ETV Bharat / state

বেউর জেল থেকে রাজ্যে আনা হল গ্যাংস্টার সুবোধের শাগরেদ রৌশনকে - Raushan Produced in Court - RAUSHAN PRODUCED IN COURT

Subodh's aide Raushan Produced in Court: কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের পর এবার বেউর জেল থেকে রাজ্যে নিয়ে আসা হল তাঁর শাগরেদ রৌশনকে ৷ তাঁকে আজ ব‍্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় । মণীশ শুক্লা হত‍্যাকাণ্ড ও ব‍্যবসায়ী তাপস ভগতকে হুমকির ঘটনায় রৌশন জড়িত বলে মনে করছে পুলিশ ৷

ETV BHARAT
গ্যাংস্টার সুবোধের শাগরেদ রৌশনকে আদালতে পেশ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 7:42 PM IST

ব‍্যারাকপুর, 4 জুলাই: মণীশ শুক্লা হত‍্যাকাণ্ড ও ব‍্যবসায়ী তাপস ভগতকে হুমকির ঘটনায় এবার বেউর জেল থেকে এরাজ্যে নিয়ে আসা হল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের শাগরেদ রৌশন যাদব ওরফে তাঁতিয়াকে । কড়া নিরাপত্তায় তাঁকে বৃহস্পতিবার পেশ করা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে । রৌশনকে নিজেদের হেফাজতে নিয়ে এই সমস্ত অপরাধের ঘটনার শিকড়ে পৌঁছতে চাইছে ব‍্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী অফিসাররা ।

গ্যাংস্টার সুবোধের শাগরেদ রৌশনকে আদালতে পেশ (নিজস্ব ভিডিয়ো)

বিহারের বেউর জেলে বসে এরাজ্যের একাধিক অপরাধের 'মাস্টারমাইন্ড' তোলাবাজ সুবোধ সিং-কে আগেই ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে এসেছিল সিআইডি । ইতিমধ্যে সুবোধকে 14 দিনের সিআইডি হেফাজতে পেয়েছে ভবানী ভবন । তারই মধ্যে এবার সিআইডি'র সহযোগিতায় গ্যাংস্টার সুবোধ সিংয়ের 'ডান হাত' বলে পরিচিত রৌশন যাদবকে রাজ‍্যে নিয়ে এল ব‍্যারাকপুর কমিশনারেট ।

সূত্রের খবর, গত 15 জুন বেলঘরিয়া শুটআউট কাণ্ডের পরপরই রেস্তোরাঁ ব‍্যবসায়ী তাপস ভগতের কাছে হুমকি ফোন আসে । সেই হুমকি ফোন বিহারের বেউর জেল থেকে এসেছিল বলে দাবি করেন ওই ব‍্যবসায়ী । হুমকি ফোনের অপর প্রান্তের ব‍্যক্তি নিজেকে রৌশন বলে পরিচয় দেন । পরের দিন অর্থাৎ 16 জুন আবারও হুমকি ফোন আসে তাপসের কাছে । সেদিন অবশ্য গ্যাংস্টার সুবোধ হুমকি দেয় তাঁকে । বলে, রৌশনের সঙ্গে সমঝে চলতে হবে । নইলে তাঁরও পরিণতি হবে অজয় মণ্ডলের মতো । এরপরই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই রেস্তোরাঁ ব‍্যবসায়ী । পুলিশ মনে করছে, এই হুমকি ফোনের ঘটনা ছাড়াও 4 বছর আগে টিটাগড়ে প্রকাশ্যে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনাতেও সুবোধের শাগরেদ রৌশনের হাত থাকতে পারে ।

সে কারণে তদন্তের স্বার্থে রৌশনকে এরাজ্যে নিয়ে আসাটা পুলিশের কাছে অত‍্যন্ত জরুরি ছিল । একাধিক হাই-প্রোফাইল অপরাধের 'নায়ক' সুবোধ সিং-কে বেউর জেল থেকে এরাজ্যে সিআইডি নিয়ে আসতেই তাঁর শাগরেদ রৌশনকে হাতে পেতে কোমর বেঁধে নামেন ব‍্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা । সেই মতো তদন্তকারীদের একটি দল পৌঁছয় বিহারে । অবশেষে স্থানীয় আদালত থেকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার রৌশনকে নিয়ে আসা হয় এরাজ্যে । এদিনই তাঁকে নিজেদের হেফাজতে নিতে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

