ETV Bharat / state

আরজি কর কাণ্ডের জের, বর্ধমানের স্কুলে কন্যাশ্রী দিবস বয়কট ছাত্রীদের - RG Kar Doctor Rape and Murder Case

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 10:50 PM IST

Kanyashree Diwas Boycott: 14 অগস্ট মঙ্গলবার ছিল কন্যাশ্রী দিবস ৷ এদিন অনুষ্ঠানের বদলে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানাতে মেয়েরা কন্যাশ্রী দিবস বয়কট করল ৷ শিরোনামে বর্ধমানের স্কুল ৷

Bardhaman News
পোস্টার হাতে কন্যাশ্রী দিবস বয়কট ছাত্রীদের (Etv Bharat)

মালডাঙা, 14 অগস্ট: আরজি কর কাণ্ডের আঁচ লাগল স্কুলেও ৷ বুধবার কন্যাশ্রী দিবস বয়কট করে ঘটনার প্রতিবাদ জানাল ছাত্রীরা । নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে এদিন সরব হল তারা । পূর্ব বর্ধমানের মালডাঙা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এমনই ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনা কার্যত সরকারের কাছে চূড়ান্ত বার্তা পৌঁছে দিল বলেই মনে করছে বিভিন্ন মহল । পরে অবশ্য শিক্ষকদের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে বিরত হয় ।

মালডাঙা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা এদিন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর অত্যাচারের কথা হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি র‍্যালির আয়োজন করে । পরে বিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ দেখিয়ে কন্যাশ্রী দিবস বয়কট করে ।এই বিষয়ে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের দাবি, আরজি করে মহিলা চিকিৎসককে যেভাবে অত্যাচার করে ধর্ষণ ও খুন করা হয়েছে তাতে দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে ৷ পাশাপাশি তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে ।

কন্যাশ্রী ছাত্রীদের অভিযোগ, আজ পরিস্থিতি এমনই যে দেশের সঙ্গে এই রাজ্যেও মেয়েরা আজ নিরাপদে নেই । মেয়েদের লেখাপড়া শিখতে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকেরা । মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে । যেখানে মেয়েদেরই নিরাপত্তা নেই, সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোনও মানে হয় না । তাই আমরা মেয়েদের উপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ অবস্থান-বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করেছি ।

মালডাঙা, 14 অগস্ট: আরজি কর কাণ্ডের আঁচ লাগল স্কুলেও ৷ বুধবার কন্যাশ্রী দিবস বয়কট করে ঘটনার প্রতিবাদ জানাল ছাত্রীরা । নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে এদিন সরব হল তারা । পূর্ব বর্ধমানের মালডাঙা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এমনই ঘটনা ঘটেছে ৷ তবে এই ঘটনা কার্যত সরকারের কাছে চূড়ান্ত বার্তা পৌঁছে দিল বলেই মনে করছে বিভিন্ন মহল । পরে অবশ্য শিক্ষকদের অনুরোধে কন্যাশ্রী ক্লাবের মেয়েরা এই অবস্থান বিক্ষোভ থেকে বিরত হয় ।

মালডাঙা রাজেন্দ্র স্মৃতি উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের ছাত্রীরা এদিন দেশ তথা রাজ্যের বিভিন্ন প্রান্তে মেয়েদের উপর অত্যাচারের কথা হাতে লেখা বিভিন্ন পোস্টার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে একটি র‍্যালির আয়োজন করে । পরে বিদ্যালয়ের গেটে অবস্থান বিক্ষোভ দেখিয়ে কন্যাশ্রী দিবস বয়কট করে ।এই বিষয়ে কন্যাশ্রী ক্লাবের ছাত্রীদের দাবি, আরজি করে মহিলা চিকিৎসককে যেভাবে অত্যাচার করে ধর্ষণ ও খুন করা হয়েছে তাতে দোষীদের অবিলম্বে চিহ্নিতকরণ করতে হবে ৷ পাশাপাশি তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করতে হবে ।

কন্যাশ্রী ছাত্রীদের অভিযোগ, আজ পরিস্থিতি এমনই যে দেশের সঙ্গে এই রাজ্যেও মেয়েরা আজ নিরাপদে নেই । মেয়েদের লেখাপড়া শিখতে পাঠিয়েও নিশ্চিন্তে থাকতে পারছেন না অভিভাবকেরা । মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে । যেখানে মেয়েদেরই নিরাপত্তা নেই, সেখানে কন্যাশ্রী অনুষ্ঠান করার কোনও মানে হয় না । তাই আমরা মেয়েদের উপর এই অত্যাচারের প্রতিবাদ জানিয়ে আজ অবস্থান-বিক্ষোভ করে কন্যাশ্রী দিবস বয়কট করেছি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.