ETV Bharat / state

রবিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, তাপপ্রবাহের মধ্যে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা - WBJEE 2024 - WBJEE 2024

WBJEE 2024: রাজ্যেজুড়ে চলছে তাপপ্রবাহ ৷ 1 লক্ষ 42 হাজার 692 জন পরীক্ষার্থীর কথা মাথায় রেখে বেশ কিছু বন্দোবস্ত করেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ সেখানে যেমন ওআরএস বাধ্যতামূলক রাখা হয়েছে, তেমনই পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে ৷

WBJEE 2024 Guidelines
জয়েন্ট পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 5:20 PM IST

কলকাতা, 27 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। রাজ্যের প্রায় 388টি কেন্দ্রে হবে পরীক্ষা গ্রহণ। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 42 হাজার 692 জন। রেকর্ড গরমের কথা মাথায় প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ সেখানে যেমন আবশ্যক জেনারেটরের ব্যবস্থা, তেমনই থাকছে ওআরএসের ব্যবস্থা ৷

রবিবার পরীক্ষা শুরুর সময় সকাল 11টা। প্রথমে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা যা চলবে বেলা 1টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে। যা চলবে বিকেল চারটে পর্যন্ত। সকাল 9টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল 9টা 30 মিনিটের মধ্যে সকলকে পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢুকতে হবে।

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, "সকল সেন্টার ইনচার্জকে গরমে জেনারেটরের ব্যবস্থা রাখা বলা হয়েছে।এছাড়া ওআরএসের ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রে যেহেতু কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে কেন্দ্রে। এরই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের কাছে আবেদন জানিয়েছেন সকাল সকাল যেন সকলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়।

অন্যান্য বছরের মতোই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। যে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলিতে একাধিক হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত থাকছে। পাশাপাশি প্রায় 90 জন রোমিং অবজারভার রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করবেন। প্রত্যেক অবজার্ভার গড়ে তিনটি করে পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন করবেন। পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের পাশাপাশি এবছর অতিরিক্ত সেন্টার ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি এমন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে সহকারী সেন্টার ইনচার্জ। কিছু কেন্দ্রে থাকছেন বোর্ডের পরিদর্শক এবং বোর্ডের প্রতিনিধিরাও ৷

আরও পড়ুন:

  1. জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল
  2. রাজ্য জয়েন্টের দিন ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করে জানাল বোর্ড

কলকাতা, 27 এপ্রিল: রাত পোহালেই রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স। রাজ্যের প্রায় 388টি কেন্দ্রে হবে পরীক্ষা গ্রহণ। এই বছর পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 42 হাজার 692 জন। রেকর্ড গরমের কথা মাথায় প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ৷ সেখানে যেমন আবশ্যক জেনারেটরের ব্যবস্থা, তেমনই থাকছে ওআরএসের ব্যবস্থা ৷

রবিবার পরীক্ষা শুরুর সময় সকাল 11টা। প্রথমে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা যা চলবে বেলা 1টা পর্যন্ত। এরপর দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা শুরু হবে দুপুর 2টো থেকে। যা চলবে বিকেল চারটে পর্যন্ত। সকাল 9টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সকাল 9টা 30 মিনিটের মধ্যে সকলকে পরীক্ষাকেন্দ্রের মধ্যে ঢুকতে হবে।

রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন, "সকল সেন্টার ইনচার্জকে গরমে জেনারেটরের ব্যবস্থা রাখা বলা হয়েছে।এছাড়া ওআরএসের ব্যবস্থা থাকবে। পরীক্ষাকেন্দ্রে যেহেতু কোনও পরীক্ষার্থী জলের বোতল নিয়ে প্রবেশ করতে পারবে না, তাই পর্যাপ্ত জলের ব্যবস্থাও রাখা হচ্ছে কেন্দ্রে। এরই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের কাছে আবেদন জানিয়েছেন সকাল সকাল যেন সকলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যায়।

অন্যান্য বছরের মতোই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকছে হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের ব্যবস্থা। যে কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি, সেগুলিতে একাধিক হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টরের বন্দোবস্ত থাকছে। পাশাপাশি প্রায় 90 জন রোমিং অবজারভার রেডিয়ো ফ্রিকোয়েন্সি ডিটেক্টর (আরএফডি) নিয়ে পরীক্ষাকেন্দ্রগুলি পরিদর্শন করবেন। প্রত্যেক অবজার্ভার গড়ে তিনটি করে পরীক্ষাকেন্দ্রে পরিদর্শন করবেন। পরীক্ষাকেন্দ্রে সেন্টার ইনচার্জের পাশাপাশি এবছর অতিরিক্ত সেন্টার ইনচার্জ নিযুক্ত করা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি এমন পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে সহকারী সেন্টার ইনচার্জ। কিছু কেন্দ্রে থাকছেন বোর্ডের পরিদর্শক এবং বোর্ডের প্রতিনিধিরাও ৷

আরও পড়ুন:

  1. জেইই মেন পরীক্ষায় 100 স্কোর করলেন 56 জন, লিঙ্কে ক্লিক করে জানুন ফলাফল
  2. রাজ্য জয়েন্টের দিন ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করে জানাল বোর্ড
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.