ETV Bharat / state

শিক্ষক দিবসের শুভেচ্ছা মোদি-মমতা-মুর্মুর, আরজি কর আবহে রাজ্যপালের বার্তায় সমাজ সংশোধনের ডাক - Teachers Day 2024

Teachers Day 2024: শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাজ্যপাল সিভি আনন্দ বোস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মমতা বললেন, শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক ৷ সিভি আনন্দ বোস মনে করালেন নাগরিকদের সংশোধন করার পাঠ ৷

Teachers Day greeting
শিক্ষক দিবসের শুভেচ্ছা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2024, 2:49 PM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের আবহে বিশেষ বার্তার মাধ্যমে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের সোশাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তিনি বলেন, "শিক্ষকরা আমাদের মন এবং হৃদয়কে গঠন করেন ।" পাশাপাশি বৃহস্পতিবার শিক্ষক ও বাড়িতে শেখানো পাঠকে মনে করিয়ে দেন তিনি ৷

রাজ্যপাল এ দিন বলেন, "ক্লাসে শিক্ষকেরা, বাড়িতে বাবা-মা এবং সৃষ্টির উপাদান আমাদের কী শিখিয়েছে আসুন আজকের দিনে আমরা তা স্মরণ করি ৷ তাঁদের সকলেই আমাদের শিখেয়েছেন, জীবন কী এবং কীভাবে সমাজে অবদান রাখতে হয় । সর্বোপরি তাঁরা আমাদেরকে ভাগ করে নিতে, বুঝতে, দায়িত্বশীল নাগরিক হতে এবং প্রয়োজনে আত্মদর্শন করতে ও নিজেদের সংশোধন করতে শিখিয়েছে ৷ যাতে সমাজ একত্রিত হয়ে নিজেদেরকে সংশোধন করতে পারে ।"

5 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মজয়ন্তী । এই দিনটিকে সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় । দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় । শিক্ষক দিবসে মানুষ গড়ার কারিগরদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে শিক্ষক দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের যে মহান উত্তরাধিকার তাঁকে স্মরণ করেছেন তিনি ।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক । আমাদের অনুপ্রেরণা ও যাবতীয় শক্তির উৎস । তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড । আমাদেরকে সঠিক মার্গদর্শনের জন্য আমরা বছরভর তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব ।" একই সঙ্গে এই দিনটিতে, ছাত্র-শিক্ষক শিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, প্রত্যেক বছর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয়ভাবে একটি অনুষ্ঠান হয় । আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সেরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় সেরা স্কুলগুলিকেও । একই সঙ্গে এই দিনটিতেই প্রতিবছর একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য অর্থ তুলে দেয় রাজ্য । তবে এবার আরজি কর আবহে এই ধরনের কোনও অনুষ্ঠান হচ্ছে না রাজ্যে ।

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি জন্মবার্ষিকীতে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, "শিক্ষক দিবসের শুভকামনা ৷ তরুণ মন গঠনকারী সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ্য এটি ।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন । একই সঙ্গে অমৃত উদ্যানে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা করেন রাষ্ট্রপতি মুর্মু ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: আরজি কর-কাণ্ডের আবহে বিশেষ বার্তার মাধ্যমে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ রাজভবনের সোশাল মিডিয়া হ্যান্ডেলের মাধ্যমে তিনি বলেন, "শিক্ষকরা আমাদের মন এবং হৃদয়কে গঠন করেন ।" পাশাপাশি বৃহস্পতিবার শিক্ষক ও বাড়িতে শেখানো পাঠকে মনে করিয়ে দেন তিনি ৷

রাজ্যপাল এ দিন বলেন, "ক্লাসে শিক্ষকেরা, বাড়িতে বাবা-মা এবং সৃষ্টির উপাদান আমাদের কী শিখিয়েছে আসুন আজকের দিনে আমরা তা স্মরণ করি ৷ তাঁদের সকলেই আমাদের শিখেয়েছেন, জীবন কী এবং কীভাবে সমাজে অবদান রাখতে হয় । সর্বোপরি তাঁরা আমাদেরকে ভাগ করে নিতে, বুঝতে, দায়িত্বশীল নাগরিক হতে এবং প্রয়োজনে আত্মদর্শন করতে ও নিজেদের সংশোধন করতে শিখিয়েছে ৷ যাতে সমাজ একত্রিত হয়ে নিজেদেরকে সংশোধন করতে পারে ।"

5 সেপ্টেম্বর প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মজয়ন্তী । এই দিনটিকে সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় । দেশের পাশাপাশি রাজ্যেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় । শিক্ষক দিবসে মানুষ গড়ার কারিগরদের শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একই সঙ্গে শিক্ষক দিবসে প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণের যে মহান উত্তরাধিকার তাঁকে স্মরণ করেছেন তিনি ।

সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "শিক্ষকরাই আমাদের পথপ্রদর্শক । আমাদের অনুপ্রেরণা ও যাবতীয় শক্তির উৎস । তাঁরা আমাদের সমাজের মেরুদণ্ড । আমাদেরকে সঠিক মার্গদর্শনের জন্য আমরা বছরভর তাঁদের কাছে কৃতজ্ঞ থাকব ।" একই সঙ্গে এই দিনটিতে, ছাত্র-শিক্ষক শিক্ষক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

প্রসঙ্গত, প্রত্যেক বছর শিক্ষক দিবস উপলক্ষে রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয়ভাবে একটি অনুষ্ঠান হয় । আর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ওই অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের সেরা শিক্ষকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ৷ পাশাপাশি পুরস্কার তুলে দেওয়া হয় সেরা স্কুলগুলিকেও । একই সঙ্গে এই দিনটিতেই প্রতিবছর একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার জন্য অর্থ তুলে দেয় রাজ্য । তবে এবার আরজি কর আবহে এই ধরনের কোনও অনুষ্ঠান হচ্ছে না রাজ্যে ।

শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি জন্মবার্ষিকীতে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি ৷ সোশাল মিডিয়ায় প্রধানমন্ত্রী মোদি লেখেন, "শিক্ষক দিবসের শুভকামনা ৷ তরুণ মন গঠনকারী সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি উপলক্ষ্য এটি ।" রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণকে তাঁর জন্মবার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন । একই সঙ্গে অমৃত উদ্যানে গিয়ে শিক্ষকদের সঙ্গে আলাপচারিতা করেন রাষ্ট্রপতি মুর্মু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.