ETV Bharat / state

অপেক্ষার পরও কথা হয়নি, শুধুই ডেপুটেশন নেন রাজ্যপাল; অসন্তুষ্ট দেবাশিস-কিঞ্জলরা - JUNIOR DOCTORS MEET GUV

দীর্ঘ সময় অপেক্ষা করার পরও রাজ্যপালের সঙ্গে কথা হয়নি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ৷ তাঁরা শুধুই ডেপুটেশন দিয়েছেন রাজ্যপালকে ৷

ETV BHARAT
রাজ্যপালকে ডেপুটেশন দিচ্ছেন জুনিয়র ডাক্তাররা (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 7:39 PM IST

Updated : Oct 14, 2024, 9:47 PM IST

কলকাতা, 14 অক্টোবর: দীর্ঘ সময় অপেক্ষা করার পর রাজ্যপালকে ডেপুটেশন জমা দিতে পারলেও, তাঁর সঙ্গে কথাই হল না জুনিয়র ডাক্তারদের ৷

এর ফলে অসন্তোষ প্রকাশ করে দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দরা জানালেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে তাঁরা কোনও আশ্বাস পাননি ৷

রাজ্যপালের সঙ্গে কথা হয়নি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

এদিন রাজভবন থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "প্রথমে জানানো হয় রাজ্যপাল বিশ্রাম নিচ্ছেন ৷ তাই আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ৷ পরে রাজ্যপাল আমাদের সঙ্গে দেখা করেছেন ৷ তাঁর হাতে আমাদের ডেপুটেশন দিয়েছি ৷ তবে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি ৷" রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁরা সন্তুষ্ট কি না জানতে চাইলে জুনিয়র চিকিৎসকরা বলেন, "কথা যখন হয়নি, তখন আর সন্তুষ্ট হই কী করে !"

সোমবার তাঁদের দাবি-দাওয়া সংক্রান্ত ডেপুটেশন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জমা দিতে মিছিল করে রাজভবনে যান জুনিয়র ডাক্তাররা ৷ তবে সেখানে তাঁদের আটকায় পুলিশ । রাজভবনের সামনে নিয়ম অনুযায়ী 163 ধারা জারি আছে । তাই জুনিয়র ডাক্তারদের বাধা দেয় পুলিশ ।

পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর জুনিয়র ডাক্তারদের 12 জনের প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে ৷ তবে তাঁদের অপেক্ষা করতে বলা হয় ৷ তাঁরা বেশকিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁদের রাজভবনের কর্মীরা জানান, বিকেল 5.30টা নাগাদ তাঁদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল ৷ সেই মতো রাজ্যপাল দেখা করলেও তিনি কোনও কথা বলেননি বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷

দেবাশিস ও কিঞ্জলরা এদিন জানিয়েছেন, ডেপুটেশন জমা নেওয়ার পর কর্মচারীদের মাধ্যমে রাজ্যপাল জানিয়েছেন যে, তিনি বিষয়টি দেখবেন ৷ তবে তাঁর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনও বাক্যালাপ হয়নি ৷

কলকাতা, 14 অক্টোবর: দীর্ঘ সময় অপেক্ষা করার পর রাজ্যপালকে ডেপুটেশন জমা দিতে পারলেও, তাঁর সঙ্গে কথাই হল না জুনিয়র ডাক্তারদের ৷

এর ফলে অসন্তোষ প্রকাশ করে দেবাশিস হালদার ও কিঞ্জল নন্দরা জানালেন, রাজ্যপাল সিভি আনন্দ বোসের তরফ থেকে তাঁরা কোনও আশ্বাস পাননি ৷

রাজ্যপালের সঙ্গে কথা হয়নি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের (ইটিভি ভারত)

এদিন রাজভবন থেকে বেরনোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন, "প্রথমে জানানো হয় রাজ্যপাল বিশ্রাম নিচ্ছেন ৷ তাই আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ৷ পরে রাজ্যপাল আমাদের সঙ্গে দেখা করেছেন ৷ তাঁর হাতে আমাদের ডেপুটেশন দিয়েছি ৷ তবে তাঁর সঙ্গে কোনও কথা হয়নি ৷" রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁরা সন্তুষ্ট কি না জানতে চাইলে জুনিয়র চিকিৎসকরা বলেন, "কথা যখন হয়নি, তখন আর সন্তুষ্ট হই কী করে !"

সোমবার তাঁদের দাবি-দাওয়া সংক্রান্ত ডেপুটেশন রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জমা দিতে মিছিল করে রাজভবনে যান জুনিয়র ডাক্তাররা ৷ তবে সেখানে তাঁদের আটকায় পুলিশ । রাজভবনের সামনে নিয়ম অনুযায়ী 163 ধারা জারি আছে । তাই জুনিয়র ডাক্তারদের বাধা দেয় পুলিশ ।

পুলিশের সঙ্গে কথাবার্তা বলার পর জুনিয়র ডাক্তারদের 12 জনের প্রতিনিধি দল রাজভবনে প্রবেশ করে ৷ তবে তাঁদের অপেক্ষা করতে বলা হয় ৷ তাঁরা বেশকিছুক্ষণ অপেক্ষা করার পর তাঁদের রাজভবনের কর্মীরা জানান, বিকেল 5.30টা নাগাদ তাঁদের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল ৷ সেই মতো রাজ্যপাল দেখা করলেও তিনি কোনও কথা বলেননি বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা ৷

দেবাশিস ও কিঞ্জলরা এদিন জানিয়েছেন, ডেপুটেশন জমা নেওয়ার পর কর্মচারীদের মাধ্যমে রাজ্যপাল জানিয়েছেন যে, তিনি বিষয়টি দেখবেন ৷ তবে তাঁর সঙ্গে জুনিয়র ডাক্তারদের কোনও বাক্যালাপ হয়নি ৷

Last Updated : Oct 14, 2024, 9:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.