কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের আবহে বিশেষ বার্তার মাধ্যমে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের সোশাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তিনি বলেন, "শিক্ষকরা আমাদের মন এবং হৃদয়কে গঠন করেন ।" পাশাপাশি বৃহস্পতিবার শিক্ষক ও বাড়িতে শেখানো পাঠকে মনে করিয়ে দেন তিনি ৷
রাজ্যপাল এ দিন বলেন, "ক্লাসে শিক্ষকেরা, বাড়িতে বাবা-মা এবং সৃষ্টির উপাদান আমাদের কী শিখিয়েছে আসুন আজকের দিনে আমরা তা স্মরণ করি ৷ তাঁদের সকলেই আমাদের শিখেয়েছেন, জীবন কী এবং কীভাবে সমাজে অবদান রাখতে হয় । সর্বোপরি তাঁরা আমাদেরকে ভাগ করে নিতে, বুঝতে, দায়িত্বশীল নাগরিক হতে এবং প্রয়োজনে আত্মদর্শন করতে ও নিজেদের সংশোধন করতে শিখিয়েছে ৷ যাতে সমাজ একত্রিত হয়ে নিজেদেরকে সংশোধন করতে পারে ।"
Best wishes on #TeachersDay, an occasion to express gratitude to all teachers who shape young minds.
— Narendra Modi (@narendramodi) September 5, 2024
Tributes to Dr. Radhakrishnan on his birth anniversary. pic.twitter.com/ORfl2iCJat
5 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মজয়ন্তী । এই দিনটিকে সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় । দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় । শিক্ষক দিবসে মানুষ গড়ার কারিগরদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে শিক্ষক দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের যে মহান উত্তরাধিকার তাঁকে স্মরণ করেছেন তিনি ।
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক । আমাদের অনুপ্রেরণা ও যাবতীয় শক্তির উৎস । তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড । আমাদেরকে সঠিক মার্গদর্শনের জন্য আমরা বছরভর তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব ।" একই সঙ্গে এই দিনটিতে, ছাত্র-শিক্ষক শিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
President Droupadi Murmu paid floral tributes to Dr Sarvepalli Radhakrishnan, former President of India on his birth anniversary at Rashtrapati Bhavan. pic.twitter.com/c6ToEzxvzk
— President of India (@rashtrapatibhvn) September 5, 2024
প্রসঙ্গত, প্রত্যেক বছর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয়ভাবে একটি অনুষ্ঠান হয় । আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সেরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় সেরা স্কুলগুলিকেও । একই সঙ্গে এই দিনটিতেই প্রতিবছর একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য অর্থ তুলে দেয় রাজ্য । তবে এবার আরজি কর আবহে এই ধরনের কোনও অনুষ্ঠান হচ্ছে না রাজ্যে ।
On the occasion of Teacher's Day HG conveys his best wishes and high regards to all teachers.
— Raj Bhavan Media Cell (@BengalGovernor) September 5, 2024
HG has expressed that our teachers shape our minds and hearts. Let us on this day recall what we were taught - by our teachers in the classes, by our parents at home and by the…
On this auspicious occasion of Teachers' Day, marking the birth anniversary of the great scholar and the second President of India Dr. S. Radhakrishnan, I humbly remember his great legacy and simultaneously express my deepest respect for our entire teaching community.
— Mamata Banerjee (@MamataOfficial) September 5, 2024
Our…
শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি জন্মবার্ষিকীতে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, "শিক্ষক দিবসের শুভকামনা ৷ তরুণ মন গঠনকারী সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ্য এটি ।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন । একই সঙ্গে অমৃত উদ্যানে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা করেন রাষ্ট্রপতি মুর্মু ।