ETV Bharat / state

'আমি আবার বলব', কমিশনের শো-কজের পরেও প্রশাসনের বিরুদ্ধে সরব হিরণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নির্বাচন কমিশনের শো-কজের পরেও প্রশাসনের বিরুদ্ধে সরব ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ আবারও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কথা বলবেন বলে হুঁশিয়ারি দিলেন তিনি ৷ কমিশনের শো-কজের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় জবাব দেবেন মেদিনীপুর সদরের বিধায়ক ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 10:51 AM IST

Updated : Mar 30, 2024, 1:09 PM IST

নির্বাচন কমিশনের শোকজের পরেও নিজের অবস্থানে অনড় হিরণ

ঘাটাল, 30 মার্চ: পুলিশ প্রশাসনকে গ্রামে ঢুকতে না-দেওয়ার জন্য, গ্রামবাসীদের উস্কানির দেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় তথা হিরণের বিরুদ্ধে ৷ যে ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীকে শো-কজও করেছে ৷ কিন্তু, হিরণ নিজের অবস্থানে অনড় ৷ শুক্রবার ফের তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশকে আটকাতে আবারও একই কথা বলবেন ৷

ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বক্তব্য, "নির্বাচন কমিশন আমাকে শো-কজ করেছে ৷ আমি তার একটা জবাব দিয়েছি ৷ আরও একটা জবাব আমি দেব ৷ কিন্তু, কমিশন আমার কথা শোনেনি ৷ আমি সেদিন বলেছিলাম, ভালো পুলিশও আছে ৷ তাঁদের আমি সম্মান করি, শ্রদ্ধা করি ৷ কিন্তু, মমতার দলদাস পুলিশ, মমতার দলদাস বিডিও, মমতার দলদাস এসডিও, তাঁদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি ৷ নয়তো গণতন্ত্র বাঁচবে কী করে ?"

পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগ তুলেছেন হিরণ ৷ তাঁর অভিযোগ, পুলিশকে দিয়ে মিথ্যে রিপোর্ট তৈরি করানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজের ভগ্নদশায় ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন হিরণ ৷ ঘণ্টাদু’য়েক অবস্থান বিক্ষোভের পর তিনি জনসংযোগ কর্মসূচি সেরে, বিডিও অফিসে উপস্থিত হন ৷ সেখানেও প্রায় দু’ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী ৷ বিডিও-র দফতরে দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে হিরণকে বলতে শোনা যায়, "আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন ৷ গ্রামে কোনও পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না ৷ আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন ৷ ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব ৷"

হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয় ৷ তার প্রেক্ষিতেই কমিশন ঘাটালের বিজেপি প্রার্থীকে শো-কজ করেছিল ৷ এবার পালটা কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ কমিশনকে উল্লেখ করে তাঁর প্রশ্ন, "আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও, রাজ্য সরকার কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের ছাড়পত্র চাইতে পারে ? তবে, কি কমিশন নির্বাচন আয়োজন না করে, ঘাটাল মাস্টার প্ল্যানের পারমিশন দেবে ? এনিয়ে কেন রাজ্য সরকারকে শো-কজ করা হবে না ?

আরও পড়ুন:

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর শপথ বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো
  3. ‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর

নির্বাচন কমিশনের শোকজের পরেও নিজের অবস্থানে অনড় হিরণ

ঘাটাল, 30 মার্চ: পুলিশ প্রশাসনকে গ্রামে ঢুকতে না-দেওয়ার জন্য, গ্রামবাসীদের উস্কানির দেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় তথা হিরণের বিরুদ্ধে ৷ যে ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীকে শো-কজও করেছে ৷ কিন্তু, হিরণ নিজের অবস্থানে অনড় ৷ শুক্রবার ফের তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশকে আটকাতে আবারও একই কথা বলবেন ৷

ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বক্তব্য, "নির্বাচন কমিশন আমাকে শো-কজ করেছে ৷ আমি তার একটা জবাব দিয়েছি ৷ আরও একটা জবাব আমি দেব ৷ কিন্তু, কমিশন আমার কথা শোনেনি ৷ আমি সেদিন বলেছিলাম, ভালো পুলিশও আছে ৷ তাঁদের আমি সম্মান করি, শ্রদ্ধা করি ৷ কিন্তু, মমতার দলদাস পুলিশ, মমতার দলদাস বিডিও, মমতার দলদাস এসডিও, তাঁদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি ৷ নয়তো গণতন্ত্র বাঁচবে কী করে ?"

পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগ তুলেছেন হিরণ ৷ তাঁর অভিযোগ, পুলিশকে দিয়ে মিথ্যে রিপোর্ট তৈরি করানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজের ভগ্নদশায় ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন হিরণ ৷ ঘণ্টাদু’য়েক অবস্থান বিক্ষোভের পর তিনি জনসংযোগ কর্মসূচি সেরে, বিডিও অফিসে উপস্থিত হন ৷ সেখানেও প্রায় দু’ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী ৷ বিডিও-র দফতরে দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে হিরণকে বলতে শোনা যায়, "আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন ৷ গ্রামে কোনও পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না ৷ আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন ৷ ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব ৷"

হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয় ৷ তার প্রেক্ষিতেই কমিশন ঘাটালের বিজেপি প্রার্থীকে শো-কজ করেছিল ৷ এবার পালটা কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ কমিশনকে উল্লেখ করে তাঁর প্রশ্ন, "আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও, রাজ্য সরকার কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের ছাড়পত্র চাইতে পারে ? তবে, কি কমিশন নির্বাচন আয়োজন না করে, ঘাটাল মাস্টার প্ল্যানের পারমিশন দেবে ? এনিয়ে কেন রাজ্য সরকারকে শো-কজ করা হবে না ?

আরও পড়ুন:

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর শপথ বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো
  3. ‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর
Last Updated : Mar 30, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.