কালিম্পং, 13 মার্চ: সিএএ'কে সমর্থন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানালেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। কেন্দ্রীয় সরকারের তরফে সিএএ লাগু করার পর থেকে উত্তাল রাজ্য রাজনীতি। সিএএ'র চরম বিরোধীতা করে একদিকে যেমন সরব হয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। একইভাবে বিরোধীতা করেছে সিপিএম এবং কংগ্রেসও। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মতুয়া সমাজের একাংশ। এবার সিএএ'র সিদ্ধান্তকে স্বাগত জানালেন মোর্চা নেতা বিমল গুরুংও। পাশাপাশি 2024 লোকসভা নির্বাচন নিয়েও মুখ খুলেছেন তিনি। বিমল গুরুংয়ের সাফ দাবি, তাঁরা যাকে সমর্থন করবে, ভোটে সেই দলই জিতবে ৷
বিমল গুরুং বলেন, "2024-এর লোকসভা নির্বাচনে আমাদের অবস্থান নিয়ে আলোচনা চলছে। খুব দ্রুত আমরা সিদ্ধান্তে পৌঁছব। জাতি, পাহাড়, এখানকার মাটির জন্য আমরা অনেককেই জয়ী করিয়েছি। তারা হয়তো চিন্তা করছেন। কিন্তু আমার লক্ষ্য আমার চিন্তা অন্য। আমি অভিভাবক রূপে থাকতে চাই। সেই সব বিষয় নিয়েই আলোচনা চলছে। আমরা যাকে সমর্থন করব তারা জয়ী হবেই।" একই সঙ্গে গোর্খা জন মুক্তি মোর্চা প্রধান বলেন, "প্রতিটি গ্রাম, শহরের মানুষ মনস্থির করে নিয়েছে। এবার ভোটে তার প্রভাব পরবে।"
অন্যদিকে, মঙ্গলবারই দেশজুড়ে লাগু হয়েছে সিএএ ৷ গত 2019 সালে সংসদের দুই কক্ষেই পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদন মেলে ৷ এরপর লোকসভা ভোটের ঠিক আগে দেশে সিএএ আইন লাগু করল কেন্দ্রীয় সরকার ৷ সেই বিষয়ে বিমল গুরুং বলেন, "প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই সিএএ লাগু করার জন্য। অনেকে অনেক দেশ থেকে পালিয়ে এসে এই দেশে আশ্রয় নিয়েছে। তাদের জন্য এই নীতি সঠিক। আবার অনেকের জন্য খারাপও। কিন্তু যারা পালিয়ে এসেছে তাদের জন্য করা প্রয়োজন ছিল। এই দেশে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের জন্য সমস্যা হচ্ছে। তবে গোর্খাদের কোনও সমস্যা হবে না। দেশের জন্য যারা প্রাণ দেয়, তাদের কোথায় রাখবে কেন্দ্রীয় সরকার। যেখানেই রাখুক ভালো জায়গায় রাখুক।"
আরও পড়ুন: