ETV Bharat / state

চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: প্রচারে গিয়ে 'গো ব্যাক' স্লোগান শুনলেন মিঠুন চক্রবর্তী ৷ বুধবার তিনি উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মুর হয়ে রোড শো করেন ৷ সেখানে তাঁকে উদ্দেশ্যে করে এই স্লোগান দেওয়া হয় ৷

Mithun Chakraborty road show in Uttar Malda
মিঠুন চক্রবর্তীর রোড শোতে গো ব্যাক স্লোগান
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 25, 2024, 1:08 PM IST

উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মিঠুন চক্রবর্তীর রোড শোতে গো ব্যাক স্লোগান

মালদা, 25 এপ্রিল: বেনজির ঘটনা ঘটল চাঁচলে ৷ বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷

উত্তর মালদা কেন্দ্রের পদ্ম প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এদিন চাঁচলে রোড শো এবং গাজোলে নির্বাচনী সভা করেন মহাগুরু মিঠুন ৷ নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর চাঁচলে পৌঁছন তিনি ৷ মিঠুনকে দেখতে অনেক আগে থেকেই রাস্তার দু’ধারে ছিল থিকথিকে ভিড় ৷ রোড শো শুরু করতেই মানুষের আবেগে ভেসে যায় গোটা চাঁচল ৷ রোড শো যাতে শান্তিতে শেষ হয়, তার জন্য যথেষ্ট সংখ্যায় পুলিশকর্মীও ছিল ৷

তাল কাটে তরলতলা এলাকায় ৷ সেখানে আগে থেকেই ঘাসফুলের ঝান্ডা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ এদের নেতৃত্ব দিচ্ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সদস্য সামিউল ইসলাম ৷ ছিলেন তৃণমূল পরিতচালিত চাঁচল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও ৷ মিঠুনের রোড শো এগিয়ে আসতেই তাঁরা 'গো ব্যাক মিঠুন, গো ব্যাক কোবরা' স্লোগান দিতে শুরু করেন ৷ পুলিশ চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরাও ৷ যদিও কোনও ঝামেলা হয়নি ৷

এই ঘটনা নিয়ে এলাকাবাসী অঙ্কুর পোদ্দার বলেন, "পাঁচ বছরে খগেন মুর্মুকে কোনও দিন দেখা যায়নি ৷ তিনি চাঁচলের জন্য কী কাজ করেছেন ? তাই আজ তিনি তারকাকে নিয়ে প্রচারে এলে আমরা তাঁকে স্বতঃস্ফূর্তভাবে তাঁকে গো ব্যাক বলেছি ৷ মিঠুন চক্রবর্তীর আগে ভাবা উচিত ছিল, তিনি কার জন্য প্রচারে আসছেন ৷ গোটা চাঁচলবাসী এবার উত্তর দেবে ৷"

ঘটনাপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের মন্তব্য, “এটা তৃণমূলের সংস্কৃতি ৷ মালদা জেলার রাজনীতিতে এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ মিঠুন চক্রবর্তী শুধু বিজেপির নেতা নন, তিনি বাংলা ও বাঙালির আইকন ৷ উত্তর মালদার মানুষ তাঁকে এই অপমানের জবাব নিশ্চয়ই দেবে ৷”

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি অবশ্য বলেন, "মিঠুন চক্রবর্তীকে আমরা প্রত্যেকেই ভালোবাসি ৷ আজ তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অবাঞ্ছিত ৷ দলের এমন কোনও কর্মসূচি ছিল না ৷ কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই ৷"

আরও পড়ুন:

  1. নির্বাচনী আবহে ফের রাজ্যে মিঠুন, টানা তিনদিন প্রচার সারবেন মহাগুরু
  2. তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর
  3. মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর

উত্তর মালদা লোকসভা কেন্দ্রে মিঠুন চক্রবর্তীর রোড শোতে গো ব্যাক স্লোগান

মালদা, 25 এপ্রিল: বেনজির ঘটনা ঘটল চাঁচলে ৷ বুধবার উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রোড শো চলাকালীন মিঠুন চক্রবর্তীর নামে গো ব্যাক স্লোগান উঠল ৷ তৃণমূলের পতাকাধারী কিছু নেতা-কর্মীই এই স্লোগান তোলেন বলে জানা গিয়েছে ৷ যদিও এই ঘটনাকে অবাঞ্ছিত বলে আখ্যা দিয়েছেন জেলা তৃণমূলের সভাপতি ৷ এদিকে খগেন মুর্মুকে নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে এলাকাবাসী ৷

উত্তর মালদা কেন্দ্রের পদ্ম প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে এদিন চাঁচলে রোড শো এবং গাজোলে নির্বাচনী সভা করেন মহাগুরু মিঠুন ৷ নির্দিষ্ট সময়ের প্রায় তিন ঘণ্টা পর চাঁচলে পৌঁছন তিনি ৷ মিঠুনকে দেখতে অনেক আগে থেকেই রাস্তার দু’ধারে ছিল থিকথিকে ভিড় ৷ রোড শো শুরু করতেই মানুষের আবেগে ভেসে যায় গোটা চাঁচল ৷ রোড শো যাতে শান্তিতে শেষ হয়, তার জন্য যথেষ্ট সংখ্যায় পুলিশকর্মীও ছিল ৷

তাল কাটে তরলতলা এলাকায় ৷ সেখানে আগে থেকেই ঘাসফুলের ঝান্ডা নিয়ে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ এদের নেতৃত্ব দিচ্ছিলেন মালদা জেলা পরিষদের প্রাক্তন সদস্য সামিউল ইসলাম ৷ ছিলেন তৃণমূল পরিতচালিত চাঁচল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতিও ৷ মিঠুনের রোড শো এগিয়ে আসতেই তাঁরা 'গো ব্যাক মিঠুন, গো ব্যাক কোবরা' স্লোগান দিতে শুরু করেন ৷ পুলিশ চেষ্টা করেও তাদের নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ উত্তেজিত হয়ে পড়েন বিজেপি কর্মীরাও ৷ যদিও কোনও ঝামেলা হয়নি ৷

এই ঘটনা নিয়ে এলাকাবাসী অঙ্কুর পোদ্দার বলেন, "পাঁচ বছরে খগেন মুর্মুকে কোনও দিন দেখা যায়নি ৷ তিনি চাঁচলের জন্য কী কাজ করেছেন ? তাই আজ তিনি তারকাকে নিয়ে প্রচারে এলে আমরা তাঁকে স্বতঃস্ফূর্তভাবে তাঁকে গো ব্যাক বলেছি ৷ মিঠুন চক্রবর্তীর আগে ভাবা উচিত ছিল, তিনি কার জন্য প্রচারে আসছেন ৷ গোটা চাঁচলবাসী এবার উত্তর দেবে ৷"

ঘটনাপ্রসঙ্গে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্তের মন্তব্য, “এটা তৃণমূলের সংস্কৃতি ৷ মালদা জেলার রাজনীতিতে এমন ঘটনা আগে কখনও ঘটেনি ৷ মিঠুন চক্রবর্তী শুধু বিজেপির নেতা নন, তিনি বাংলা ও বাঙালির আইকন ৷ উত্তর মালদার মানুষ তাঁকে এই অপমানের জবাব নিশ্চয়ই দেবে ৷”

তৃণমূলের জেলা সভাপতি আবদুর রহিম বক্সি অবশ্য বলেন, "মিঠুন চক্রবর্তীকে আমরা প্রত্যেকেই ভালোবাসি ৷ আজ তাঁর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অবাঞ্ছিত ৷ দলের এমন কোনও কর্মসূচি ছিল না ৷ কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছে আমার জানা নেই ৷"

আরও পড়ুন:

  1. নির্বাচনী আবহে ফের রাজ্যে মিঠুন, টানা তিনদিন প্রচার সারবেন মহাগুরু
  2. তৃণমূল 'দুর্নীতিগ্রস্ত' হলে, প্রার্থী হবেন না কেন ? বিপ্লব মিত্রকে নিশানা মহাগুরুর
  3. মমতার 'মাথা খারাপ' আর কুণাল 'নর্দমা', তোপ মহাগুরুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.