ETV Bharat / state

বেলুড় মঠে সম্পন্ন স্বামী স্মরণানন্দ মহারাজের শেষকৃত্য, শেষ শ্রদ্ধা জানালেন রাজ্যপাল - Swami Smaranananda Maharaj - SWAMI SMARANANANDA MAHARAJ

Swami Smaranananda Maharaj: মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বেলুড় মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ ৷ বুধবার রাতে তাঁর শেষ ক্রিয়াকলাপ সম্পন্ন হয় ৷ তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

ETV Bharat
বেলুড়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 7:55 AM IST

বেলুড়ে প্রয়াত স্বামী স্মরণানন্দ মহারাজকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বেলুড়, 28 মার্চ: প্রয়াত বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দের শেষকৃত্য সম্পন্ন হল ৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার সন্ধ্যা ছ'টা নাগাদ রাজ্যপাল বেলুড় মঠে পৌঁছে স্বামী স্মরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান ৷ মঙ্গলবার রাতে তিনি রামকৃষ্ণলোকে গমন করেন ৷

প্রয়াত প্রেসিডেন্ট মহারাজের প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "রাজ্য তথা দেশ এক মহান আধ্যাত্মিক গুরুকে হারাল ৷ যাঁর উপর বহু মানুষের আস্থা ও ভরসা ছিল ৷ যিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, পাশাপাশি তিনি মনুষ্যত্বে বিশ্বাসী ছিলেন ৷ সর্বোপরি তিনি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথের অনুসারী ছিলেন ৷ একজন মহান সন্ন্যাসী যিনি দেশের মানুষকে জীবনে সঠিক পথের দিশা দিয়েছেন ৷ তাঁর শেখানো শিক্ষার মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷ তাঁর মৃত্যুতে চিরকালের জন্য অপূরণীয় ক্ষতি হল ৷ আমরা এই মহান আধ্যাত্মিক গুরুকে হারালাম ৷"

উল্লেখ্য বুধবার রাত্রি 9টার পরে বেলুড় মঠের গঙ্গার তীরেই স্বামী স্মরণানন্দের অন্তিম সংস্কার পর্ব সম্পন্ন হবে, এমনটাই জানানো হয় বেলুড় মঠের পক্ষ থেকে ৷ সেই অনুযায়ী বুধবার রাত 8টা 15 মিনিটে সাংস্কৃতিক ভবন থেকে পুরনো মঠ চত্বরের আমগাছ তলায় প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ সন্ন্যাসীদের কাঁধে চাপিয়ে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পালা চলে ৷

এরপর স্বামী ব্রহ্মানন্দের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয় ৷ তারপরে স্বামী স্মরণানন্দের নশ্বর দেহ শ্রীমা সারদার মন্দিরের সামনে রাখা হয় ৷ তারপরে মহারাজের নশ্বর দেহ স্নান করিয়ে নতুন বস্ত্র-সহ সন্ন্যাসীর সমস্ত উপকরণ দিয়ে, আরতি করা হয় ৷ তারপরে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল ঘুরে, প্রেসিডেন্ট মহারাজের বাসস্থানে নিয়ে আসা হয় ৷ কিছুক্ষণ সেখানে রাখার পরে গঙ্গার তীরে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়া ৷ এর আগে বুধবার সকাল হতেই প্রিয় ও শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহারাজকে শেষ বারের মতো দেখতে বেলুড় মঠে অগুণতি ভক্ত ভিড় জমিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ, শোকজ্ঞাপন মোদি-মমতার
  2. মোদির পর মমতা, স্বামী স্মরণানন্দ জি মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
  3. কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি

বেলুড়ে প্রয়াত স্বামী স্মরণানন্দ মহারাজকে শেষবারের মতো শ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বেলুড়, 28 মার্চ: প্রয়াত বেলুড় মঠ ও মিশনের প্রেসিডেন্ট মহারাজ স্বামী স্মরণানন্দের শেষকৃত্য সম্পন্ন হল ৷ তাঁকে শেষশ্রদ্ধা জানালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ বুধবার সন্ধ্যা ছ'টা নাগাদ রাজ্যপাল বেলুড় মঠে পৌঁছে স্বামী স্মরণানন্দ মহারাজকে শ্রদ্ধা জানান ৷ মঙ্গলবার রাতে তিনি রামকৃষ্ণলোকে গমন করেন ৷

প্রয়াত প্রেসিডেন্ট মহারাজের প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "রাজ্য তথা দেশ এক মহান আধ্যাত্মিক গুরুকে হারাল ৷ যাঁর উপর বহু মানুষের আস্থা ও ভরসা ছিল ৷ যিনি ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, পাশাপাশি তিনি মনুষ্যত্বে বিশ্বাসী ছিলেন ৷ সর্বোপরি তিনি শ্রীরামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের প্রদর্শিত পথের অনুসারী ছিলেন ৷ একজন মহান সন্ন্যাসী যিনি দেশের মানুষকে জীবনে সঠিক পথের দিশা দিয়েছেন ৷ তাঁর শেখানো শিক্ষার মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন ৷ তাঁর মৃত্যুতে চিরকালের জন্য অপূরণীয় ক্ষতি হল ৷ আমরা এই মহান আধ্যাত্মিক গুরুকে হারালাম ৷"

উল্লেখ্য বুধবার রাত্রি 9টার পরে বেলুড় মঠের গঙ্গার তীরেই স্বামী স্মরণানন্দের অন্তিম সংস্কার পর্ব সম্পন্ন হবে, এমনটাই জানানো হয় বেলুড় মঠের পক্ষ থেকে ৷ সেই অনুযায়ী বুধবার রাত 8টা 15 মিনিটে সাংস্কৃতিক ভবন থেকে পুরনো মঠ চত্বরের আমগাছ তলায় প্রেসিডেন্ট মহারাজের নশ্বর দেহ সন্ন্যাসীদের কাঁধে চাপিয়ে নিয়ে আসা হয় ৷ সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পালা চলে ৷

এরপর স্বামী ব্রহ্মানন্দের মন্দিরের সামনে নিয়ে যাওয়া হয় ৷ তারপরে স্বামী স্মরণানন্দের নশ্বর দেহ শ্রীমা সারদার মন্দিরের সামনে রাখা হয় ৷ তারপরে মহারাজের নশ্বর দেহ স্নান করিয়ে নতুন বস্ত্র-সহ সন্ন্যাসীর সমস্ত উপকরণ দিয়ে, আরতি করা হয় ৷ তারপরে স্বামী বিবেকানন্দের সমাধিস্থল ঘুরে, প্রেসিডেন্ট মহারাজের বাসস্থানে নিয়ে আসা হয় ৷ কিছুক্ষণ সেখানে রাখার পরে গঙ্গার তীরে শুরু হয় অন্ত্যেষ্টিক্রিয়া ৷ এর আগে বুধবার সকাল হতেই প্রিয় ও শ্রদ্ধেয় প্রেসিডেন্ট মহারাজকে শেষ বারের মতো দেখতে বেলুড় মঠে অগুণতি ভক্ত ভিড় জমিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. রামকৃষ্ণলোকে স্বামী স্মরণানন্দ, শোকজ্ঞাপন মোদি-মমতার
  2. মোদির পর মমতা, স্বামী স্মরণানন্দ জি মহারাজকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী
  3. কলকাতাই এসেই স্বামী স্মরণানন্দকে দেখতে হাসপাতালে মোদি
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.