ব‍্যারাকপুর, 4 জুলাই: মণীশ শুক্লা হত‍্যাকাণ্ড ও ব‍্যবসায়ী তাপস ভগতকে হুমকির ঘটনায় এবার বেউর জেল থেকে এরাজ্যে নিয়ে আসা হল কুখ্যাত গ্যাংস্টার সুবোধ সিংয়ের শাগরেদ রৌশন যাদব ওরফে তাঁতিয়াকে । কড়া নিরাপত্তায় তাঁকে বৃহস্পতিবার পেশ করা হয় ব‍্যারাকপুর মহকুমা আদালতে । রৌশনকে নিজেদের হেফাজতে নিয়ে এই সমস্ত অপরাধের ঘটনার শিকড়ে পৌঁছতে চাইছে ব‍্যারাকপুর কমিশনারেটের তদন্তকারী অফিসাররা ।

গ্যাংস্টার সুবোধের শাগরেদ রৌশনকে আদালতে পেশ (নিজস্ব ভিডিয়ো)

বিহারের বেউর জেলে বসে এরাজ্যের একাধিক অপরাধের 'মাস্টারমাইন্ড' তোলাবাজ সুবোধ সিং-কে আগেই ট্রানজিট রিমান্ডে এরাজ্যে নিয়ে এসেছিল সিআইডি । ইতিমধ্যে সুবোধকে 14 দিনের সিআইডি হেফাজতে পেয়েছে ভবানী ভবন । তারই মধ্যে এবার সিআইডি'র সহযোগিতায় গ্যাংস্টার সুবোধ সিংয়ের 'ডান হাত' বলে পরিচিত রৌশন যাদবকে রাজ‍্যে নিয়ে এল ব‍্যারাকপুর কমিশনারেট ।

সূত্রের খবর, গত 15 জুন বেলঘরিয়া শুটআউট কাণ্ডের পরপরই রেস্তোরাঁ ব‍্যবসায়ী তাপস ভগতের কাছে হুমকি ফোন আসে । সেই হুমকি ফোন বিহারের বেউর জেল থেকে এসেছিল বলে দাবি করেন ওই ব‍্যবসায়ী । হুমকি ফোনের অপর প্রান্তের ব‍্যক্তি নিজেকে রৌশন বলে পরিচয় দেন । পরের দিন অর্থাৎ 16 জুন আবারও হুমকি ফোন আসে তাপসের কাছে । সেদিন অবশ্য গ্যাংস্টার সুবোধ হুমকি দেয় তাঁকে । বলে, রৌশনের সঙ্গে সমঝে চলতে হবে । নইলে তাঁরও পরিণতি হবে অজয় মণ্ডলের মতো । এরপরই টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন ওই রেস্তোরাঁ ব‍্যবসায়ী । পুলিশ মনে করছে, এই হুমকি ফোনের ঘটনা ছাড়াও 4 বছর আগে টিটাগড়ে প্রকাশ্যে বিজেপি কাউন্সিলর মণীশ শুক্লা খুনের ঘটনাতেও সুবোধের শাগরেদ রৌশনের হাত থাকতে পারে ।

সে কারণে তদন্তের স্বার্থে রৌশনকে এরাজ্যে নিয়ে আসাটা পুলিশের কাছে অত‍্যন্ত জরুরি ছিল । একাধিক হাই-প্রোফাইল অপরাধের 'নায়ক' সুবোধ সিং-কে বেউর জেল থেকে এরাজ্যে সিআইডি নিয়ে আসতেই তাঁর শাগরেদ রৌশনকে হাতে পেতে কোমর বেঁধে নামেন ব‍্যারাকপুর কমিশনারেটের শীর্ষ কর্তারা । সেই মতো তদন্তকারীদের একটি দল পৌঁছয় বিহারে । অবশেষে স্থানীয় আদালত থেকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার রৌশনকে নিয়ে আসা হয় এরাজ্যে । এদিনই তাঁকে নিজেদের হেফাজতে নিতে ব‍্যারাকপুর মহকুমা আদালতে পেশ করেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.