ETV Bharat / state

হয় জিতব না হয় মরব, সামনে মরণবাঁচন পরিস্থিতি: গৌতম দেব - Lok Sabha Elections 2024

Goutam Deb: দলের হয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে গিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বললেন, "হয় জিতব না হয় মরব, সামনে মরণবাঁচন পরিস্থিতি ৷" জলপাইগুড়ি ও দার্জিলিং আসন জিতে মুখ্যমন্ত্রীকে উপহার দেওয়ার অঙ্গীকারও দিলেন মেয়র ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 6:53 PM IST

দলের হয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে গৌতম দেব

শিলিগুড়ি, 6 মার্চ: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ তার আগেই সকল রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে ৷ বুধবার তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র দেওয়াল লিখন কর্মসূচিতে বেরোন ৷ সেখানে গিয়েই তিনি মন্তব্য করেন, "হয় মরব, না হয় জিতব। এখন মরণবাঁচন পরিস্থিতি।" শুধু তাই নয়, যে করেই হোক দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা আসনে জয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার কথা জানালেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক না-হলেও রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে।

বুধবার থেকে দার্জিলিং লোকসভা আসনের জন‍্য দেওয়াল লিখনের মধ‍্য দিয়ে প্রচারের কাজ শুরু করেন শিলিগুড়ি পৌরনিগরের মেয়র গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার পাশাপাশি পৌরনিগমের 12 নম্বর ওর্য়াডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় সরণিতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়। গৌতম দেবের পাশাপাশি দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে-সহ অন‍্যান‍্য তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না-হলেও দলীয় প্রচারের কাজ শুরু করার কথা জানালেন গৌতম দেব।

আগামী সাতদিনের মধ্যে শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ড এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দেওয়াল লিখন সম্পন্ন করা হবে বলে জানান তিনি৷ এবছর মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জিতে উপহার দিতে চান তিনি। তিনি জানান, বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে। এবছর মরণবাঁচন পরিস্থিতি। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে কর্মী-সমর্থকরা। গৌতম দেব বলেন, "হয় জিতব, না হয় মরব। এই অবস্থায় সকল তৃণমূল কর্মী-সমর্থকদের ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে।"

আরও পড়ুন:

  1. শিলিগুড়ি পৌরনিগমের বাজেটকে ঘিরে উত্তেজনা, খসড়া ছিঁড়ে ওয়াকআউট বাম কাউন্সিলরদের
  2. 10 কোটি 53 লক্ষের ঘাটতি বাজেট পেশ শিলিগুড়ির মেয়রের, কটাক্ষ বিরোধীদের
  3. শিলিগুড়ি পৌরনিগমের সহায়তায় ফুলেশ্বরী ও জোরাপানি নদী সংস্কারের উদ্যোগ সেচ দফতরের

দলের হয়ে দেওয়াল লিখন কর্মসূচিতে গৌতম দেব

শিলিগুড়ি, 6 মার্চ: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ তার আগেই সকল রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে ৷ বুধবার তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র দেওয়াল লিখন কর্মসূচিতে বেরোন ৷ সেখানে গিয়েই তিনি মন্তব্য করেন, "হয় মরব, না হয় জিতব। এখন মরণবাঁচন পরিস্থিতি।" শুধু তাই নয়, যে করেই হোক দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা আসনে জয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার কথা জানালেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক না-হলেও রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে।

বুধবার থেকে দার্জিলিং লোকসভা আসনের জন‍্য দেওয়াল লিখনের মধ‍্য দিয়ে প্রচারের কাজ শুরু করেন শিলিগুড়ি পৌরনিগরের মেয়র গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার পাশাপাশি পৌরনিগমের 12 নম্বর ওর্য়াডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় সরণিতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়। গৌতম দেবের পাশাপাশি দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে-সহ অন‍্যান‍্য তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না-হলেও দলীয় প্রচারের কাজ শুরু করার কথা জানালেন গৌতম দেব।

আগামী সাতদিনের মধ্যে শিলিগুড়ি পৌরনিগমের 47টি ওয়ার্ড এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকার দেওয়াল লিখন সম্পন্ন করা হবে বলে জানান তিনি৷ এবছর মমতা বন্দ্যোপাধ্যায়কে দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জিতে উপহার দিতে চান তিনি। তিনি জানান, বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে। এবছর মরণবাঁচন পরিস্থিতি। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে কর্মী-সমর্থকরা। গৌতম দেব বলেন, "হয় জিতব, না হয় মরব। এই অবস্থায় সকল তৃণমূল কর্মী-সমর্থকদের ঝাঁপিয়ে পড়তে বলা হয়েছে।"

আরও পড়ুন:

  1. শিলিগুড়ি পৌরনিগমের বাজেটকে ঘিরে উত্তেজনা, খসড়া ছিঁড়ে ওয়াকআউট বাম কাউন্সিলরদের
  2. 10 কোটি 53 লক্ষের ঘাটতি বাজেট পেশ শিলিগুড়ির মেয়রের, কটাক্ষ বিরোধীদের
  3. শিলিগুড়ি পৌরনিগমের সহায়তায় ফুলেশ্বরী ও জোরাপানি নদী সংস্কারের উদ্যোগ সেচ দফতরের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.