সেটা অন্য বিষয় । সেটা মানা হবে না । রাজনীতি যদি কোনও প্রতিষ্ঠানের বাতাবরণকে নষ্ট করে তাহলে আমরা সেটা হতে দেব না । যদিও রাজনীতি করার অধিকার সবার আছে ৷
আরও পড়ুন: