ETV Bharat / state

ভারত-বাংলাদেশ সীমান্তে 42 লক্ষের সোনার বিস্কুট-সহ গ্রেফতার এক - GOLD BARS RECOVERED IN MURSHIDABAD

Gold Bars Recovered: আবার বিএসএফের তৎপরতায় ভেস্তে গেল সোনা পাচার ৷ সাইকেলের রডে করে সোনা পাচার করার সময় বিএসএফের কাছে ধরা পড়ে যায় পাচারকারী ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 8, 2024, 5:33 PM IST

Gold Biscuits Recovered
সীমান্ত থেকে উদ্ধার সোনার বিস্কুট (নিজস্ব চিত্র)

মুর্শিদাবাদ, 8 জুলাই: বিএসএফের চোখে ধুলো দিতে সাইকেলের রডে করে সোনা পাচারের ছক ব্যর্থ হল ৷ অভিযুক্ত পাচারকারীকে আটক করলেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গীর 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি এলাকার ঘটনা ৷ পাচারকারীর কাছ থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ যার মূল্য আনুমানিক 42 লক্ষ টাকা ৷

বিএসএফ সূত্রে খবর, আগে থেকেই তাদের কাছে খবর ছিল সোনার পাচারের ৷ সেই মতোই তৎপর ছিলেন বিএসএফের বাংলাদেশ সীমান্তের জলঙ্গির 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ রবিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে একজনকে সাইকেল নিয়ে প্রবেশ করতে দেখেন তাঁরা ৷ গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফের জওয়ানরা ৷ সেইসঙ্গে সাইকেলে তল্লাশি শুরু হয় ৷ তল্লাশিতেই বেরিয়ে আসে সাইকেলের রডে কালো টেপে মোড়া বিভিন্ন আকারের 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন 565 গ্রাম ৷ উদ্ধার হওয়া বিস্কুটের দাম 41 লক্ষ 81 হাজার 500 টাকা ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা করেছে ৷ বাজেয়াপ্ত সোনা জলঙ্গির কাস্টমস স্টেশনে জমা করা হয়েছে।

এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে তৃতীয় বার পাচরকারীদের পরিকল্পনা ব্যর্থ করল বিএসএফ ৷ বিএসএফের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি একে আর্য্য।

এ প্রসেঙ্গে তিনি বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে তৎপর বিএসএফ ৷ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হন না বিএসএফ জওয়ানরা। পাচার বন্ধ করতে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর 14419 চালু করা হয়েছে ৷ প্রয়োজনে সীমান্তের বাসিন্দাদেরও সজাগ থাকার কথা বলেছেন ৷ সোনা পাচারের ঘটনা নজরে এলে হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।" নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।

মুর্শিদাবাদ, 8 জুলাই: বিএসএফের চোখে ধুলো দিতে সাইকেলের রডে করে সোনা পাচারের ছক ব্যর্থ হল ৷ অভিযুক্ত পাচারকারীকে আটক করলেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গীর 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি এলাকার ঘটনা ৷ পাচারকারীর কাছ থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ যার মূল্য আনুমানিক 42 লক্ষ টাকা ৷

বিএসএফ সূত্রে খবর, আগে থেকেই তাদের কাছে খবর ছিল সোনার পাচারের ৷ সেই মতোই তৎপর ছিলেন বিএসএফের বাংলাদেশ সীমান্তের জলঙ্গির 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ রবিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে একজনকে সাইকেল নিয়ে প্রবেশ করতে দেখেন তাঁরা ৷ গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফের জওয়ানরা ৷ সেইসঙ্গে সাইকেলে তল্লাশি শুরু হয় ৷ তল্লাশিতেই বেরিয়ে আসে সাইকেলের রডে কালো টেপে মোড়া বিভিন্ন আকারের 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন 565 গ্রাম ৷ উদ্ধার হওয়া বিস্কুটের দাম 41 লক্ষ 81 হাজার 500 টাকা ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা করেছে ৷ বাজেয়াপ্ত সোনা জলঙ্গির কাস্টমস স্টেশনে জমা করা হয়েছে।

এই নিয়ে গত কয়েকদিনের মধ্যে তৃতীয় বার পাচরকারীদের পরিকল্পনা ব্যর্থ করল বিএসএফ ৷ বিএসএফের সফল অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের ডিআইজি একে আর্য্য।

এ প্রসেঙ্গে তিনি বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধ করতে তৎপর বিএসএফ ৷ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতেও পিছপা হন না বিএসএফ জওয়ানরা। পাচার বন্ধ করতে ইতিমধ্যেই একটি হেল্পলাইন নম্বর 14419 চালু করা হয়েছে ৷ প্রয়োজনে সীমান্তের বাসিন্দাদেরও সজাগ থাকার কথা বলেছেন ৷ সোনা পাচারের ঘটনা নজরে এলে হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে বলা হয়েছে।" নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় গোপন রাখা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.